
আম খাওয়ার পর ঠাণ্ডা পানীয় পান মৃত্যুর কারণ হতে পারে মর্মে অসত্য দাবি ফেসবুকে
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 11 মে 2023, 15:44
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Mohammad MAZED, এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
দাবিটি গত ৫ মে ফেসবুকে এখানে শেয়ার করা হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “সতর্কবার্তা!!! আম খেয়ে ঠান্ডা/কোমল পানীয় পান করায় পর্যটকদের মৃত্যু!!! প্রিয় দর্শক, চলছে আমের মৌসুম! আম খাওয়ার সাথে সাথেই ঠান্ডা পানি বা কোমল পানীয় পান করা থেকে বিরত থাকুন। আমের সাইট্রিক এসিড এবং কোল্ড্রিংস এর জৈব এসিড একত্রিত হয়ে বিক্রিয়ার ফলে বিষ তৈরি হয়। যা প্রাণনাশের জন্য যথেষ্ট হতে পারে।"
"সম্প্রতি চন্ডিগড়ে কতিপয় পর্যটক ভ্রমণ করতে গিয়ে আম খেয়ে ঠান্ডা বা কোল্ড্রিংস পান করায় তারা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং পরবর্তীতে হাসপাতালে নিলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়!”
একই দাবি ফেসবুকে এখানে ও এখানেও শেয়ার করা হয়েছে।
তবে দাবিটি অসত্য।
ভারতের চণ্ডিগড়ে আম খাওয়ার পরে ঠাণ্ডা পানীয় পান করে কোন পর্যটক হারানোর খবর খুঁজে পায়নি।
পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ড. তৌফিক জোয়ার্দার এএফপিকে বলেন, “এই দাবিটি ভিত্তিহীন। আম কিংবা ঠাণ্ডা পানীয়তে বিষাক্ত কোন উপাদান না থাকলে এগুলো খাওয়ার কারণে মানুষের প্রাণ হারানোর কোন কারণ নেই।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন বলেন, আম খেয়ে ঠাণ্ডা পানীয় পান করার কারণে মানুষের প্রাণ হারানোর কোন ঐতিহাসিক বা সুস্পষ্ট প্রমাণ নেই।
তিনি বলেন, “আমরা জানি লেবুতে সাইট্রিক এসিড আছে। কিন্তু আমরা দেখি রেস্টুরেন্টে ঠাণ্ডা পানীয়র সাথে লেবু মিশিয়ে পরিবেশন করা হয়। জৈব এসিডের সাথে আমের সাইট্রিক এসিডের বিক্রিয়া বিষ তৈরি হলে এটা কিভাবে সম্ভব হয়?”
ইউনিভার্সিটি অব টেক্সাস অস্টিনের ডেল মেডিকেল স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর রুমি আহমেদ বলেন, “এই দাবিটি সম্পূর্ণ অসত্য।”
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ