বিশ্বকাপের ম্যাচে আঘাতপ্রাপ্ত সৌদি ফুটবলার মারা যাওয়ার খবরটি ভুয়া

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 4 ডিসেম্বর 2022, 11:05
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
ফেসবুকে বেশকিছু পোস্টে দাবি করা হচ্ছে যে, ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের এক ফুটবলার আর্জেন্টিনার সাথে খেলায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন। দাবিটি সত্য নয়; সৌদি সেন্টারব্যাক ইয়াসের আল শাহরানির পরবর্তীতে অস্ত্রোপচার হয় এবং তা সফল হওয়ার পর তিনি হাসপাতাল থেকেও ছাড়া পান।

গত ২৫ নভেম্বর ফেসবুকে এখানে দাবিটি শেয়ার করা হয়।

বাংলা পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “সৌদি আরব বনাম আর্জেন্টিনার খেলার সময়.. সৌদির গোলকিপারের হাটুর সাথে আঘাত খাওয়া ইয়াসির ভাই আজ বিকালে জার্মানির এক হসপিটালে না ফেরার দেশে চলে গেলেন।”

Image

পোস্টটিতে আল শাহরানি আঘাত পাওয়ার পরে এএফপির তোলা একটি ছবি, গেটি ইমেজরয়টার্স থেকে সৌদি গোলরক্ষকের সাথে তার সংঘর্ষের দুটি ছবি ও মাথার খুলিতে আঘাত পাওয়া একটি এক্স-রে এর ছবি সংযুক্ত করা আছে।

২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরব দুই বারের চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করার মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে বড় অঘটনগুলোর একটি ঘটানোর পর এই দাবিটি অনলাইনে ছড়ায়।

ম্যাচটিতে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসের হাটুর সাতে আল শাহরানির মুখের সরাসরি সংঘর্ষ হলে আহত হয়ে আল শাহরানি মাঠ ছাড়েন।

দাবিটি ফেসবুকে এখানেএখানেও শেয়ার করা হয়।

তবে দাবিটি অসত্য। সৌদি ফুটবল দলের অফিসিয়াল টুইটার থেকে জানানো হয় যে, রিয়াদে আল শাহরানির দুটি সফল অস্ত্রোপচার হয়েছে এবং পরে তিনি হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন।

সফল অস্ত্রোপচার

আর্জেন্টিনার সাথে খেলার পর সৌদি ফুটবল দলের টুইটার অ্যাকাউন্ট থেকে আল শাহরানির একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়।

গত ২৩ নভেম্বরের এই ভিডিও বার্তায় আল শাহরানি বলেন, “আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আমি ঠিক সুস্থ আছি। আমার জন্য প্রার্থনা করবেন এবং জেতার জন্য দলকে অভিনন্দন।”

একই তারিখে সৌদি ফুটবলের টুইটার থেকে পোস্ট করা অপর এক বিবৃতিতে জানানো হয়, মাথা, বুক ও পেটে গুরুতর আঘাত পাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে আল শাহরানির অবস্থা স্থিতিশীল।

পরবর্তীতে তাকে রিয়াদে ন্যাশনাল গার্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

২৩ নভেম্বররে অপর এক বিবৃতিতে জানানো হয়, আল শাহরানির অগ্ন্যাশয়ে সফল অস্ত্রোপচার হয়েছে। আল শাহরানির অস্ত্রোপচার নিয়ে এএফপি প্রতিবেদন পড়ুন এখানে

২৭ নভেম্বর আরেকটি বিবৃতিতে জানানো হয়, মুখমণ্ডলে আঘাতের জন্য আল শাহরানির দ্বিতীয় আরেকটি অস্ত্রোপচার হয়েছে এবং তা সফলও হয়েছে। সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের খবর দেখুন এখানে

সৌদি ফুটবলের অপর টুইট অনুুযায়ী, গত ৩০ নভেম্বর অবস্থা স্থিতিশীল হওয়ার কারণে আল শাহরানি হাসপাতাল থেকে ছাড়া পান।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ