স্টেডিয়ামে কোরআন তেলাওয়াতের এই ভিডিওটি কাতারে বিশ্বকাপ শুরুর এক বছর আগের

কপিরাইট এএফপি ২০১৭-২০২3। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।

ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে এটি কাতারের আল বায়ত স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও। যদিও বিশ্বকাপের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৃতই এক উপস্থাপক কুরআন থেকে তেলাওয়াত করেছেন, তবে এই ভিডিও ক্লিপটি মূলত ২০২১ সালের অক্টোবর মাসে কাতারের এক স্টেডিয়াম তৈরির পর উদ্বোধনের সময়ের।

গত ২০ নভেম্বর ভিডিওটি ফেসবুকে এখানে শেয়ার করা হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “ফুটবল ইতিহাসের সেরা উদ্বোধন "কাতার বিশ্বকাপ -২০২২!”

( Mohammad MAZED)

গত ২০ নভেম্বর কাতারের আল বায়ত স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের পর অনলাইনে এই ভিডিওটি ছড়ায়।

২০১০ সালে এবারের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাওয়ার পর উপসাগরীয় এই দেশটি বিশ্বকাপ আয়োজনের জন্য ২০০ বিলিয়ন ডলার খরচ করেছে।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের দূত গানিম আল মুফতাহ যদিও কুরআন থেকে তেলাওয়াত করেছেন, তবে ফেসবুকে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের অক্টোবরের।

ভিডিওটি একই রকম দাবি সহকারে ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়।

পুরনো ক্লিপ

রিভার্স ইমেজ সার্চে ইউটিউবে ভিডিওটির অপেক্ষাকৃত দীর্ঘ একটি ক্লিপ পাওয়া যায় যা ২০২১ সালের ২৩ অক্টোবর কাতারের সংবাদমাধ্যম আল রায়ান টিভি কর্তৃক প্রকাশিত হয়।

ভিডিওটির আরবি ক্যাপশনে লেখা রয়েছে, “বিশ্বকাপের আল থুমামা স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান। ২০২২ কাতার বিশ্বকাপ।”

আল রায়ান টিভির ভিডিওটির ২ মিনিট ৪৫ সেকেন্ড থেকে ফেসবুকে ছড়ানো ক্লিপটি দেখতে পাওয়া যায়।

নীচে বিভ্রান্তিকর পোস্টের ভিডিও (বামে) ও মূল ভিডিওটির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

আল জাজিরার প্রকাশিত একটি ভিডিওতেও স্টেডিয়ামটি উদ্বোধনের সময় কুরআন তেলাওয়াতের দৃশ্য দেখা যায়।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা'র এক বিবৃতিতে দেখা যায় দোহার আল থুমামা স্টেডিয়ামটি ২০২১ সালের ২২ অক্টোবর উদ্বোধন করা হয়।

বিশ্বকাপ ২০২২