ভিডিওটিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ দেখা যাচ্ছে, করোনায় মৃতদের নয়

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 13 জুলাই 2021, 06:44
  • আপডেট করা হয়েছে 13 জুলাই 2021, 06:44
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: Qadaruddin SHISHIR, এএফপি বাংলাদেশ
বেশ কিছু ফেসবুক পোস্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একটি হাসপাতালের সামনে স্ট্রেচারের ওপরে বেশ কিছু লাশের বেগ সারিবদ্ধভাবে রাখা। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, এগুলো বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের লাশের সারি। কিন্তু দাবিটি ভুয়া। প্রকৃতপক্ষে ভিডিওটিতে দেখা যাওয়া লাশগুলো ২০২১ সালের মার্চ মাসে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষদের, যা স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছিলো।

ভিডিওটি ৮ জুলাই ২০২১ তারিখে ফেসবুকে এখানে পোস্ট করা হয়েছে এবং তা ৫ হাজারের বেশি মানুষ শেয়ার করেছেন।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ''ইন্ডিয়া না! ময়মনসিংহ মেডিকেলের চিত্র এটা। এখনো সময় আছে সাবধান হোন,লাশের সাড়িতে আপনার পরিবারের কেও যোগ হওয়ার আগে।''

Image

ভিডিওর নিচে ফেসবুক ব্যবহারকারীদের অনেকে মন্তব্য করেছেন যেগুলোতে থেকে পরিষ্কার হয় যে, তারা লাশগুলোকে চলমান করোনা মহামারীর ভুক্তভোগী হিসেবে বিশ্বাস করেছেন।

একজন লিখেছেন, 'আল্লাহ, আমাদেরকে এই করোনা মাহামারী থেকে রক্ষা করো।' আরেকজনের মন্তব্য, 'করোনাভাইরাস আমাদের জন্য একটা অভিশাপ।'

একই ভিডিও ফেসবুকে এখানে, এখানেএখানে পোস্ট করা হয়েছে।

কিন্তু দাবিটি ভুয়া।

ফেসবুকে কীওয়ার্ড সার্চ করে ভাইরাল ভিডিওর মতো ফুটেজ পাওয়া গেছে যা আগে রাজশাহীর স্থানীয় একটি সংবাদমাধ্যম লাইভ সম্প্রচার করেছিলো। সংবাদমাধ্যমটির ক্যাপশন থেকে জানা যায় ভিডিওটি ২০২১ সালের ২৬ মার্চ রাজশাহীতে একটি বড় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত।

Silkcitynews.com নামের রাজশাহী ভিত্তিক ওই সংবাদমাধ্যমের ফেসবুক পেইজে ২৬ মার্চ লাইভ সম্প্রচারিত হওয়া ২৫ মিনিটের ভিডিওর ক্যাপশন ছিলো, ''রাজশাহীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে নিহত ১৭,সরাসরি মেডিকেল মর্গ থেকে।''

Image
( Qadaruddin SHISHIR)


নিচে ভাইরাল হওয়া ভিডিও এবং Silkcitynews.com এর লাইভ সম্প্রচারিত ভিডিওর তুলনামূলক স্ক্রিনশট দেয়া হলো:

Image
( Qadaruddin SHISHIR)

দেখুন ভিডিও দুটির তুলনামূলক আরেকটি স্ক্রিনশট:

Image
( Qadaruddin SHISHIR)

 

মূলধারার সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায় যে, ২৬ মার্চ রাজশাহীর কাটাখালী থানার কাছাকাছি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ১৭ জন দগ্ধ ও যখম হয়ে মারা যান। তাদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিলো।

ইংরেজি সংবাদমাধ্যম মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর রাজশাহী সংবাদদাতা বুলবুল হাবিব নিশ্চিত করেছেন ভিডিওটি রাজশাহী মেডিকেলে নেয়া সড়ক দুর্ঘটনায় নিহতদের। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এএফপি'কে বলেছেন, বিভ্রান্তিকর ভিডিওতে দেখা যাওয়া দৃশ্যটি ২৬ মার্চের সড়ক দুর্ঘটনায় নিহতদের। 

তিনি বলেন, 'আমি ওইদিন ঘটনাস্থলেই ছিলাম। নিহতদের চিহ্নিত করতে তাদের স্বজনদের জন্য লাশগুলো সারিবদ্ধভাবে হাসপাতাল প্রাঙ্গনে রাখা হয়েছিলো।'

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ