ছাত্রলীগের পুরনো ভিডিওকে শেখ হাসিনার পতনের পর হিন্দুদের বিক্ষোভের ঘটনা বলে প্রচার
- প্রকাশিত 27 আগস্ট 2024, 09:15
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ৯ আগস্ট ২০২৪ আগরতলা ভিত্তিক একটি ফেসবুকে পোস্টে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "গেরুয়া ঝড় এবার বাংলাদেশে ও শুরু হল। সনাতনীরা সারা বিশ্বে জাগতে শুরু করেছে, আর কতটা সময় নিজের দেশ নিজের ভিটামাটি ছেড়ে পালাবো, ধৈর্য্যের বাধ শেষ হয়ে গেলে নিজের আপনজনকে ও কেউ ছাড়ে।"
এছাড়া হিন্দি ভাষার ক্যাপশনে সামজিক মাধ্যম এক্স-এ ভিডিওটি শেয়ার করে বলা হয়, "ঢাকার রাস্তায় গেরুয়া রংয়ের বন্যা। নিজেদের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছে বাংলাদেশের হিন্দুরা।"
১০ আগস্ট প্রকাশিত হওয়ার পর ৯৫,০০০ বারের বেশি ভিউ হওয়া ভিডিওটিতে কমলা রংয়ের পোশাক পরিহিত একটি বিশাল জনতাকে রাস্তায় মিছিল করতে দেখা যায়।
নোবেলজয়ী ড মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজ ধর্মের লোকদের হামলা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষার দাবিতে ১,০০০ হাজারের বেশি হিন্দু সমাবেশ করার প্রেক্ষিতে অসত্য দাবি সম্বলিত ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে (আর্কাইভ লিংক)।
শিক্ষার্থীদের নেতৃত্বে এক অভ্যুত্থানে ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর হিন্দুদের উপর অসংখ্য হামলার খবর পাওয়া গেছে।
বাংলাদেশে সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদেরকে শেখ হাসিনার দল আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয় (আর্কাইভ লিংক)।
অসত্য দাবিটি অন্য একটি এক্স-এর পোস্টে এবং ফেসবুকে ছড়ানো হয়েছে।
তবে ভিডিওটি পুরনো এবং এটি হিন্দুদের কোন বিক্ষোভের ভিডিও নয়।
২০২৩ সালের ছাত্র সংগঠনের মিছিল
গুগলে রিভার্স ইমেজ সার্চে ২০২৩ সালের ২ সেপ্টেম্বর ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে একটি দৃশ্য দেখা যায় (আর্কাইভ লিংক)।
বাংলা ক্যাপশনে বলা হয়, আওয়ামী লীগ নেতা ফাহিম গোলন্দাজ বাবেলের নেতৃত্বে ঢাকায় "বিশাল সমাবেশ"।
নীচে অসত্য পোস্টের ভিডিও (বামে) এবং ইউটিউব ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হয়:
বাবেল নিজেও তার ফেসবুক একাউন্টে ২০২৩ সালের ১লা সেপ্টেম্বর একই ছবি আপলোড দিয়েছে (আর্কাইভ লিংক)।
তার ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, "বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব' স্মরণে বিশাল ছাত্র সমাবেশে গফরগাঁও উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ।"
১ লা সেপ্টেম্বর ২০২৩ বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪এর ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে একই দৃশ্য দেখা যায় (আর্কাইভ লিংক)।
একই দিন ঢাকা ট্রিবিউনের একটি প্রতিবেদনে বলা হয় যে, ওই সমাবেশে বক্তব্য দিয়ে শেখ হাসিনা তার দলের সদস্যদেরকে বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করার ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান (আর্কাইভ লিংক)।
এর আগও বাংলাদেশের অস্থিতিশীলতা ঘিরে ছড়ানো অসত্য তথ্য খণ্ডন করে এএফপি এখানে, এখানে ও এখানে প্রতিবেদন করেছে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ