পুরনো ভিডিওর অডিও বদলে দিয়ে ইসরায়েল-হামাস সংঘাতের সময় প্রচার

ইসরায়েল-হামাসের চলমান সংঘাতের মধ্যে একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করা হচ্ছে এটি জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনের পক্ষে সমাবেশের ভিডিও। কিন্তু বাস্তবে ভিডিওটি ২০২৩ সালের অক্টোবর মাসে মিলিট্যান্ট গ্রুপ হামাস কর্তৃক ইসরায়েলের হামলার কয়েক মাস আগে ধারণকৃত এবং এটির মূল অডিও এডিট করে বদলে দেয়া হয়েছে।

গত ১০ অক্টোবর ভিডিওটি ফেসবুকে এখানে শেয়ার করে ক্যাপশন দেয়া হয়েছে, "আলহামদুলিল্লাহ প্রিয় পবিত্র মসজিদ আল আকসা আজ দখল মুক্ত আলহামদুলিল্লাহ.... আল-আকসা মসজিদ দখলে নিয়েছে, স্বাধীনতা কামী ফিলিস্তিনিরা। লাব্বাইক আল আকসা লাব্বাইক ধ্বনিতে মুখরিত; সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা হা ইল্লাললাহ, আল্লাহু আকবর।"

অনলাইনে ছড়ানো ভিডিওতে শোনা যাচ্ছে আরবিতে স্লোগান দেয়া হচ্ছে "আমি এখানে হে আল আকসা, আমি এখানে"। স্লোগানটি ফিলিস্তিনের সমর্থনে ভিডিও মিছিল সমাবেশে প্রায়ই শোনা যায়।

Image

অন্যান্য সামাজিক মাধ্যম যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকেও ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়েছে চলতি সংঘাত শুরুর পরেই এই ফিলিস্তিনপন্থী সমাবেশ হয়েছে।

গত ৭ অক্টোবর হামাস মিলিট্যান্টরা গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সীমান্তে ঢুকে অতর্কিত হামলা করে অন্তত ১৪০০ জনকে হত্যা করে যাদের বেশিরভাগই সাধারণ মানুষ বলে ইসরায়েলের সরকারি সূত্রে জানানো হয়েছে।

এর জবাবে ইসরায়েলে ধারাবাহিকভাবে গাজায় বোমা হামলা করছে যার ফলে ৩১ অক্টোবর পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকাটিতে ইসরায়েলি সরকার খাবার, পানি এবং বিদ্যু সরবরাহ বন্ধ করে দিয়েছে।

সামাজিক মাধ্যমে এই সংঘাতের বিভিন্ন প্রামাণ্যচিত্র শেয়ার করা হচ্ছে তবে এতে ভুল তথ্যের জোয়ার বইছে।

সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজধানীতে ফিলিস্তিনিদের সমর্থনে হাজারো মানুষের রাস্তায় নেমে বিক্ষোভের সময় ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ালো।

কিন্তু ভিডিওটি কোন সমাবেশ বা বিক্ষোভের নয় এবং এটির মূল অডিও এডিট করে পরিবর্তন করা হয়েছে।

ফুটেজটি শেয়ার করা বেশ কিছু পোস্ট বিশ্লেষণ করে এএফপি দেখেছে কিছু ভিডিওর উপরের বাম পাশের অংশে "Fwaz Tobasy" লেখা একটি ইউজারনেইম রয়েছে। ফেসবুকে সার্চ করে এই ইউজারনেইমের প্রোফাইলটি পাওয়া গেছে যেটি থেকে আল আকসা মসজিদ চত্বরের বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছিল।

ভাইরাল ভিডিওটি এই প্রোফাইল থেকে গত ১৭ এপ্রিল ২০২৩ তারিখে এখানে পোস্ট করা হয়েছে (আর্কাইভ লিংক)।

মূল ক্লিপে বিক্ষোভ সমাবেশের স্লোগানের বদলে আযানের একটি শব্দ শোনা যায়।

Image

টিকটকে কীওয়ার্ড সার্চ করে ২০২১ সালের ১৫ মে পোস্ট করা এই ভিডিওটি পাওয়া গেছে যার অডিও ভাইরাল হওয়া ক্লিপের বিকৃত অডিওর অনুরূপ।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ