গাজা যুদ্ধের মধ্যে ম্যাপ থেকে 'ফিলিস্তিন'র নাম সরায়নি গুগল

  • প্রকাশিত 11 জুলাই 2024, 18:38
  • আপডেট করা হয়েছে 11 জুলাই 2024, 18:39
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
গুগল আবারও একটি অসত্য অনলাইন দাবিকে প্রত্যাখ্যান করেছে যেখানে বলা হয়েছে যে, ইসরায়েল এবং ফিলিস্তিনি মিলিট্যান্ট হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে মানচিত্র থেকে 'ফিলিস্তিন'র নাম সরিয়ে ফেলেছে গুগল। অসত্য দাবিটি কয়েকবছর আগেও অনলাইনে ছড়ানো হয়েছিল। তবে গত ৭ অক্টোবার ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামাসের হামলার মাধ্যমে ছড়িয়ে পড়া যুদ্ধের মাঝে ফিলিস্তিনিদের জন্য নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি বিশ্বব্যাপী জোরালো হওয়ার পর ২০২৪ সালে দাবিটি পুনরায় ছড়াতে শুরু করে।

গত ১ জুলাই ২০২৪ ফেসবুকে আপলোড করা একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, "ফিলিস্তিনের নাম মানচিত্র থেকে মুছে দিয়েছে গুগল! লিংক প্রথম কমেন্টে দেখুন।"

পোস্টটিতে শেয়ার করা একটি ছবিতে গুগল ম্যাপের একটি স্ক্রিনশট দেখা যায়।

Image
গত ১০ জুলাই, ২০২৪ তারিখে নেয়া অসত্য ফেসবুক পোস্টের স্ক্রিনশট

ইসলায়েলকে কেন্দ্র করে নেয়া ম্যাপের স্ক্রিনশটে ড্যাস লাইন দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকা এবং ওয়েস্ট ব্যাংককে দেখানো হয়েছে।

তবে গুগলের মতে, ধূসর ড্যাশ লাইনগুলো বিতর্কিত সীমানা নির্দেশ করে (আর্কাইভ লিংক)৷

অনুরূপ অসত্য পোস্ট ফেসবুকে এখানে এবং অন্যান্য দেশের মধ্যে পোস্টটি পাকিস্তান, ফিলিপাইন, কেনিয়া এবং সৌদি আরবে ছড়িয়েছে।

অসত্য দাবিটি এএফপি ২০২০ সালের জুলাই মাসে খণ্ডন করেছিল। তবে গাজা যুদ্ধের মাঝে ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি বিশ্বব্যাপী জোরালো হওয়ার পর অসত্য পোস্টটি পুনরায় ছড়াতে শুরু করে।

মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার অধিকাংশ রাষ্ট্রসহ জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র, কানাডাসহ পশ্চিম ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া দেয়নি।

গত ৭ অক্টোবর ২০২৩ ফিলিস্তিনের মিলিট্যান্ট গ্রুপ হামাস ইসরায়েলের দক্ষিণ সীমান্তে নজিরবিহীন হামলা চালালে চলমান যুদ্ধ শুরু হয়। ইসলায়েলের তথ্যের উপর ভিত্তি করে এএফপির তৈরি তালিকা অনুযায়ী, ওই হামলায় ১ হাজার ১৯৫ জন নিহত হন, যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক।

ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানে গাজার অন্তত পক্ষ্যে ৩৮ হাজার ২০০ লোক নিহত হয়েছে, যাদের অধিকাংশ নারী ও শিশু বলে জানিয়েছে হামাস পরিচালিত ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

কোন পরিবর্তন হয়নি

গত ৯ জুলাই ২০২৪ ইমেইলের মাধ্যমে গুগলের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন যে, গুগল ম্যাপে যেভাবে 'ফিলিস্তিন'কে দেখানো হয়েছে সেটা তারা করেনি।

তিনি বলেন, গুগল ম্যাপে ফিলিস্তিন লিখে সার্চ দিলে পশ্চিম তীর এবং গাজা উপত্যকার জন্য চিহ্নিত এলাকার একটি মানচিত্র দেখাবে। কিন্তু যেহেতু ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলির মধ্যে কোনও স্পষ্ট ঐকমত্য নেই, তাই গুগল ম্যাপ এখন ফিলিস্তিনের নির্ভরযোগ্য কোন সীমানা দেখাতে এবং চিহ্নিত করতে পারে না।

তিনি বলেন, গ্লোবাল কার্টোগ্রাফিক কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণ করে গুগল তার মানচিত্রে বিতর্কিত অঞ্চলগুলি বস্তুনিষ্ঠভাবে দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সংস্থাটি বিতর্কিত সীমান্তগুলো ধূসর ড্যাশ লাইন দিয়ে প্রদর্শন করে থাকে।

ইসরায়েল এবং ফিলিস্তিন অঞ্চলের কার্টোগ্রাফির ইতিহাস এবং সমাজবিজ্ঞান বিশেষজ্ঞ কর্নেল ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার  ক্রিস্টিন লিউয়েনবার্গার ২০২০ সালের ২১ জুলাই ইমেইল এএফপিকে জানা যে, "ফিলিস্তিন শব্দটি কখনোই মানচিত্রে দেখা যায়নি। সর্বোচ্চ ওয়েস্ট ব্যাংক এবং গাজা শব্দগুলো দেখা যেত।"

তিনি বলেন, সাধারণত 'ফিলিস্তিন' নামটি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ঐতিহাসিক ফিলিস্তিনের সাথে যুক্ত এবং এটি পশ্চিমা গণমাধ্যমে ব্যবহার হয় না।"

"সাধারণত ফিলিস্তিনি অঞ্চলগুলিকে একটি ভাঙা সীমানা রেখার মাধ্যমে নির্দেশ করা হয়, যা বিতর্কিত এবং নামহীন অঞ্চলগুলিকে (গাজা ও ওয়েস্ট ব্যাংক) বোঝায়। অন্যভাবে বললে, এসব ভাঙ্গা সীমানা লাইন দিয়ে যেসব অঞ্চলকে বোঝায়, সেগুলো 'ওয়েস্ট ব্যাংক' এবং 'গাজা' হিসেবে চিহ্নিত।"

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ