
না, ফিলিস্তিনিদের জন্য রোনালদো মিলিয়ন ডলার সহায়তা দেননি
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 2 জুন 2021, 07:45
- আপডেট করা হয়েছে 2 জুন 2021, 08:22
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ১৮ মে এখানে একটি পোস্ট করা হয় যা চারশো এর উপরে শেয়ার হয়েছে।
একটি ফেসবুক পোস্টে লেখা হয়েছে- 'আসল হিরো রোনালদোর মহানুভবতা
ক্রিশ্চিয়ানো রোনালদো, ৩ বছরে ফিলিস্তিনিকে ৩ মিলিয়ন ডলার দিয়ে সহায়তা করেছে এই মানুষটি ! ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম হওয়া লাগে না। দরকার মানবতার !!'

২০২১ সালের মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাতের পটভূমিতে এই তথ্যটি অনলাইনে ছড়ানো হয়।
একইরকম আরো পোস্ট দেখুন এখানে ও এখানে।
এই দাবিটি অসত্য।
কীওয়ার্ড সার্চে দেখা যায় ২০১৪ সালেও ফেসবুকে একই তথ্য ছড়ানো হয়েছিল। একটি পোস্ট দেখুন এখানে।
বিশ্বের অন্যান্য দেশেও বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে একইরকম তথ্য ছড়িয়েছে।
এএফপি ফ্যাক্ট চেক ২০১৯ সালে ইংরেজীতে এ নিয়ে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন করে। দেখুন এখানে।
রোনালদোর ম্যানেজমেন্ট কোম্পানি জেস্টিফিউট এএফপিকে এই তথ্যটি ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়, 'রোনালদোকে নিয়ে প্রকাশিত অন্যান্য প্রতিবেদনের মত এটিও সম্পূর্ণ অসত্য।'
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ