ইতালিয়ান লিগের ২০২১ সালের ক্লিপকে সৌদি ক্লাবের হয়ে রোনালদোর প্রথম গোলের ভিডিও বলে প্রচার

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 9 জানুয়ারি 2023, 12:20
  • 1 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
সামাজিক মাধ্যমে বহু হাজারবার ভিউ হওয়া একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ভুলভাবে দাবি করা হচ্ছে যে, এটি সৌদি ক্লাব আল-নাসের এর হয়ে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম গোলের ভিডিও। কিন্তু বাস্তবে ফুটেজটির সাথে আল-নাসের ফুটবল ক্লাবের কোন সম্পর্ক নেই। বরং এটিতে দেখা যাচ্ছে, ২০২১ সালের আগস্ট মাসে ইতালিয়ান লিগ সিরি এ'র একটি ম্যাচে উদিনিজের বিরুদ্ধে জুভেন্টাসের হয়ে গোল করছেন রোনালদো; যে গোলটি পরে অফসাইডের কারণে বাতিল করা হয়।

২০২৩ সালের ৪ জানুয়ারি ফেসবুকে বাংলা ভাষায় ভিডিওটি এখানে শেয়ার করা হয়েছে।

ক্যাপশনে লেখা হয়েছে: "অতিরিক্ত সময়ে গোল করে প্রথম ম্যাচেই আল নাসের কে জয় এনে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো।"

Image

ভিডিওর উপরের অংশে একটি স্ক্রিনশট যুক্ত রয়েছে যেখানে স্কোরলাইনে ফলাফল দেখা যাচ্ছে "আল-খালিজ ০-১ আল-নাসের"। এছাড়াও ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোলটি করেন বলে লেখা রয়েছে।

ভিডিওটি বাংলায় ফেসবুকে এখানে এখানে (স্কোরলাইনের স্ক্রিনশট ছাড়া) এবং ইংরেজিতে এখানে পোস্ট করা হয়েছে। এসব পোস্টে ৪৩০০ এর বেশি ভিউ হয়েছে ভিডিওটি।

একই ভিডিও ভুল দাবি সহকারে ইউটিউবে এবং টুইটারে পোস্ট করা হয়েছে এবং ৫০ হাজারের বেশিবার ভিউ হয়েছে।

তবে দাবিটি অসত্য।

গুগলে কীওয়ার্ড এবং রিভার্স ইমেজ সার্চ করে ভিডিও ক্লিপটির মূল ভার্সন পাওয়া গেছে ইতালিয়ান ফুটবল লিগ সিরি এ'র অফিসিয়াল এবং ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে যা ২০২১ সালের ২৩ আগস্ট আপলোড করা হয়।

ভিডিওর শিরোনাম হচ্ছে: "উদিনিজ ২-২ জুভেন্টাস। জুভেন্টাসকে বিস্মিত করে ফিরে এলো উদিনিজ। সিরি এ ২০২১/২২।"

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) এবং সিরি এ'র অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

মূল ভিডিওতে দেখা যায় রোনালদোর হেড থেকে করা গোলটি বাতিল করেছেন রেফারি এবং শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ এ ড্র হয়।

গত ৭ জানুয়ারি এএফপির রিপোর্টে জানানো হয়েছে, কিছুটা দেরিতে তার নতুন ক্লাবে নিবন্ধিত হয়েছেন এবং আগামী ২২ জানুয়ারি সৌদি ক্লাব ইত্তিফাকের বিরুদ্ধে আল-নাসের এর ম্যাচে তার অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ