ছবিটি দক্ষিণ আফ্রিকার হোয়াইট কিং প্রোটিয়া ফুলের
- প্রকাশিত 9 জুলাই 2024, 15:06
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২০ জুন ২০২৪ ছবিটি শেয়ার করে একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, "হিমালয়ের মহামেরু ফুল। এর গাছ চারশত বছর পর একবার ফুল ফোটায়।এটা দেখা সৌভাগ্যের ব্যাপার। তথ্য ছবি সংগৃহিত।"
এক লাখ ৩ হাজারের বেশি লাইক এবং ১৬,০০০ বারের বেশি শেয়ার হওয়া পোস্টটিতে দুটি সাদা ফুল দেখা যায়।
একই দাবিতে ছবিটি ফেসবুকে এখানে, এখানে এবং ফিজিতে এখানে ও এখানে শেয়ার করা হয়েছে।
তবে দাবিটি অসত্য।
রিভার্স ইমেজ সার্চে একই ছবি পাওয়া যায়, যা দক্ষিণ আফ্রিকার হোয়াইট কিং প্রােটিয়া ফুল নিয়ে একটি চীনা ব্লগে প্রকাশিত হয়েছে।
'হোয়াইট কিং প্রােটিয়া ফ্লাওয়ার বাড' লিখে গুগল ইমেজ সার্চে ফেসবুক পোস্টের এবং চীনা ব্লগের ছবিটার মত হুবহু একই ফুলের একাধিক ছবি পাওয়া গেছে। এর কিছু উদাহরণ এখানে, এখানে ও এখানে দেখা যাবে।
দক্ষিণ আফ্রিকার পুরো দক্ষিণাঞ্চল জুড়ে বেড়ে উঠা দি কিং প্রোটিয়া কিংবা প্রোটিয়া সাইনারয়েডসের ফুলটির নানা উপ-জাতের রয়েছে বিভিন্ন রঙ এবং পাতার আকার। এটা দেশটির জাতীয় ফুলও বটে।
দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল বায়োডাইবারসিটি ইনস্টিটিউটের তথ্য অনুসারে, আবাসস্থল এবং জলবায়ুর উপর নির্ভর করে কিং প্রোটিয়া সারা বছর বিভিন্ন সময়ে ফুটে থাকে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ