ভিডিওটি সুদানের সহিংসতার, ফিলিস্তিনি শিশুদের উপর ইসরায়েলের বোমা হামলার নয়
- প্রকাশিত 31 অক্টোবর 2023, 17:11
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সতর্কতা: এই প্রতিবেদনে থাকা ভিডিওটিতে গ্রাফিক দৃশ্য রয়েছে।
গত ২১ অক্টোবর ফেসবুকে এখানে আপলোড করা একটি পোস্টের ক্যাপশনে বলা হয়েছে,"গাজার শিশুদের প্রতি ইসরায়েলি দখলদারিত্বের অপরাধ ও ঘৃণার সাক্ষী হোন! ফিলিস্তিনি শিশুরা সবাই মিলে পানির জন্য পূর্ব গাজার জলের ট্যাঙ্কে জড়ো হয়, এবং ইসরায়েলি শত্রুরা তাদেরকে লক্ষ্য করে আকাশ থেকে লুকিয়ে তাদের দিকে আগুন বোমা নিক্ষেপ করে!"
উপরে থেকে ধারণ করা ক্লিপটিতে মানুষের একটি ভিড়ের উপর ড্রোন থেকে একটি বিস্ফােরক ছাড়তে দেখা যাচ্ছে।
গত ৭ অক্টোবর হামাস মিলিট্যান্টদের নজিরবিহীন হামলার সূত্র ধরে শুরু হওয়া ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে উভয় পক্ষের হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ইসরায়েল জানিয়েছে, ৭৫ বছরেরর ইতিহাসে ভয়ঙ্কর এই হামলায় দেশটির ১,৪০০ এর বেশি লোক নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া আরো ২৩০ জনকে জিম্মী হিসেবে আটক করে হামাস।
পাল্টা আক্রমণে হামাস শাসিত গাজায় ধারাবাহিক বােমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং এতে ৮,৩০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক লোক এবং শিশু বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
একই দাবিতে ভিডিওটি ফেসবুকে ইংরেজি, আরবি এবং থাই সহ একাধিক ভাষায় শেয়ার করা হয়েছে।
তবে ক্লিপটি ইসরাইল-হামাস সংঘাতের সাথে সম্পৃক্ত নয়। সুদানের রাজধানীতে একটি জ্বালানি মজুদাগারের উপর দেশটির সেনাবাহিনীর হামলার ভিডিও এটি।
জ্বালানি মজুদাগার
রিভার্স ইমেজ এবং কী-ওয়ার্ড সার্চে বিভিন্ন গণমাধ্যমে ব্যবহার করা এই ফুটেজটির বিভিন্ন সংস্করণ পাওয়া গেছে, যেখানে বলা হয়েছে এটি সুদানের একটি প্যারামিলিটারি গ্রুপের ব্যবহৃত জ্বালানি ট্যাঙ্কে দেশটির সেনাবাহিনীর বোমা বর্ষণের দৃশ্য।
এই ধরনের একটি ফুটেজ গত ১২ অক্টোবর 'আল-জাজিরা সুদান' পরিচালিত একটি ফেসবুক পেইজে প্রকাশ করা হয়, আরেকটি 'দ্য নিউজ অফ সুদান' নামের স্থানীয় একটি সাইটে আপলোড করা হয় (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
নিচে অসত্য দাবিতে ছড়ানো পোস্টে ব্যবহৃত ভিডিও (বামে) এবং আল জাজিরার ফেসবুকে আপলোড করা ফুটেজের (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
আল জাজিরার ভিডিওটির আরবি ভাষার ক্যাপশনে বলা হয়েছে, "সুদানী বাহিনী পরিচালিত একটি ড্রোন খার্তুমে র্যাপিড সাপোর্ট ফোর্সের একটি জ্বালানি ট্যাঙ্ককে লক্ষ্য করছে।"
প্যারামিলিটারি গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্সেস সুদানী সেনাবাহিনীর একটি অংশের সাথে গত এপ্রিল থেকে সস্ত্র সংঘর্ষে জড়িত, এতে ৯,০০০ হাজারেরও বেশি লোককের মৃত্যু হয়েছে এবং প্রায় ৬০লাগ বাস্তুচ্যুত হয়েছে।
ভিডিওতে দেখানো অবকাঠামোটি খার্তুমের বিমানবন্দরের কাছে একটি জেট ফুয়েল মজুদাগার, যা গুগল ম্যাপের স্যাটেলাইট ইমেজে দেখা যায়।
জ্বালানি মজুদাগার সাইটের বেশ কিছু বৈশিষ্ট্যের সাথে অসত্য দাবিতে ছড়ানো পোস্টের ক্লিপের মিল রয়েছে, বিশেষ করে সিলিন্ডার আকৃতির চারটি সাদা টাওয়ারের। এই টাওয়ারগুলির মধ্যে একটিকে ফেসবুকে ছড়ানো ভিডিওতে বিবর্ণ দেখা যায়।
নীচে ফেসবুক ফুটেজ (বামে) এবং গুগল ম্যাপে প্রাপ্ত জ্বালানি মজুদাগারের টাওয়ারসহ স্যাটেলাইট ইমেজের (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত সম্পর্কিত বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য নিয়ে এএফপির আরও কিছু প্রতিবেদন দেখুন এখানে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ