
করোনা ভ্যাকসিন গ্রহণের পর শরীরে ‘চুম্বকীয় প্রভাব’- এমন বিভ্রান্তিকর খবর বাংলাদেশি সংবাদমাধ্যমে
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 20 জুন 2021, 12:22
- আপডেট করা হয়েছে 21 জুন 2021, 07:54
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ১৪ জুন ২০২১ তারিখে বাংলাদেশি টিভি চ্যানেল 'যমুনা টিভি'র ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। যদিও প্রতিবেদনটি পরবর্তীতে সরিয়ে নেয়া হয়।
প্রতিবেদনটির শিরোনাম ছিল: ‘করোনার টিকা নেয়ায় শরীর চুম্বকের মতো হয়ে গেছে! (ভিডিও)’
একই শিরোনামের একটি লিখিত প্রতিবেদনও চ্যানেলটির ওয়েবসাইটে এখানে প্রকাশিত হয়।
নীচে চ্যানেলটির ওয়েবসাইটের প্রতিবেদনটির একটি স্ক্রিনশট দেয়া হলো:

বাংলা প্রতিবেদনটিতে লেখা হয়েছে: 'করোনাভাইরাসের টিকা নেয়ার পর ভারতের পশ্চিমবঙ্গে বেশ কিছু মানুষের শরীর চুম্বকের মতো হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বেশ কিছু ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।
ফুটেজে দেখা যায় শরীরে আটকে যাচ্ছে ধাতব মুদ্রা, হাতা, খুন্তি, চামচ, মোবাইল ফোন ,গাড়ির ছবির মত ধাতব বস্তু। শুধু পশ্চিমবঙ্গেই এমন চার ব্যক্তির খোঁজ মিলেছে।'
একই দাবিসম্বলিত ভিডিও ফেসবুকে এখানে, এখানে ও এখানে শেয়ার করা হয়।
একই রকম শিরোনামের প্রতিবেদন অন্যান্য বাংলা ওয়েবসাইটেও প্রকাশিত হয়। দেখুন এখানে, এখানে ও এখানে।
ভারতীয় কিছু সংবাদমাধ্যমেও এরকম প্রতিবেদন এখানে, এখানে ও এখানে প্রকাশিত হয়।
সরিয়ে নেওয়া প্রতিবেদন
যমুনা টিভির প্রতিবেদনটি চ্যানেলটির ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেয়া হয়।
চ্যানেলটির একজন মুখপাত্র রুবেল মাহমুদ বার্তা সংস্থা এএফপিকে জানান যে, ত্রুটিপূর্ণ তথ্য প্রমাণের কারণে প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে ভ্যাকসিন নিয়ে শরীরে চুম্বক হওয়া নিয়ে ওঠা দাবিগুলো যে আজগুবি ও অযৌক্তিক, তা ইউটিউবে দেয়া ভিডিওর শিরোনাম ও থাম্বনেইলে যথাযথভাবে প্রতিষ্ঠিত করা হয়নি। এতে জনমনে বিভ্রান্তি এবং টিকা গ্রহণের ব্যাপারে দ্বিধা সৃষ্টি হতে পারে বিবেচনা করেই স্টোরিটি ইউটিউব থেকে সরিয়ে দেয়া হয়েছে।'
ভিডিওটি ভুয়া
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন ভ্যাকসিন নেয়ার কারণে শরীর চৌম্বকীয় হয়ে যাওয়ার মতো কোন প্রতিক্রিয়া হয় না।
উত্তর আমেরিকায় এরকম দাবি সামাজিক মাধ্যমে ছড়ালে এএফপি ফ্যাক্ট চেক তা খণ্ডন করেছে। দেখুন এখান ও এখানে।
ইউনিভার্সিটি অব শিকাগো মেডিসিনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. স্টিফেন স্ক্রানজ বলেন, 'কোভিড ভ্যাকসিন নিলে আপনার হাত চুম্বকের মতো হয়ে যাবে না। সোজা কথায় এটি একটি গুজব।'
নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফিনবার্গ স্কুল অব মেডিসিনের সেল অ্যান্ড ডেভেলপমেন্ট বায়োলজি এর অধ্যাপক এবং ভ্যাকসিন গবেষক ড. থমাস হোপ বলেন, 'এটা অসম্ভব। ভ্যাকসিনে এমন কিছু নেই যে চুম্বকের মতো আচরণ করবে। ভ্যাকসিনে আছে প্রোটিন, লিপিড, লবন, পানি এবং পিএইচে ভারসাম্য রক্ষাকারী রাসায়নিক। এর বেশি কিছু নয়, সুতরাং চুম্বকীয় প্রভাব অসম্ভব।'
ব্রিটিশ আমেরিকান বিজ্ঞান লেখক মিক ওয়েস্ট অপবৈজ্ঞানিক দাবি খণ্ডন করে এরকম একটি ওয়েবসাইট Metabunk.org একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি এই দাবিগুলোকে 'নতুন ছকে পুরনো ষড়যন্ত্র' বলে অভিহিত করেন।
তিনি দেখান যে মানব শরীর তৈলাক্ত থাকলে সেখানে চুম্বক, কয়েন, এবং অন্যান্য মসৃণ জিনিস এঁটে লেগে থাকবে, এমনকি নাকেও। তিনি ব্যাখ্যা করে বলেন, 'তেল মুছে নিন, দেখবেন এই বস্তুগুলো আর আটকাবে না।'
'ভিত্তিহীন' দাবি
ভারতীয় সরকার ইতোমধ্যে পৃথক বিবৃতিতে বলেছে, কোভিড-১৯ ভ্যাকসিন নিলে মানব শরীর চুম্বকের মতো হয়ে যাওয়ার দাবিটি 'ভিত্তিহীন'।
ভারতের প্রেস ইসফরমেশন ব্যুরো এর এই বিবৃতিতে বলা হয়, 'ভ্যাকসিন গ্রহণে কোন চুম্বকীয় প্রতিক্রিয়া হয় না। কোভিড-১৯ ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং এতে কোন ধাতব উপাদান নেই।'
Several posts/videos claiming that #COVID19 #vaccines can make people magnetic are doing the rounds on social media. #PIBFactCheck:
✅COVID-19 vaccines do NOT make people magnetic and are completely SAFE
Register for #LargestVaccineDrive now and GET VACCINATED ‼️ pic.twitter.com/pqIFaq9Dyt— PIB Fact Check (@PIBFactCheck) June 10, 2021
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ