ছবিটিতে ১০১ বছর বয়সী বৃদ্ধার কোলে তার নাতনীর মেয়েকে দেখা যাচ্ছে
- নিবন্ধটি চার বছরেরও বেশি পুরনো।
- প্রকাশিত 14 জুলাই 2021, 08:05
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Mohammad MAZED
গত ১১ জুলাই ফেসবুকে এখানে ছবিটি পোস্ট করা হয় যা আড়াই হাজারের বেশি শেয়ার হয়েছে।
বাংলা পোস্টটির ক্যাপশনে লেখা আছে: '১০১ বছর বয়সে সন্তানের জন্ম দিলেন বৃদ্ধা।'
পোস্টটির সাথে ক্যাপশনের অনুরূপ শিরোনামের একটি প্রতিবেদনের লিঙ্কও সংযুক্ত আছে। প্রতিবেদনে বলা হয়, এই নারীর নাম আনাতোলিয়া এবং তিনি ইতালির অধিবাসী। কিন্তু ইউরোপে ওভারি ট্রান্সপ্লান্ট বেআইনী হওয়ায় তিনি তুরস্কে এই বাচ্চার জন্ম দেন।
ফেসবুকে এখানে, এখানে ও এখানেও ছবিটি একইরকম দাবিসহকারে শেয়ার করা হয়।
কিন্তু দাবিটি অসত্য।
হাফিংটন পোস্টের ২০১৫ সালের ৩১ মার্চের এই প্রতিবেদন অনুযায়ী ছবির এই বৃদ্ধার নাম রোসা ক্যামফিল্ড। অ্যারিজোনার সারাহ হ্যাম তার দাদীর সাথে নিজের দুই সপ্তাহ বয়সী মেয়ে কাইলি রোল্যান্ডের এই ছবিটি ২০১৫ সালের মার্চে তোলেন।
পরবর্তীতে ছবিটি 'লাইফ অব ড্যাড' নামে একটি ফেসবুক পেজ থেকে ২০১৫ সালের ১৯ মার্চ পোস্ট করা হলে তা ভাইরাল হয়ে পড়ে। পোস্টটি প্রায় ৭৮ হাজার বার শেয়ার হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এই প্রতিবেদন অনুসারে ছবিটি তোলার কিছুদিন পর ২০১৫ সালের ৩০ মার্চ রোসা মারা যান।
পূর্বে দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়াতে ফেসবুকে একই ছবি বিভ্রান্তিকর দাবিসহ ছড়ালে এএফপি ইংরেজিতে ফ্যাক্ট চেক প্রতিবেদন করে। দেখুন এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ