ফেসবুকে ছড়ানো নিজের মৃত্যুর খবরটি গুজব জানালেন কৌতুক অভিনেতা নিপু
ফেসবুকে শত শত পোস্টে বাংলাদেশ টেলিভিশনের বিনোদন অনুষ্ঠান 'ইত্যাদি'র নাতি খ্যাত অভিনেতা শওকত আলী তালুকদার নিপুর ছবি ব্যবহার করে তার মৃত্যুবরণের তথ্য ছড়ানো হয়েছে। খবরটি অসত্য; অন্য এক অভিনেতার খবরের সাথে নিপুর ছবি জুড়ে তা ফেসবুকে ছড়ানো হয়। নিপু নিজে গত ১৫ জুন এএফপিকে জানিয়েছেন যে তিনি সুস্থ আছেন।
ফেসবুকে গত ১২ জুন, ২০২১ তারিখে এখানে নিপুর ছবিসহ খবরটি পোস্ট করা হয়।
অভিনেতা নিপুর ছবিসহ একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়: ''বাংলাদেশ চলচিত্রের নানা-নাতি কমেডিয়ান নাতি মোস্তাফিজুর রহমান আজ হঠাৎ শ্বাসকষ্ট জনিত কারনে রংপুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন।''

শওকত আলী তালুকদার নিপু বাংলাদেশের টেলিভিশন জগতে পুরনো ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র নিয়মিত আইটেম নানা–নাতির ‘নাতি’ হিসেবে অধিক পরিচিত। তিনি ১৯৯৩ সাল থেকে অনুষ্ঠানটিতে অভিনয় করে আসছেন।
বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম জাগো নিউজের এই প্রতিবেদন থেকে জানা যায়, মোস্তাফিজুর রহমান নামে একজন কমেডিয়ান রংপুর মেডিকেলে হাসপাতালে মারা যান গত ১০ জুন।

ফেসবুকে এখানে, এখানে ও এখানেও নিপুর ছবিসহ মোস্তাফিজুর রহমানের মুত্যুর খবর পোস্ট করা হয়।
ফেসবুক পোস্টগুলোর দাবিটি বিভ্রান্তিকর।
বার্তা সংস্থা এএফপিকে গত ১৫ জুন নিপু নিজে মোবাইলে জানান যে, তিনি সুস্থ আছেন।
তিনি এএফপিকে বলেন, ''আমি আপনার সাথে কথা বলতে পারছি মানে আমি বেঁচে আছি। কিছু মানুষ ফেসবুকে এসব গুজব ছড়িয়ে আনন্দ পায়। এ নিয়ে আমার আর কিছু বলার নাই।''
গত ১২ জুন বাংলাদেশের স্থানীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' এর ফেসবুক পেজে পোস্ট করা এই ভিডিওতে দেখা যায় নিপু নিজে ফেসবুক লাইভে এসে জানান যে, তার মৃত্যুর খবরটি ভুয়া এবং তিনি সুস্থ আছেন।
ফেসুবক লাইভে তিনি বলেন: '' আমি ইত্যাদির নাতি আপনাদের মাঝে আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানীতে এখনো জীবিত আছি। তাই সবাই দুয়া করবেন যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি।''
বিভ্রান্তিকর ফেসবুক পোস্টে ব্যবহৃত নিপুর দুটি ছবি স্থানীয় বাংলা দৈনিক প্রথম আলোর ২০২১ সালের জানুয়ারী মাসের এই প্রতিবেদনে পাওয়া যায়।
অন্যদিকে অভিনেতা মোস্তাফিজ গত ১০ জুন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কালের কন্ঠ ও ইত্তেফাকের দুটি প্রতিবেদন দেখুন এখানে ও এখানে।