যুক্তরাজ্যের অগ্নিকাণ্ডের ভিডিওকে ইরান-ইসরায়েল যুদ্ধের সাথে অসত্যভাবে সম্পৃক্ত করে প্রচার

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইসরায়েলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করেছে দেশটি। কিন্তু অনলাইনে ছড়ানো অগ্নিকাণ্ডের ভিডিওটি তেল আবিবের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাজ্যের একটি অব্যবহৃত স্কুল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার। 

২২ জুন ২০২৫ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। বিশাল বিস্ফোরণ তেল-আবিব এ আজকে”। 

পোস্টে যুক্ত একটি ক্লিপে অগ্নিনির্বাপণকর্মীদের একটি ভবনের আগুন নেভানোর চেষ্টা চালাতে দেখা যায়। 

Image
লাল ক্রস চিহ্ন যোগ করে ৭ জুলাই ২০২৫ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর, লজিস্টিক ঘাঁটি এবং বিভিন্ন স্তরের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রসহ একাধিক স্থাপনায় হামলা চালানোর আগে ২১ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমানবিক স্থাপনায় আমেরিকার হামলাগুলো "অত্যন্ত সফল আক্রমণ" ছিল। (আর্কাইভ লিংক)। 

মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক অবকাঠামো কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান (আর্কাইভ লিংক)। 

এ দিকে ইরান ও ইসরায়েল “সম্পূর্ণ যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে বলে ২৪ জুন ২০২৫ তারিখে ঘোষণা দেন ট্রাম্প(আর্কাইভ লিংক)। 

১২ দিন ধরে চলা যুদ্ধে নিজ দেশের ৬১০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েলে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে বলে জানায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় (আর্কাইভ লিংক)। 

অসত্য দাবিতে ভিডিওটি অন্যত্র ফেসবুকে ছড়ানো হয়েছে। 

কিন্তু ভিডিওটি ইরান-ইসরায়েল সংঘাতের সাথে সম্পৃক্ত নয়। এর আগে একই ভিডিও ব্যবহার করে ছড়ানো ভিন্ন একটি অসত্য দাবি খণ্ডন করেছে এএফপি। 

গুগলে রিভার্স ইমেজ এবং কিওয়ার্ড সার্চে ২৯ এপ্রিল ২০২৫ তারিখে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের কভেন্ট্রিতে অব্যবহৃত হেনলি কলেজ ভবনে ভয়াবহ আগুন” (আর্কাইভ লিংক)। 

Image
অসত্য ফেসুবক পোস্টে ছড়ানো ক্লিপ (বামে) এবং ইউটিউবে প্রকাশিত ভিডিওর তুলনামূলক স্ক্রিনশট

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং দ্য সানও কভেন্ট্রির অব্যবহৃত প্রাক্তন স্কুল ভবনটির আগুন লাগার দৃশ্য প্রকাশ করেছে (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)। 

আগুনে কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে একই দিন একটি বিবৃতি জারি করে ওয়েস্ট মিডল্যান্ডস ফায়ার সার্ভিস (আর্কাইভ লিংক)। 

অগ্নিকাণ্ডের সাথে জড়িত সন্দেহে দুই কিশোর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক দিন পর ঘোষণা দেন ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ (আর্কাইভ লিংক)। 

গুগল স্ট্রিট ভিউ-এর ছবিতে দেখা যায় যে অসত্য ভিডিওটিতে দেখানো লাল রঙের কলেজ ভবনটি ইংল্যান্ডের কভেন্ট্রিতে অবস্থিত, ইসরায়েলে নয় (আর্কাইভ লিংক)। 

Image
অসত্য ভিডিওতে দেখানো ভবন (বামে) এবং গুগল স্ট্রিট ভিউর ছবিতে (ডানে) একই অবকাঠামোকে লাল রঙে চিহ্নিত করে তুলনামূলক স্ক্রিনশট

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ছড়ানো অন্যান্য অপতথ্য খণ্ডন করে এএফপি প্রতিবেদন করেছে এখানে। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ