২০২৪ সালে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাটের সময় মার্ক জাকারবার্গ 'চিল গাইজ' লিখে টুইট করেননি

চলতি মার্চ মাসে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেড অত্যন্ত অস্বাভাবিক একটি বিভ্রাটের শিকার হওয়ার পরে বাংলাদেশের কিছু সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারী 'এক্স' (সাবেক টুইটার) -র একটি রম্য পোস্টের ফাঁদে পড়ে ওই সঙ্কট নিয়ে মার্ক জাকারবার্গের নামে পরিচালিত একটি প্যারোডি একাউন্টের প্রতিক্রিয়াকে 'সত্যিকারের প্রতিক্রিয়া' হিসেবে প্রচার করেছে। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তার একটি 'এক্স' একাউন্ট থাকলেও গত ১৯ মার্চ পর্যন্ত ওই বিভ্রাট নিয়ে কোনো পোস্ট করেননি।

গত ৫ মার্চ বাংলাদেশি সংবাদমাধ্যম ভোরের কাগজ মেটার বিভ্রাট নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে জাকারবার্গের কথিত টুইটটিকে উদ্ধৃতি হিসেবে ব্যবহার করে।  

Image

কথিত ওই টুইটে বলা হয়: "চিল গাইজ. কয়েক মিনিট অপেক্ষা করো সবকিছু সমাধান হয়ে যাবে।"

একদিন পর 'দি এশিয়ান এইজ' নামে বাংলাদেশি একটি ইংরেজি পত্রিকা তাদের একটি প্রতিবেদনে একই পোস্টটিকে উদ্ধৃতি করেছে। আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম পোস্টটিকে উদ্ধৃত করে খবর প্রকাশের পর সেটি সংশোধন করে।

গত ৫ মার্চ মেটার সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেড-এ আকষ্মিক বিভ্রাটজনিত কারণে ইউজাররা তাদের একাউন্ট থেকে লগড আউট হওয়ার পর পোস্টটি ছড়াতে দেখা যায়।

জাকারবার্গের কথিত ওই টুইটের একটি স্ক্রিনশট ফেসবুকে বাংলায় এখানে, এখানে এখানে এবং ইংরেজিতে এখানে এখানে শেয়ার করা হয়েছে। 'মার্ক জুকারবাবার্গ (প্যারোডি)' নামে একটি একাউন্ট থেকে টুইটটি শেয়ার করা হয়।

Image

'এক্স'-এ @MarkCrtlC কীওয়ার্ড সার্চে একটি একাউন্ট খুঁজে পাওয়া যায়, একাউন্টটিকে প্যারোডি হিসেবে উল্লেখ করে ব্যবহারকারী নিজেকে 'কমেডিয়ান' দাবি করেছেন (আর্কাইভ লিংক)।

বিভ্রাট নিয়ে গত ৫ মার্চ প্রকাশিত এই হ্যান্ডেল থেকে করা আলোচিত পোস্টটি খুঁজে পেয়েছে এএফপি (আর্কাইভ লিংক)।

এএফপির এক প্রতিবেদনে জানিয়েছে যে, জুকারবার্গের 'finkd' নামে একটি এক্স অ্যাকাউন্ট রয়েছে। তবে তিনি নিয়মিত তা ব্যবহার করেন না (আর্কাইভ লিংক)।

নিচে জুকারবার্গের রিপোর্ট করা এ্যাকাউন্ট (বামে) এবং প্যারোডি এ্যাকাউন্টে (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
(Qadaruddin SHISHIR)

তবে সামাজিক মাধ্যমের বিভ্রাট নিয়ে গত ১৯ মার্চ পর্যন্ত জুকারবার্গ কোনো কিছু প্রকাশ করেন নি।

তার এ্যাকাউন্টে সর্বশেষ পোস্ট প্রকাশিত হয়েছিলো মার্চের প্রথম সপ্তাহের বিভ্রাটের কয়েক মাস আগে ২০২৩ সালের জুলাইতে (আর্কাইভ লিংক)।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ