নেপালের বিক্ষোভের ভিডিওকে ঢাকায় অগ্নিকাণ্ডের দৃশ্য হিসেবে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 29 সেপ্টেম্বর 2025, 12:37
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “ঢাকা ডেমরায় ভয়াবহ অগ্নিকাণ্ড। জীবন বাঁচাতে ছাদ থেকে লাফ দিচ্ছে মানুষ। আল্লাহ সবাইকে হেফাজত করুন।”
পোস্টে ৩৪,০০০ বারের বেশি ভিউ হওয়া ভিডিওটিতে লোকজনকে একটি জ্বলন্ত ভবনের ভিতরে আটকে পড়া অন্য লোকদের উদ্ধারের চেষ্টা করতে দেখা যায়।
ভিডিওটি অন্যত্র একই রকম ফেসবুক পোস্টে ছড়ানো হয়েছে।
কিন্তু ভিডিওটি বাংলাদেশের নয়।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি টিকটক পোস্টে পাওয়া যায়(আর্কাইভ লিংক)।
টিকটক ভিডিওটির শিরোনামে বলা হয়, “বানেপা পুলিশ স্টেশ”। বানেপা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি পৌরসভা।
শিরোনামটিতে সরকারের পতন ঘটানো তরুণদের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে “জেন জি” হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে(আর্কাইভ লিংক)।
৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর সাময়িক নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। কিন্তু দুর্নীতি এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক দুর্দশার বিরুদ্ধে ক্ষোভের কারণে বিক্ষোভ তীব্র হয়ে ওঠে।
২০০৮ সালে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান এবং রাজতন্ত্রের বিলুপ্তির পর হওয়া সবচেয়ে ভয়াবহ এই বিক্ষোভে কমপক্ষে ৭৩ জন নিহত এবং আরও অনেক আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী, ৯ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা বানেপা এলাকা পুলিশ অফিসে আগুন ধরিয়ে দেয়(আর্কাইভ লিংক)।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির বানেপা পুলিশ অফিসের গুগল স্ট্রিট ভিউ ছবির সাথে মিল রয়েছে(আর্কাইভ লিংক)।
এএফপি এর আগেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ঘিরে ছড়ানো অন্যান্য অপতথ্য খণ্ডন করেছে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ