কাতারের এক সমর্থক কর্তৃক কলম্বিয়ান ভক্তকে জড়িয়ে ধরার এই দৃশ্যটি ২০১৯ সালের
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 23 নভেম্বর 2022, 11:19
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২১ নভেম্বর ফেসবুকে এখানে ছবিটি শেয়ার করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “গতকালের শুধুমাত্র একজন বিজয়ী কাতারি... ।”
ছবিটিতে কাতারের জাতীয় পতাকা হাতে আরব পোশাক পরিহিত এক ব্যক্তিকে হলুদ শার্ট পরা এক নারীকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায়।
গত রোববার ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে কাতার পরাজিত হওয়ার পর ফেসবুকে ছবিটি শেয়ার করা হয়।
একইরকম দাবি সহকারে ছবিটি ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
দাবিটি অসত্য।
ইকুয়েডর নয়, কলম্বিয়ার সমর্থকের ছবি
নারী সমর্থকের পরনে শার্টটিতে ইকুয়েডর নয়, বরং কলম্বিয়া জাতীয় ফুটবল দলের লোগো দেয়া আছে।
২০২২ এর কাতার বিশ্বকাপে ইকুয়েডরের জার্সির রং হলুদ হওয়াতে এই ভ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ছবিটি ২০১৯ সালের ২০ জুনের কাতার বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচের বলে অনলাইনে বিভিন্ন সাইটে প্রকাশিত হয়েছে।
সেদিন কোপা আমেরিকার এক ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে কাতারকে পরাজিত করে।
দক্ষিণ আমেরিকান অন্যান্য দলের সাথে সেবছর কাতার ও জাপান এই টুর্নামেন্টে অংশ নেয়।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ