
ভিন্ন দুটি ছবি এডিট করে এই ছবিটি বানানো হয়েছে
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 9 ফেব্রুয়ারি 2022, 14:06
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ছবিটি গত ২১ জানুয়ারি ফেসবুকে এখানে শেয়ার করা হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে স্থাপিত দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম টানেল।”
সর্বশেষ জানুয়ারীর ১৮ তারিখ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামে একটি টানেল বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে।
চীনের অর্থায়নে নির্মিতব্য দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশের দাবীকৃত টানেলটির কাজ ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।
ছবিটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
পোস্টগুলোতে ফেসবুক ব্যবহারকারীদের অনেককে ছবিটি বাস্তব মনে করে মন্তব্য করতে দেখা যায়।
একজন লিখেছেন, 'অভিনন্দন', আরেকজন লিখেছেন, 'শুভ কামনা।'
ছবিটি প্রকৃতপক্ষে ডিজিটাল পদ্ধতিতে তৈরি।
জার্মানির টানেল
রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ছবিটির নীচের অংশটি অনলাইন লাইব্রেরী উইকিমিডিয়া কমন্সে ২০০৬ সালের ৮ জুন কে. জাহনের সৌজন্যে প্রকাশিত হয়। পেজটির বর্ণনানুযায়ী এটি জার্মানির লিওনবার্গের এঞ্জেলবার্গ বেস টানেলের ছবি।
উইকিমিডিয়া কমন্স হলো বিনামূল্যে ছবি, অডিও ও অন্যান্য মিডিয়া প্রকাশের জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প।
একই ছবি অনলাইন ডেটাবেস স্ট্রাকচারা ডট নেট এবং সুইজারল্যান্ডের আমবার্গ ইঞ্জিনিয়ারিং কোম্পানীর অফিসিয়াল ওয়েবসাইটে এঞ্জেলবার্গ বেস টানেলের বর্ণনা দিয়ে প্রকাশিত হয়।
নীচে এডিট করা ছবি (বামে) এবং ২০০৬ সালে উইকিমিডিয়ায় প্রকাশিত ছবির (ডানে) তুলনামূলক স্ক্রীনশট দেওয়া হলো:

নদীর ছবি
সার্চ ইঞ্জিন ইয়ানডেক্সে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ছবিটির উপরের অংশ অনলাইন ট্র্যাভেল ওয়েবসাইট ট্রিপঅ্যাডভাইজরে ২০১৯ সালের জুন মাসে বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর রিভিউ দিতে এক বাংলাদেশি ব্যবহারকারী আপলোড করেন।

পোস্টটির শিরোনাম ছিল: “বাংলাদেশের লাইফ লাইন নদী।”
পোস্টটির একাংশে লেখা রয়েছে, “কর্ণফুলী নদী ভারতের মিজোরাম রাজ্যের মামিথ জেলার সাইথ গ্রাম থেকে উৎপত্তি। পর্বত ও স্থানীয় লোকালয় পেরিয়ে অবশেষে তা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে।”
কর্ণফুলী বাংলাদেশে চট্টগ্রাম অঞ্চলের প্রধান নদী এবং এর তীরে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর অবস্থিত।
নীচে এডিট করা ছবি (বামে) এবং ২০১৯ সালে ট্রিপঅ্যাডভাইজরে প্রকাশিত ছবির (ডানে) তুলনামূলক স্ক্রীনশট দেওয়া হলো:

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ