বিস্ফোরণের পুরনো ভিডিওকে ইরানে যুক্তরাষ্ট্রে হামলা হিসেবে অসত্যভাবে প্রচার

  • প্রকাশিত 3 জুলাই 2025, 13:36
  • আপডেট করা হয়েছে 3 জুলাই 2025, 13:48
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
  • অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB
পুরনো বিস্ফোরণের ক্লিপকে সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে ছড়িয়ে সেটিকে ২০২৫ সালের জুনে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন হামলার চিত্র বলে অসত্যভাবে দাবি করা হয়েছে। তেহরানের বিরুদ্ধে মিত্ররাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দিলেও অনলাইনে ছড়ানো ভিডিও মার্কিন হামলার নয়, ভিডিওটি রাশিয়া ধারণ করা হয়েছিল। 

২২ জুন ২০২৫ তারিখে রাত্রীকালীন এক বিশাল বিস্ফোরণের একটি ফুটেজ ফেসবুকে  ছড়িয়ে ক্যাপশনে বলা হয়, “যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান থেকে GBU-57 ‘বান্কার বাস্টার’ বোমা নিক্ষেপের পর ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার প্রথম ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে”। 

যুক্তরাষ্ট্র ইরানের ফোর্ডোর একটি গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রসহ ইসফাহান এবং নাতাঞ্জের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কয়েক ঘন্টা পরেই ইসরায়েল এবং মালয়েশিয়ায়ও একই ধরণের পোস্ট ছড়ানো হয়েছে। 

Image
১ জুলাই ২০২৫ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

একই ধরনের পোস্টে ভিডিওটি বাংলাদেশে ফেসবুকে অন্যত্র এখানেএখানে ছড়ানো হয়েছে। 

১৩ জুন ইসরায়েল ইরানের ওপর আকস্মিক বোমা হামলা চালানোর পর ইতিহাসের সবচেয়ে তীব্র সংঘাতে নিজেদের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান এবং ইসরায়েল (আর্কাইভ লিংক)।

মধ্যপ্রাচ্যের দুই শত্রুর মধ্যে ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উভয় পক্ষকে "এটি লঙ্ঘন না করার" আহ্বান জানান তিনি (আর্কাইভ লিংক)

তবে, ভিডিওটি ইরান-ইসরায়েল যুদ্ধের অনেক আগের।

ইউক্রেনের ড্রোন হামলা

অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ ও কিওয়ার্ড সার্চে ২০২৪ সালের সেপ্টেম্বরে টোভার অঞ্চলে রাশিয়ার একটি গোলাবারুদ মজুদাগারে ইউক্রেনের  ড্রোন হামলা সম্পর্কিত বিভিন্ন সংবাদ প্রতিবেদনে ভিডিওটির একটি উন্নত সংস্করণ পাওয়া যায়(আর্কাইভ লিংক এখানে এবং এখানে )। 

Image
অসত্য পোস্টের ভিডিও(বামে) এবং সিএনএস প্রকাশিত ভিডিওর তুলনামূলক স্ক্রিনশট

এএফপির রিপোর্ট অনুসারে, ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রাশিয়ার পশ্চিম টোভার অঞ্চলে একটি অস্ত্র মজুদাগারে ইউক্রেন ড্রোন হামলা করে। এতে ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় (আর্কাইভ লিংক)।

আরও কিওয়ার্ড সার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সামরিক কার্যকলাপের ভৌগলিক অবস্থান সনাক্তে বিশেষজ্ঞ এমন একটি এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট পাওয়া যায়। যেখানে ক্লিপটি বিশ্লেষণ করা হয়েছে (আর্কাইভ লিংক)

বিশ্লেষণের বিস্তারিত তথ্য ব্যবহার করে ভিডিওটি রাশিয়ার টোরোপেটস শহরে ধারণ করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে এএফপি। এজন্য ফুটেজটির বিভিন্ন বৈশিষ্ট্যের সাথে শহরের গুগল ম্যাপের স্ট্রিট ইমেজারির তুলনা করে এএফপি আর্কাইভ লিংক)। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ