This photo taken on November 12, 2015 in Grigny, near Paris, shows Coca-Cola soft drink bottles on the new assembly line at a Coca-Cola Entreprise bottling plant. (AFP / Eric Piermont)

মালয়েশিয়ায় কোকা কোলা বয়কট নিয়ে ফেসবুকে বিভ্রান্তি

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 14 জুন 2021, 09:20
  • আপডেট করা হয়েছে 14 জুন 2021, 10:59
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কোকের বোতলের একটি ছবি গত মে মাসে বেশকিছু ফেসবুক পোস্টে শেয়ার করে দাবি করা হয় যে, এটি মালয়েশিয়া কর্তৃক কোকা কোলা বয়কটের ডাকের সাথে সম্পর্কিত ছবি। দাবিটি বিভ্রান্তিকর; মূলত ২০২০ সালের এপ্রিলে ফিলিপাইনে সড়ক দূর্ঘটনায় পতিত একটি ট্রাক থেকে কোমল পানীয়র কেইস ছিটকে পড়ার পরের দৃশ্যের ছবি এটি। 

ফেসবুকে ছবিটি গত ২২ মে, ২০২১ তারিখে এখানে পোস্ট করা হয়েছে। 

ছবিটিতে দেখা যায়, বেশকিছু কোকের বোতল একটি মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং পেছনে কিছু ট্রাকও দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করে ক্যাপশন দেয়া হয়: '#সাবাস ইজরায়েলের কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে মালয়েশিয়া।' 

Image

এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এখানে। 

ইসরায়েলি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ার নাগরিক সমাজ কর্তৃক কোকা কোলা বয়কটের ডাক দেয়ার প্রেক্ষাপটে ফেসবুকে ছবিটি ছড়ায়। গত মে মাসে ফিলিস্তিনী হামাস ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ইসরায়েলি হামলায় ৬৬ শিশুসহ ২৫৪ ফিলিস্তিনী নিহত হন এবং এর প্রেক্ষিতে মালয়েশিয়ায় এই বয়কটের ডাক দেয়া হয়।

কোকা কোলার বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীকে অর্থায়নের অভিযোগ উঠে, যদিও কোম্পানিটি তা বরাবরই অস্বীকার করে আসছে। মে মাসে কোম্পানীটি বিবৃতি দিয়ে বলে যে 'অসত্য তথ্য' ও 'মধ্যপ্রাচ্যে আমাদের উপস্থিতি ও দায়বদ্ধতার ভুল বোঝাবুঝি'র উপর নির্ভর করে মালয়েশিয়ায় ব্র্যান্ডটি বয়কটের আহবান করা হয়েছে।

গত বছর কোম্পানিটি জানায় যে, 'আমরা ইসরায়েল কিংবা বিশ্বের কোথাও কোন সশস্ত্র বাহিনীকে অর্থায়ন করি না।'

মালয়েশিয়ায় অতীতেও পানীয় পণ্যটির উপর এরকম বয়কটের আহবান জানানো হয়।

মিশর, ভারত, তিউনিশিয়া ও ফিলিপাইনসহ বিশ্বের অন্যান্য স্থানেও এই ছবিটি ব্যবহার করে একইরকম দাবিসম্বলিত পোস্ট ফেসবুকে হাজার হাজার শেয়ার হয়।

ছবিটি মূলত বিভ্রান্তিকর

গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায় এই ছবিটি ২০২০ সালের ১৬ এপ্রিল ফিলিপিনো সংবাদমাধ্যম এবিএস-সিবিএন এবং জিএমএ নিউজের আপলোড করা কিছু ছবির অংশবিশেষ। 

এবিএস-সিবিএনের তাগালোগ ভাষায় দেওয়া ক্যাপশনে লেখা আছে: 'লাগুনা প্রদেশের কানলুবাং কালাম্বা সিটির সিলাঙ্গানে একটি ট্রাকের সাথে  আরেকটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ এড়াতে গেলে কোমল পানীয়র শত শত বোতল ট্রাক থেকে রাস্তায় পড়ে ছড়িয়ে আছে।'

দুটি সংবাদমাধ্যমই ছবির সূত্র হিসেবে ম্যাট পেলেন্টিনোসের নাম উল্লেখ করেছে যিনি মূলত প্রথমে ছবিগুলো তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে ওইদিনই আপলোড করেছিলেন। দেখুন এখানে।

ফিলিপাইনের লাগুনা প্রদেশের বাসিন্দা পেলেন্টিনোস জানান, ঘটনার সময় তিনি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তিনি এএফপি'কে বলেন, 'এটা সিলাঙ্গানে কোকাকোলা গুদামের কাছেই ঘটেছিলো।'

গুগল ম্যাপে সার্চ করে ঘটনাস্থলটি ওই প্রদেশে অবস্থিত কোকাকোলার বোতলজাতকরণ কারখানার ঠিক বাইরেই বলে নিশ্চিত হওয়া গেছে। 

নিচে ভাইরাল হওয়া ছবি (বামে) এবং গুগল ম্যাপে পাওয়া একই স্থানের (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হলো:

Image

এএফপি বিভ্রান্তিকর দাবিসহ ছড়ানো এই ছবিটির ইংরেজিতেও ফ্যাক্ট চেক করেছে। দেখুন এখানে। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ