
এই ছবিটি দক্ষিণ আফ্রিকার একটি সংবাদপত্রের বিজ্ঞাপনের জন্য তোলা হয়েছিল
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 16 জুন 2021, 08:40
- আপডেট করা হয়েছে 16 জুন 2021, 10:00
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
শান্তিরক্ষী বাহিনীর সদস্যের মতো দেখতে এই ছবিটি এখানে ২০২০ সালের ৭ অক্টোবর এখানে পোস্ট করা হয়।
একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে: 'এই ছবিটি পৃথিবীর বর্তমান পরিস্থিতিই বুঝিয়ে দিচ্ছে। uninvolved in peace ( শান্তির মধ্যে নেই)'।
নীল রংয়ের হেলমেট জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি চিহ্ন।
একই প্রসঙ্গের ছবি ফেসবুকে এখানে, এখানে ও এখানেও পোস্ট করা হয়।
এই ছবিসহ দাবিটি বিভ্রান্তিকর।
টিনআই সার্চ ইঞ্জিনে ছবিটির রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০০৭ সালের ২৬ ডিসেম্বর 'অ্যাডস অব ওয়ার্ল্ড' ওয়েবসাইটে প্রকাশিত মূল এই ছবিটি পাওয়া যায়।
ছবিটির কৃতিত্বে এফসিবি কেপ টাউনের নাম এবং ফটোগ্রাফার হিসেবে দক্ষিণ আফ্রিকান শাদ হেনিং এর নাম উল্লেখ আছে।
মূল ছবিতে দেখা যায় 'UNINVOLVED in PEACE' এর পরিবর্তে 'UNINVOLVED in AFRICA' লেখা রয়েছে। ২০২১ সালের ১০ জুন কেপ টাউন ভিত্তিক ফটোগ্রাফার শাদ হেনিং এএফপিকে বলেন যে এই ছবিটি কেপ টাউন ভিত্তিক আফ্রিকান ভাষাভাষী সংবাদপত্র 'ডাই বার্গার' এর বিজ্ঞাপনের উদ্দেশ্যে তোলা অনেকগুলো ছবির একটি।
হেনিং জানান, 'এই কাজটি বিজ্ঞাপন ক্যাটাগরিতে কয়েকটি পুরস্কারও পেয়েছে। ছবিগুলো তোলা হয় পরিকল্পিতভাবে এবং সাংবাদিকতার ছবি হিসেবে দেখানো হয়েছে।'
তিনি এএফপিকে এই ছবিগুলোর কয়েকটি ইমেইলেও পাঠান যা আবার তার ওয়েবসাইটেও পাওয়া যায়।
হেনিংয়ের ওয়েবসাইটের একটি স্ক্রিনশট নীচে দেওয়া হলো:

নীচে হেনিংয়ের ওয়েবসাইটের ছবি (ডানে) ও বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবির (বামে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

'ডাই বার্গারের' বিজ্ঞাপন ২০০৭ ও ২০০৮ সালে কয়েকটি পুরস্কার জিতে। এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন দেখুন এখানে ও এখানে।
সিঙ্গাপুর ও মিয়ানমারসহ বিশ্বের অন্যান্য দেশেও ছবিটি বিভ্রান্তিকরভাবে ছড়ালে এএফপি ইংরেজিতে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন করে। দেখুন এখানে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ