Hindu devotees carry chariots as they participate in the Pahchare Chariot festival in Kathmandu on April 12, 2021. (AFP / Prakash Mathema)

নেপাল নিজেদেরকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণা করেছে মর্মে ভুয়া খবর ফেসবুকে প্রচার

কপিরাইট এএফপি ২০১৭-২০২3। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।

২০২১ সালের মে মাসে ফেসবুকে বেশকিছু পোস্টে দাবি করা হয় যে, বিশ্বে প্রথমবারের মতো কোন দেশ হিসেবে নেপালকে সরকারিভাবে 'হিন্দু রাষ্ট্র' ঘোষণা করা হয়েছে। দাবিটি অসত্য; নেপাল সরকারের পক্ষ থেকে সম্প্রতি এরকম কোন ঘোষণা দেওয়া হয়নি। নেপালের সংবিধানে এখনো দেশটিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই উল্লেখ আছে।

গত ২১ মে ফেসবুকে বাংলায় করা একটি পোস্টের ক্যাপশনে লেখা হয়: ''আজ নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছে। পৃথিবীর বুকে এই প্রথম হিন্দু রাষ্ট্র।'' পোস্টটি ১১৩ বার শেয়ার হয়েছে এবং এতে দুই হাজারের বেশী রিয়েকশন পড়েছে।

ফেসবুকে একইরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এখানে

দাবিটি অসত্য।

নেপালের সংবিধানে কি আছে?

নেপাল সরকারের অফিসিয়াল ওয়েসবাইটে প্রকাশিত দেশটির সংবিধানে অনুযায়ী, ''নেপাল একটি স্বাধীন, অবিচ্ছেদ্য, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, সব জাতিগোষ্ঠির সমন্বিত, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র।''

নীচে সংবিধানের একটি স্ক্রিনশট দেওয়া হলো:

গত ৯ জুন ২০২১ তারিখে নেপাল সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেপালের সংবিধানের এই স্ক্রিনশটটি নেয়া হয়েছে এবং তাতে 'স্ট্যাট অব নেপাল' অংশটি এএফপি লাল রঙে হাইলাইট করে দেখিয়েছে

ছবি দুটো পুরনো

গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ফেসবুক পোস্টগুলোর সাথে সংযুক্ত ছবি দুটো কয়েক বছরের পুরনো।

ফেসবুক পোস্টগুলোতে ব্যবহৃত প্রথম ছবিটি ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর সংবাদ সংস্থা এসোসিয়টেড প্রেস (এপি) এর ফটোগ্রাফার সেরিং তোপগ্যাল এর তোলা। 

এপি এর ওয়েবসাইটে ছবিটির বর্ণনায় লেখা আছে: '২০১৫ সালের ২২ সেপ্টেম্বর মঙ্গলবার নেপাল সরকারের বিরুদ্ধে এবং নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে ভারতের নয়াদিল্লিতে সমাবেশে এক নারী স্লোগান দিচ্ছেন।'

নীচে ফেসবুক পোস্টের ছবি ও এপির ছবির তুলনামূলক একটি স্ক্রীনশট দেওয়া হলো:

রিভার্স ইমেজ সার্চে দ্বিতীয় ছবিটির প্রধান উতস পাওয়া না গেলেও নেপালি একটি ফেসবুক পেজের ২০১৭ সালের একটি পোস্টে ছবিটির একটি ভার্সন পাওয়া যায়। 

নীচে সাম্প্রতিক ফেসবুক পোস্টের ছবি ও ২০১৭ সালের ফেসবুকের ছবির তুলনামূলক একটি স্ক্রীনশট দেওয়া হলো:

কীওয়ার্ড সার্চেও আন্তর্জাতিক কিংবা নেপালের স্থানীয় কোন সংবাদমাধ্যমে নেপালের ধর্মনিরপেক্ষ থেকে হিন্দু রাষ্ট্রে পরিণত হওয়ার কোন সংবাদ প্রতিবেদন পাওয়া যায় নি।