এক শিল্পীর আঁকা নয়াদিল্লী রেলওয়ে স্টেশনের সংস্কার কাজের পরিকল্পনার ছবি এটি

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 5 ডিসেম্বর 2021, 10:48
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি উত্তর ভারতের অযোধ্যার রেলওয়ে স্টেশনের ডিজাইনের ছবি। দাবিটি অসত্য; ছবিটি মূলত ২০০৯ সাল থেকেই অনলাইনে পাওয়া যায় এবং এটি একজন শিল্পীর চোখে ভারতের নয়াদিল্লী রেলওয়ে স্টেশনের সংস্কার কাজের পরিকল্পনার ছবি। 

গত ৬ অক্টোবর ফেসবুকে এখানে ছবিটি শেয়ার করা হয়। 

Image
( Mohammad MAZED)

ছবির সাথে বাংলা ক্যাপশনে লেখা রয়েছে. "অযোধ্যা রেল স্টেশন এর ডিজাইন।"

অযোধ্যা ভারতের উত্তর প্রদেশের একটি শহর। 

ছবিটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়। 

দাবিটি অসত্য। 

ইয়ানডেক্স রিভার্স ইমেজ সার্চে দেখা যায় যে ছবিটি ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারী হিন্দুস্তান পত্রিকার একটি প্রতিবেদনে প্রকাশিত হয়। 

প্রতিবেদনটিতে নয়াদিল্লী রেলওয়ে স্টেশনের সংস্কার কাজের একটি পরিকল্পনা বিবৃত করা হয়েছে। 

এর হিন্দী শিরোনাম ছিল এরকম, "নয়াদিল্লী রেলওয়ে স্টেশন সংস্কারের পরিকল্পনা, বিমানবন্দরের সাথে আগমন ও বহির্গমন সুবিধা সংযুক্ত থাকবে।"

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও হিন্দুস্তান পত্রিকার প্রতিবেদনের ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

সংস্কার পরিকল্পনা 

কীওয়ার্ড সার্চে দেখা যায় একই ছবি ভারতের রেল মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনেও প্রকাশিত হয়। 

প্রতিবেদনটির শিরোনাম ছিল, "ভারতীয় রেলওয়ের ভিশন ২০২০।"

প্রতিবেদনটিতে বলা হয় যে ভারতের রেলওয়ে মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ভারত রেলওয়ে নয়াদিল্লী ও মুম্বাইয়ে কয়েকটি রেলওয়ে স্টেশন সংস্কার করার পরিকল্পনা করছে। 

কর্তৃপক্ষের বরাতে বলা হয় যে ১.৮ বিলিয়ন ডলার বাজেটের নয়াদিল্লী স্টেশনের সংস্কার কাজ ২০২২ সালে শুরু করার কথা রয়েছে। 

এক শিল্পীর পরিকল্পনা

অপর এক কীওয়ার্ড সার্চে দেখা যায় একই ছবি ব্রিটিশ কোম্পানী অরূপের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। 

এবছরের ৩০ সেপ্টেম্বর অরূপ এএফপিকে বলে যে ছবিটি নয়াদিল্লী রেলওয়ে স্টেশনের সংস্কার কাজের একটি নকশার, তবে নকশাটি এখন আর সংস্কার প্রকল্পটিতে নেই। 

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও অরূপের ওয়েবসাইটে প্রকাশিত ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

অযোধ্যা রেলওয়ে স্টেশন

২০২১ সালের ১৩ আগস্ট প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী অযোধ্যা রেলওয়ে স্টেশনের সংস্কার উন্নয়ন কাজ ২০২২ সালের মার্চের মধ্যে শেষ হওয়ার কথা। 

রেলওয়ে মন্ত্রণালয় কর্তৃক ইউটিউবে প্রকাশিত এই ভিডিওতে এক শিল্পীর হাতে আঁকা অযোধ্যা রেলওয়ে স্টেশনের উন্নয়ন কাজের পরিকল্পনার নকশা দেখা যায়। ভিডিওটি ২০২০ সালের ৫ আগস্ট আপলোড করা হয়। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ