গ্রিসের পুরনো ভিডিওকে যুক্তরাষ্ট্রের সহিংস বিক্ষোভের চিত্র হিসেবে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 15 জানুয়ারি 2026, 13:19
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Bill MCCARTHY, এএফপি যুক্তরাষ্ট্র, এএফপি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB
অভিবাসন বিভাগের এক কর্মকর্তার গুলিতে মিনেসোটায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর কিছু বিক্ষুব্ধ ব্যক্তির ককটেল নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সেটিকে যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বিক্ষোভের চিত্র বলে দাবি করা হয়। কিন্তু ক্লিপটি বিভ্রান্তিকর ভাবে ছড়ানো হয়েছে। রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ফুটেজটি ২০২৫ সালের নভেম্বরে গ্রিসে একটি র্যাপ কনসার্টের পর শুরু হওয়া সহিংস সংঘর্ষের ঘটনার।
১১ জানুয়ারি ২০২৫ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “আমেরিকা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ট্রাম্প যে আগুন দিয়ে খেলা শুরু করে ছিলে, সে আগুন ঘুরে ফিরে তোমার ঘরেই ফিরে গেল।”
পোস্টের সাথে যুক্ত ১০ সেকেন্ডের ভিডিওতে কিছু ব্যক্তিকে ককটেল ছুড়তে এবং একটি অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা যায়।
একই দাবিতে ভিডিওটি ফেসবুকে অন্যত্র ছড়ানো হয়। এছাড়া ভিডিওটি ইংরেজি ও আরবী ভাষার কিছু পোস্টে ছড়াতে দেখা যায়।
একই সময়ে অন্যান্য সামাজিক মাধ্যমেও ফুটেজটি শেয়ার করা হয়েছে। যেখানে ভিডিওটিকে জানুয়ারি মাসে ইরানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া স্বৈরাচারী ধর্মীয় শাসক বিরোধী গণবিক্ষোভের চিত্র বলে দাবি করা হয়।
কিন্তু ভিডিওটির সাথে ইরান কিংবা যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, একই ভিডিওটি ২ নভেম্বর ২০২৫ তারিখে ইনস্টাগ্রামে প্রকাশিত হয়েছিল। যেসব অ্যাকাউন্টের পোস্টে ভিডিওটি ছড়ানো হয়ে, তার মধ্যে গ্রিসের 'তা নিয়া' পত্রিকার একটি পোস্টও রয়েছে(আর্কাইভ লিংক)।
সংবাদমাধ্যমটি জানায়, গ্রিসের বন্দরনগরী থেসালোনিকিতে একটি কনসার্টের পর সহিংস সংঘর্ষে ককটেল ও কাঁদানে গ্যাস ব্যবহার হয়েছে। ওই ঘটনায় পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করেছেন।
গ্রিক সংবাদপত্র কাথিমেরিনি এবং ভিডিও লাইসেন্সিং ওয়েবসাইট নিউজফ্লেয়ার আলাদা কোণ থেকে একই সংঘর্ষের ছবি ও ভিডিও প্রকাশ করেছে(আর্কাইভ লিংক এখানে ও এখানে)।
এএফপি জিওলোকেশনের মাধ্যমে থেসালোনিকির গুগল স্ট্রিট ভিউর ছবির সাথে ফুটেজটির মিল খুঁজে পেয়েছে(আর্কাইভ লিংক)।
এএফপি মিনেসোটা গোলাগুলি সংক্রান্ত অন্যান্য অপতথ্যও খণ্ডন করেছে এখানে, এখানে, এখানে এবং এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ