২০১৯ সালে দুর্ঘটনায় আহত পাইলটের ভিডিও, পাকিস্তানে আটক ভারতীয় সেনার নয়

ভারতের বেঙ্গালুরুতে ধারণ করা একজন আহত পাইলটের একটি ভিডিওকে সম্পূর্ণ বিপরীত ভাবে পাকিস্তানি সেনাদের গুলিতে ভূপাতিত একজন বিমানচালকের বলে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে। মে ২০২৫ ভারত-পাকিস্তান পাল্টা-পাল্টি যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোলা বিনিময়ের সময় পোস্টগুলো ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি ছয় বছর আগে ধারণ করা হয়েছিল। 

৭ মে ২০২৫ তারিখের একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, "ভারতীয় রাফায়েল এর পাইলট সুরবীর কে আটক করেছে পাকিস্তান"।

ভিডিওতে মুখে আঘাতের চিহ্নসহ একজন পাইলট চিত হয়ে শুয়ে থাকতে, এবং আশেপাশের মানুষজনকে তাঁকে সেবা দেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

Image
২৬ জুন ২০২৫ তারিখে নেয়া অসত্য ফেসবুক পোস্টের স্ত্রিনশট

ভারত যেদিন পাকিস্তানে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালায়, সেদিন ভিডিওটি ছড়ানো হয়। হামলার জের ধরে দুই দেশেরে মধ্যে কয়েক দিনের উত্তেজনাপূর্ণ লড়াই ছড়িয়ে পড়ে। এতে উভয় দেশে অন্তত ৭০ জন লোক নিহত হয়। তবে ১০ মে যুদ্ধ বিরতি ঘোষণার মাধ্যমে সংঘাতের অবসান হয় (আর্কাইভ লিংক এখানে এখানে)।  

যুদ্ধের সময় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। যদিও নিজেদের কোন যুদ্ধবিমানের ক্ষতির বিষয়ে কোনও তথ্য নিশ্চিত করেনি ভারত (আর্কাইভ লিংক)।

একই ধরনের পোস্টে ভিডিওটি ফেসবুকে অন্যত্র এখানে এখানে ছড়ানো হয়েছে। 

তবে এএফপি ইতোপূর্বে কিছু পোস্ট খণ্ডন করেছে, যেখানে ২০১৯ সালের ক্লিপটিকে বিভ্রান্তিকরভাবে ছড়ানো হয়েছিল।  

অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ এবং কিওয়ার্ড সার্চে একই ফুটেজটি ভারতীয় সংবাদমাধ্যম বেঙ্গালুরু মিররের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউটে পাওয়া যায়, যা ২০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে প্রকাশিত হয় (আর্কাইভ লিংক)।

প্রতিবেদন অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে অ্যারো ইন্ডিয়া শো-এর ১২তম সংস্করণে প্রশিক্ষণের সময় মাঝ আকাশে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষে আহত পাইলটকে চেতন কুমার নামের একজন শিক্ষার্থী সেবা দেন(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)

Image
অসত্যভাবে ছড়ানো ভিডিও (বামে) এবং বেঙ্গালুরু মিররের প্রতিবেদনের তুলনামূলক স্ক্রিনশট

একই ফুটেজটি ১৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে কারাভালি টিভি ইউটিউবে প্রকাশ করেছে (আর্কাইভ লিংক)। 

দুর্ঘটনাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট -র সাথেও কথা বলেন কুমার(আর্কাইভ লিংক)।

এএফপি ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ছড়ানো অন্যান্য অপতথ্য খণ্ডন করে প্রতিবেদন করেছে এখানেএখানে। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ