অনলাইনে ছড়ানো ভেনেজুয়েলার প্রেসিডেন্টের হাতকড়া পরিহিত ছবিটি সম্পাদিত

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক আকস্মিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সৈন্যরা। এরপর মাদুরোর নানা ভুয়া ছবি সামাজিক মাধ্যম ছেয়ে যায়। এসব ছবির মধ্যে সামরিক পোশাক এবং হাতকড়া পরিহিত মাদুরোর একটি ছবিও রয়েছে। প্রকৃতপক্ষে ইউক্রেনে আটক এক ধনকুবের ব্যবসায়ীর ছবির উপর মাদুরোর মুখাবয়ব বসিয়ে ছবিটি সম্পাদন করা হয়েছে। 

ফেসবুকে ৩ জানুয়ারি ২০২৬ তারিখে ছড়ানো একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “আমেরিকান ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করেছে।এর পূর্বে গত রাতে রাজধানী কারাকাসে  বিমান হামলা চালিয়েছিল।”

Image
এএফপির যোগ করা লাল ক্রস চিহ্নসহ ৮ জানুয়ারি ২০২৬ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের কমান্ডোরা যুদ্ধবিমান এবং একটি বিশাল নৌবহরের সহায়তায় ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যায়। পরে তাঁদেরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় (আর্কাইভ লিংক)। 

মাদক পাচার অভিযোগে ওই দম্পতিকে নিউইয়র্কের একটি আদালতে তোলা হয়। তবে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন তাঁরা(আর্কাইভ লিংক)।

মাদুরোর সমর্থনে হাজার হাজার মানুষ কারাকাসের রাজপথে বিক্ষোভ করেছে। এদিকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন মাদুরোর সাবেক সহকর্মী দেলসি রদ্রিগেজ। প্রেসিডেন্টকে তুলে নিতে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সরকার। এছাড়া আরও শতাধিক লোক আহত হয়েছেন (আর্কাইভ লিংক)। 

ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া এবং দেশটির জ্বালানি তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের’ জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন (আর্কাইভ লিংক)।  

হাতকড়া পরিহিত মাদুরোর ছবিটি ফেসবুকে অন্যত্র একই দাবিতে ছড়ানো হয়েছে। এছাড়া ইংরেজি, স্প্যানিশ এবং জার্মান ভাষাতেও ছবিটি ছড়ানো হয়েছে। 

তবে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, আসল ছবিটি রুশ প্রেসিডেন্ট পুতিনের একজন বন্ধু ইউক্রেনের ব্যবসায়ী ভিক্টর মেদভেদচুকের।

এটি ১৩ এপ্রিল ২০২২ তারিখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল(আর্কাইভ লিংক)। 

ইউক্রেনীয় কর্তৃপক্ষ ১২ এপ্রিল ২০২২ তারিখে জানায়, তাঁরা মেদভেদচুককে গ্রেপ্তার করেছে। ওই ব্যবসায়ী রাশিয়ার আক্রমণের পর গৃহবন্দী অবস্থা থেকে পালিয়েছিল(আর্কাইভ লিংক)।

তারা ওই সময় এই ধনকুবেরের একটি ভিডিও প্রকাশ করেছিল। ভিডিওতে তিনি রুশ আগ্রাসনের পর থেকে ইউক্রেনের অপ্রত্যাশিত তীব্র প্রতিরোধের প্রতীকে পরিণত হওয়া অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোল থেকে বেসামরিক নাগরিক ও সৈন্যদের সরিয়ে নেওয়ার বিনিময়ে নিজেকে মুক্তি দেওয়ার অনুরোধ করেন (আর্কাইভ লিংক)।

ছবিতে তাঁর বাম হাতে ইউক্রেনের একটি পতাকা দেখা যায়। 

Image
সম্পাদিক ছবি (বামে) এবং মূল ছবির তুলনামূলক স্ক্রিনশট

ভিন্ন একটি রিভার্স সার্চে দেখা যায়, সম্পাদিত ছবিতে মাদুরোর মুখের ছবিটি ১১ জুন ২০২২ তারিখে ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবি থেকে নেওয়া হয়েছে। দুই নেতার মধ্যে আলোচনার সময় ছবিটি তোলা হয়েছিল(আর্কাইভ লিংক)। এএফপিও সেদিন ওই আলোচনারছবি প্রকাশ করে। 

Image
সম্পাদিত ছবি (বামে) এবং ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মাদুরোর ছবির তুলনা

৪ জানুয়ারি ২০২৬ তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে যে ছবিটি পোস্ট করেছিলেন, সেখানে মাদুরোকে একটি ধূসর ট্র্যাকস্যুট পরা অবস্থায় দেখা যায়। অন্যদিকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদর দপ্তরে নিয়ে যাওয়ার সময় তিনি একটি কালো জ্যাকেট পরেছিলেন (আর্কাইভ লিংক)। 

এছাড়া ৮ জানুয়ারি পর্যন্ত আর্মিদের ইউনিফর্ম পরা অবস্থায় মাদুরোর কোনো অফিশিয়াল ছবি প্রকাশ করা হয়নি।

মাদুরোর ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আরও অপতথ্য খণ্ডন করে প্রকাশিত এএফপি প্রতিবেদন পড়ুন এখানে

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ

সম্পর্কিত নিবন্ধ