এটি সুইডেনের একটি মসজিদে আজানের ভিডিও, যুক্তরাজ্যের নয়

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 11 জানুয়ারি 2023, 14:30
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে মসজিদে "আযান নিষিদ্ধ করার পর" মসজিদ থেকে অলৌকিক আযানের ধ্বনি ভেসে আসতে শুরু হয়েছে। দাবিটি অসত্য; মূলত ২০১৩ সালে সুইডেনের একটি মসজিদ থেকে আজান দেয়ার দৃশ্য এটি।

ভিডিওটি গত ৩০ ডিসেম্বর ফেসবুকে এখানে শেয়ার করা হয়।

ক্লিপটিতে একটি মসজিদ থেকে আজানের সময় বাইরে কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

Image

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “লন্ডনে একটি মসজিদে আযান নিষিদ্ধ করার পর মসজিদ থেকে গায়েবী আযান আসতে শুরু হয়েছে।”

ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে হিন্দি ভাষায় একইরকম দাবি করতে শোনা যায়।

একই দাবি সহকারে ভিডিওটি ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়।

তবে দাবিটি সত্য নয়। এই ভিডিও ক্লিপটি ২০১৩ সালে সুইডেনের স্টকহোমের একটি মসজিদে আজানের দৃশ্য।

স্টকহোমের ফিতজা মসজিদ

গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ভিডিওটি ২০১৩ সালের জুন মাসে ভিডিও শেয়ারিং সাইট ডেইলিমোশন এ পোস্ট করা হয়।

ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, “ইতিহাসে প্রথমবারের মতো সুইডেনে মসজিদে আজানের অনুমতি।”

ভিডিওটির বর্ণনায় লেখা রয়েছে, “সুইডেনে প্রথম মসজিদ হিসেবে স্টকহোমের একটি মসজিদ থেকে শুক্রবারের নামাজের আজান প্রদানের অনুমতি পেল।”

“এর আগে বতকির্কা মিউনিসিপ্যালিটির ফিতজা শহরতলীতে শুক্রবারের জুমার নামাজের আজান প্রদানের জন্য অ্যাসোসিয়েশন অনুমতি চেয়েছিল।”

নীচে বিভ্রান্তিকর পোস্টের ভিডিও (বামে) ও ডেইলিমোশনে পোস্ট করা ভিডিওর (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

গুগল ম্যাপসে পাওয়া ফিতজা মসজিদের ছবির সাথে বিভ্রান্তিকর পোস্টের ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

একই সময়ে একই জায়গা থেকে ধারণ করা অনুরূপ একটি ভিডিও ২০১৩ সালের ১ মে ইউটিউবে পোস্ট করা হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “সুইডেনের স্টকহোমে প্রথম আজান।”

এএফপির প্রতিবেদন অনুযায়ী সুইডেনে মাইকে আজান দেয়ার অনুমতি পাওয়া প্রথম মসজিদ এটি।

কাউন্সিলের অনুমতি

২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডে মসজিদ থেকে প্রকাশ্যে আজান দেয়ার জন্য পিটিশন দেয়া হলে দেশটির কম্যুনিটিজ ও স্থানীয় সরকার বিভাগ থেকে জানানো হয় যে, এই ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে

২০২০ সালের মে মাসে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় উত্তর লন্ডনের কয়েকটি মসজিদকে প্রকাশ্যে মাইকে আজান দেয়ার অনুমতি দেয়া হয়

বিবিসি'র প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের নভেম্বরে উত্তর ইংল্যান্ডের স্টকটন কাউন্সিলও স্থানীয় একটি মসজিদকে সপ্তাহে একদিন মাইকে আজান দেয়ার অনুমতি দেয়।

তবে ২০২২ সালের জানুয়ারিতে পিটারবরো কাউন্সিল শব্দদূষণের কারণ দেখিয়ে মসজিদ থেকে আজান দেয়ার একটি আবেদন প্রত্যাখ্যান করে।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ