এআই নির্মিত ছবিটি মিডিয়া ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের বোকা বানাচ্ছে

নয়া দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টরসহ জড়ো হওয়া আন্দোলনকারী কৃষকদের একটি এআই নির্মিত ছবিকে ফেসবুক ব্যবহারকারীরা সত্যিকারের ছবি হিসেবে বিশ্বাস করে ভুল করেছেন। ভারতের আন্দোলনরত কৃষকদের সমর্থনকারী একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী এএফপিকে জানিয়েছে যে, তিনি ছবিটি এআই টুল ব্যবহার করে তৈরি করেছেন। ফসলের উচ্চ মূল্যের দাবিতে ভারতীয় কৃষকরা যখন ট্রাক্টরে চালিয়ে গত ফেব্রুয়ারিতে নয়া দিল্লির দিকে যাত্রা শুরু করে তখন ছবিটি শত শত বার শেয়ার হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি ফেসবুকে এখানে ছবিটি শেয়ার করে এর ক্যাপশনে বলা হয়েছে, "কৃষক যেমন চাষ করতে জানে, ঠিক তেমনই সেই ফসল ওপরাতেও জানে।"

Image

ছবিটিতে নয়াদিল্লির আইকনিক ইন্ডিয়া গেট স্মৃতিস্তম্ভের সামনের রাস্তায় ট্রাক্টরের পাশে লোকজনকে বসা অবস্থায় দেখা যায়।

পাঞ্জাব এবং হারিয়ানা রাজ্য থেকে যখন হাজার হাজার ভারতীয় কৃষক ট্রাক্টর চালিয়ে রাজধানীর দিকে যাত্রা শুরু করেছেন, তখন পোস্টটি ৪২৪ বারের বেশি শেয়ার হয়েছে।

কৃষি সংস্কার পরিকল্পনা বাতিল করার জন্য ২০২১ সালে কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের যেভাবে চাপ প্রয়োগ করেছিলো, চলতি বছরেও রাজধানীতে অনুরূপ বছরব্যাপী মহাসড়ক অবরোধ করার পরিকল্পনা প্রকাশ করেছে বিক্ষোভকারীরা।

ছবিটি ফেসবুকে অন্যত্র বারবার শেয়ার করা হয়েছে।

পোস্টটির কমেন্ট বিশ্লেষণ করে দেখা যায় যে, কিছু ব্যবহারকারী ছবিটি সত্যি বলে বিশ্বাস করেছেন।

ভারতের বিরোধীদল কংগ্রেস পার্টিকে নির্দেশ করে একজন লিখেন: "কংগ্রেস এবং কমরেড কৃষকরা এখানে জড়ো হয়েছে।"

অন্য একজন লিখেন, "এতো শ্রম এতো ঝুঁকি নিয়ে ফসল ফলিয়ে আবার রাস্তায় এসে বসতে হবে কৃষকের অধীকার আদায়ে?"

তবে নয়া দিল্লিতে এএফপির সাংবাদিকরা ২০ মার্চ ২০২৪ পর্যন্ত ইন্ডিয়া গেটের সামনে কৃষকদের জড়ো হওয়ার কোনো চিহ্ন দেখতে পাননি। এছাড়া সম্প্রতি এমন কোন মিছিল রাজধানীতে পৌঁছেছে বলেও কোন প্রতিবেদনও পাওয়া যায়নি।

এআই নির্মিত ছবি

গুগলে রিভার্স ইমেজ সার্চে ছবিটি পাওয়া যায়, যা বিক্ষোভ নিয়ে নিয়মিত কন্টেন্ট শেয়ার দেয়া কিষাণ আইটি সেল নামের একটি ইনস্টাগ্রাম পেইজ গত ২৬ জানুয়ারি পোস্ট করে (আর্কাইভ এখানে)।

ওই ইনস্টাগ্রাম ব্যবহাকরী এএফপিকে জানিয়েছেন, তিনি এটি "জেনক্রাফট-এআই আর্ট জেনারেটর' নামে একটি ট্যুল দিয়ে তৈরি করেছেন।

ওই ব্যবহারকারী বলেন, "ছবিটি তৈরির জন্য আমি এই অ্যাপটি ব্যবহার করেছি।"

এএফপির বিশ্লেষণে ছবিটিতে মানুষের বিকৃত হাত ও মুখাবয়বসহ কিছু দৃশ্যগত অসঙ্গতি পাওয়া গেছে, যেগুলো প্রমাণ করে যে, ছবিটি এআই দিয়ে বানানো।

জেনারেটিভ এআই-র অগ্রগতি সত্ত্বেও এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি কন্টেন্টে এখনো নানা ধরনের ভুল থেকে যায়।

নিচে অসত্য দাবিতে শেয়ার করা পোস্টের ছবিটিতে বিকৃত অঙ্গ এবং মুখাবয়ব হাইলাইট করে একটি স্ক্রিনশট দেয়া হল:

Image

এছাড়া ছবিতে দৃশ্যমান ইন্ডিয়া গেটের দিকে যাওয়ার রাস্তার দুই পাশের ল্যাম্পপোস্টগুলো গত ২৪ জানুয়ারি এএফপির একজন ফটোগ্রাফারের তোলা ইন্ডিয়া গেটের ছবির থেকে আলাদা।

নিচে অনলাইন ছড়ানো ছবি (বামে) এবং এএফপির ছবির (ডানে) ল্যাম্পপোস্ট হাইলাইট করে তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

এআই-জেনারেটেড কন্টেন্ট দিয়ে ছড়ানো বিকৃত তথ্য খণ্ডন করে এএফপি বহু প্রতিবেদন প্রকাশ করেছে- যার মধ্যে দেখুন এটি এটি

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ