
ফুটবল তারকাদের করোনাভাইরাসের প্রতিষেধক আবিস্কার করা উচিত মর্মে বক্তব্যের সাথে স্প্যানিশ রাজনীতিবীদের ছবি জুড়ে বিভ্রান্তি
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 10 নভেম্বর 2021, 08:36
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ৩ নভেম্বর ফেসবুকে করা একটি পোস্টে সংযুক্ত গ্রাফিক ছবিতে লেখা রয়েছে "রাগে ক্ষোভে ফেটে পড়া স্পেনীশ বায়োলজিকাল রিসার্চার বলেছেন- এক মাসে একজন ফুটবলার কয়েক মিলিয়ন ইউরো আয় করে। আর একজন রিসার্চার আয় করে মাত্র ১৮০০ ইউরো। এক ছবিতে একজন ম্যুভি স্টার যা আয় করে - সারা জীবন গবেষনায় একজন গবেষক তার একশত ভাগের একভাগও আয় করেনা। আর এখন জীবন বাঁচাতে আপনি হন্য হয়ে ভাইরাসের প্রতিষেধক খুঁজছেন। যান না এখন মেসি, রোনাল্ডো, টমক্রুজের কাছে। ওরাই আপনার কিউর বের করে দিবে।"
"নেসেসিটির চেয়ে লাক্সারী যে পৃথিবীতে বড় হয়ে যায়, জীবন বাঁচানো মানুষদের চেয়ে বিনোদনের মানুষ সেলিব্রেটি হয়ে যায়, হাসপাতালের চেয়ে স্টেডিয়ামের গুরুত্ব বেড়ে যায়- সেই অসভ্য সমাজেতো মানুষের বেঁচে থাকারই কোনো অধিকার নাই।"

২০২০ সালের মার্চ থেকে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এরকম পোস্ট করা হয়।
ফেসবুকে এখানে ও এখানে একইরকম পোস্ট করা হয়।
দাবিটি বিভ্রান্তিকর।
গুগল রিভার্স ইমেজ সার্চেগ্রাফিক ছবির সাথে সংযুক্ত নারীর ছবি ২০১৮ সালের এপ্রিলে মরক্বো সরকারের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রেস রিলিজে পাওয়া যায় যা ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ারও আগের ঘটনা।
ছবিতে দৃশ্যমান নারীর নাম ইসাবেল গার্সিয়া তেজেরিনা যিনি সেসময় স্পেনের কৃষি, মৎস্য, খাদ্য ও পরিবেশ মন্ত্রী ছিলেন। তিনি তার মরক্কো প্রতিপক্ষর সাথে বৈঠকের জন্য দেশটি সফর করছিলেন।
ছবিতে দৃশ্যমান মাইক্রোফোনের লোগো অনুযায়ী এর মধ্যে একটি মরক্কোর প্রেস এজেন্সি ম্যাপের (এজেন্স মরোকাইন ডি প্রেস) এবং অন্যটি টেলিভিশন চ্যানেল আল মাগরিবিয়ার চ্যানেল ওয়ানের।
ম্যাপের ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৪ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকার পাওয়া যায় যা দেখতে ফেসবুকে ছড়ানো ছবির অনুরূপ। ভিডিওর বর্ণনায় নারীর নাম গার্সিয়া তেজেরিনা বলে উল্লেখ করা হয়েছে।
সাক্ষাৎকারে মন্ত্রী ফ্রেঞ্চ ভাষায় কৃষি খাতে স্পেন ও মরক্কোর মধ্যে সহযোগীতা নিয়ে কথা বলেন।
তিনি এখানে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি কিংবা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে কোন মন্তব্যই করেননি।
কৃষি প্রকৌশলী এবং আইনজীবি গার্সিয়া তেজেরিনা মরক্কো ভ্রমণের কয়েক মাস পরই ২০১৮ সালের জুনে স্পেনের সরকার পরিবর্তনের সাথে তার মন্ত্রীত্ব ছাড়েন। ২০১৯ থেকে তিনি স্প্যানিশ সংসদে মাদ্রিদের ডেপুটি এবং পপুলার পার্টির একজন ডেপুটি সেক্রেটারি হিসেবে আছেন।
এএফপি ফ্যাক্ট গার্সিয়া তেজেরিনার বক্তব্য নেয়ার জন্য তার টুইটারে যোগাযোগ করলে এ প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ