সূর্যের এই ছবিটি একজন ফটোগ্রাফারের তোলা, নাসার সোলার প্রোবের তোলা নয়
ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে এটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা'র পার্কার সোলার প্রোবের ক্যামেরায় সূর্যের ৬০ লক্ষ কিলোমিটার দূর থেকে তোলা ছবি। দাবিটি অসত্য; ছবিটি পৃথিবী থেকে একজন অ্যাস্ট্রোগ্রাফারের তোলা।
২০২১ সালের ৩ জানুয়ারি ফেসবুকে এখানে ছবিটি শেয়ার করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “নাসার পাঠানো পার্কার সোলার প্রোবের ক্যামেরায় সূর্যের ৬০ লক্ষ কিলোমিটার দূর থেকে তোলা ছবি।”

পার্কার সোলার প্রোব হলো ২০১৮ সালের আগস্টে সূর্যের কাছাকাছি যাওয়ার জন্য নাসা'র পাঠানো প্রথম বিশেষ মিশন।
একইরকম দাবি সহকারে ছবিটি ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
তবে ছবিটি পার্কার সোলার প্রোবের তোলা নয়।
পৃথিবী থেকে তোলা ছবি
গুগল রিভার্স ইমেজ সার্চে ২০২০ সালের ৩ ডিসেম্বরের সুদান ভিত্তিক ওয়েবসাইট শনো নিউজের এই প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে অ্যাস্ট্রোগ্রাফার ব্রে ফলস এর সৌজন্যে ফেসবুকে ছড়ানো ছবিটিসহ সূর্যের আরো কিছু ছবি প্রকাশিত হয়েছে।
মূল ছবিটি ২০২০ সালের ৩০ নভেম্বর ফলস তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। ফলস অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের একজন ছাত্র এবং তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক হানিওয়েল অ্যারোস্পেসে কাজ করেন।
ইনস্টাগ্রাম পোস্টটির আংশিক ক্যাপশনে লেখা রয়েছে, “গতকাল পাওয়া সূর্যের একটি বিরল দৃশ্য।”

ফলস নিজেও এএফপিকে নিশ্চিত করেছেন যে, ছবিটি তার তোলা।
তিনি এএফপিকে বলেন, “ছবিটি আমি আমার বাড়ির ব্যাকইয়ার্ড থেকে নিয়েছি।”
২০২০ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল সিএনএন ফলসের একটি সাক্ষাতকার নেয় এবং সেখানে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও সেখান থেকে নেয়া ছবি দেখানো হয়।
ফলস ২০২০ সালের ২৭ নভেম্বর তার টুইটার থেকে তার তোলা সূর্যের আরো কিছু ছবি পোস্ট করেন।