
ইমানুয়েল ম্যাখোঁকে থাপ্পড় মারার ভিডিওটি ২০২১ সালের, সাম্প্রতিক নয়
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 24 নভেম্বর 2022, 12:40
- আপডেট করা হয়েছে 24 নভেম্বর 2022, 13:17
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২১ নভেম্বর ফেসবুকে ভিডিওটি এখানে পোস্ট করে বাংলায় ক্যাপশনে লেখা হয়েছে: "আবারও চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।"
ভিডিওটি ফেসবুকে একই দাবি সহকারে বাংলায় এখানে এবং এখানেও পোস্ট করা হয়েছে।

একই ভিডিওর স্ক্রিনশট সহযোগে একটি খবর ২২ নভেম্বর বাংলাদেশের মূলধারার বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে কালের কণ্ঠ, ইনকিলাব, ঢাকা ট্রিবিউন, বিজনেস স্ট্যান্ডার্ড, কালবেলা, বাংলানিউজ, ঢাকা পোস্ট, ঢাকা টাইমস, বৈশাখী টিভি অনলাইন, আমাদের সময়, ডেইলি ক্যাম্পাস ইত্যাদি।
বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম ভারতীয় সংবাদ সংস্থা এএনআই (এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল) এর বরাতে খবরটি প্রকাশ করেছে। আর এএনআই ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে ইরান ভিত্তিক 'মেহের নিউজ এজেন্সি'র প্রতিবেদনকে উদ্ধৃত করেছে।
কালের কণ্ঠ তাদের প্রতিবেদনে লিখেছে: "ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে প্রকাশ্যে চড় মেরেছেন এক নারী। গত রবিবারের ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এএনআই জানিয়েছে, একটি ভাইরাল ভিডিওর উদ্ধৃতি দিয়ে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে- গত রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর গালে চড় মেরেছে এক নারী।"

এএনআই এর প্রতিবেদনটি ভারতের দ্য প্রিন্ট সংবাদমাধ্যমের ওয়েবসাইটে দেখুন এখানে।
এএনআই এর বরাতে ভারতের মূলধারার কয়েকটি সংবাদমাধ্যমও খবরটি প্রকাশ করে (পরে প্রত্যাহার করেছে)। দেখুন হিন্দুস্তান টাইমস, টাইমসনাউ, টিভি৯, জীনিউজ ইত্যাদি।
কিন্তু প্রকৃতপক্ষে ভিডিওটি ২০২২ সালের নয়, যেমনটা সংবাদমাধ্যম এবং ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে থাপ্পড় মারার ঘটনা ঘটে ২০২১ সালের ৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের মাস খানেক আগে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ছোট শহর সফরের সময়।
ম্যাখোঁ সমাগত জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করতে গেলে বেড়ার ওপর পাশ থেকে একজন পুরুষ ব্যক্তি তার গালে চড় মারেন। এসময় দ্রুত প্রেসিডেন্টের দেহরক্ষীরা তাকে পাকড়াও করেন।
২০২১ সালের জুন মাসে এ সংক্রান্ত খবরের সাথে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম --যেমন বিবিসি, এনবিসি ও সিএনএনে-- হামলার ভিন্ন এঙ্গেলে করা ভিডিও বা ভিডিওর স্ক্রিনশট প্রকাশিত হয়েছে।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টে ছড়ানো ভিডিও (বামে) এবং ২০২১ সালের ৮ জুন বিবিসির প্রকাশিত খবরে ব্যবহৃত স্ক্রিনশটের তুলনামূলক চিত্র তুলে দেয়া হল:

সাম্প্রতিক সময়ে ফ্রান্সের প্রেসিডেন্টের ওপর কোন নারীর এমন হামলার খবর কোন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়নি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ইরানের মেহের নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে নিজেদের প্রকাশিত প্রতিবেদনটি সরিয়ে নিয়ে দু:খ প্রকাশ করেছে।
Correction | This story has been retracted, the viral video is an old video which was circulated again. Error regretted. pic.twitter.com/d8Mi4SdeIe
— ANI (@ANI) November 21, 2022
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ