আমাদের টিম
এএফপি ফ্যাক্ট চেক
বৈশ্বিক ঘটনাবলীর নির্ভুল, সামঞ্জস্যপূর্ণ ও নিরপেক্ষ কাভারেজকে মূল লক্ষ্য হিসেবে নিয়ে কাজ করা বহুভাষী ও বহুসাংস্কৃতিক সংবাদ সংস্থা এএফপি'র একটি বিভাগ হলো এএফপি ফ্যাক্ট চেক।
২০১৭ সালে ফ্রান্সের নির্বাচনকে সামনে রেখে পুরস্কার বিজয়ী সহযোগীতা প্রকল্প ক্রসচেকের সাফল্য ও অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে অনলাইনে মিসইনফরমেশন (ভুল তথ্য) ও ডিসইনফরমেশনের (অপতথ্য) মোকাবেলায় েস বছরই এএফপি একটি ফ্যাক্ট চেকিং ও ডিজিটাল ইনভেস্টিগেশন টিম তৈরী করে।
যাত্রা থেকে শুরু করে এখন পর্যন্ত বেশকিছু দেশের শতাধিক সাংবাদিককে নিয়ে এএফপি ফ্যাক্ট চেক বিশ্বের প্রধান ফ্যাক্ট চেকিং সংস্থা হিসেবে পরিণত হয়েছে।
এএফপি সাংবাদিকরা ২৪ টি ভাষায় অনলাইন কন্টেন্ট মনিটর করেন এবং এএফপি'র স্থানীয় অফিসের সাথে মিলে প্রত্যেক দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে সামনে রেখে গভীর ও নির্ভুল কাভারেজ নিশ্চিত করে থাকে। আমরা আরবি, বাহাসা ইন্দোনেশিয়া, বাহাসা মালয়েশিয়া, বাংলা, বুলগেরিয়ান, বার্মিজ, কাতালান, চেক, ইংরেজি, ফিনিশ, ফ্রেঞ্চ, জার্মান, গ্রীক, হিন্দি, হাঙ্গেরিয়ান, কোরিয়ান, পোলিশ, পর্তুগিজ, রোমানিয়ান, সার্বিয়ান, স্লোভাক, স্প্যানিশ এবং থাই ভাষায় ফ্যাক্ট চেকিং করি। প্রতিবেদনগুলো আঞ্চলিক কেন্দ্রগুলো থেকে সম্পাদনা করা হয় এবং এএফপি'র প্যারিস হেডকোয়ার্টার থেকে বৈশ্বিক টিম পরিচালিত হয়
আমাদের স্টাফবৃন্দ
বৈশ্বিক টিম
ফিল চেটউইন্ড, গ্লোবাল নিউজ ডিরেক্টর, ফ্রান্স
এএফপি'র এডিটরিয়াল নীতি এবং সংস্থাটির ১,৭০০ সাংবাদিকের সার্বিক দায়িত্ব ফিল চেটউইন্ডের। ১৯৯৬ সালে এএফপি'তে যোগ দেয়ার পর থেকে তিনি ২০ টি দেশ থেকে রিপোর্টিং করেছেন এবং গ্লোবাল এডিটর ইন চিফ ও এশিয়া প্যাসিফিকের চিফ এডিটরের মতো দায়িত্ব পালন করেছেন।
গ্রেগরি লেমারচাঁদ, হেড অব ডিজিটাল ইনভেস্টিগেশনস, ডেপুটি গ্লোবাল এডিটর ইন চিফ, ফ্রান্স
গ্রেগরি লেমারচাঁদ ২০১৭ সাল থেকে বৈশ্বিক ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে এবং ২০১২ সাল থেকে সংস্থাটির সোশ্যাল মিডিয়া পলিসির নেতৃত্ব দিচ্ছেন।
সোফি নিকোলসন, ডিজিটাল ইনভেস্টিগেশনস ডেপুটি এডিটর ইন চিফ, ফ্রান্স
সোফি নিকোলসন বিশ্বব্যাপী বিস্তৃত ডিজিটাল ইনভেস্টিগেশন টিম পরিচালনা করে থাকেন এবং এএফপি'র অনলাইন ট্রেইনিং প্ল্যাটফর্ম ও ভিডিও সিরিজের উন্নয়নে কাজ করেন। এর আগে সোফি মেক্সিকোতে করাসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন। তিনি লন্ডনে বিবিসির রেডিও ও টেলিভিশনে তার ক্যারিয়ার শুরু করেন।
জুলি চারপেন্ট্রাট, ডিজিটাল ইনভেস্টিগেশনস ডেপুটি এডিটর ইন চিফ, ফ্রান্স
জুলি চারপেন্ট্রাট দুই বছরের বেশি সময় স্বাস্থ্য বিষয়ক মিসইনফরমেশন এবং কোভিড মহামারি নিয়ে রিপোর্টিং করার পর ২০২২ সালে ডিজিটাল ইনভেস্টিগেশনের ডেপুটি এডিটর ইন চিফ মনোনীত হন। তিনি এএফপি'র হয়ে বিজনেস, ইকোনমি, এমপ্লয়মেন্ট ও ফ্যামিলির মতো বিভিন্ন বিট কাভার করেছেন। তিনি স্যান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্কে করাসপন্ডেন্ট ও ভিডিও সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
ইলোডি মার্টিনেজ, গ্লোবাল ডিজিটাল ইনভেস্টিগেশনস ট্রেইনিং কোঅর্ডিনেটর, ফ্রান্স
ইলোডি মার্টিনেজ ২০২২ সালে গ্লোবাল ডিজিটাল ইনভেস্টিগেশনস ট্রেইনিং কোঅর্ডিনেটর নিযুক্ত হন। এর আগে তিনি ল্যাটিন আমেরিকা ও স্পেন এর ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের হেড হিসেবে কাজ করেছেন এবং তার আগে এএফপি'র স্প্যানিশ অনলাইন সংবাদ ও সোশ্যাল মিডিয়ার প্রধান ছিলেন।
ন্যাটালি হ্যান্ডেল, ডিজিটাল ইনভেস্টিগেশনস ভিডিও কোঅর্ডিনেটর, ফ্রান্স
ন্যাটালি হ্যান্ডেল ডিজিটাল ইনভেস্টিগেশনের ভিডিও প্রোডাকশন দেখাশোনা করেন। তিনি ২০০৯ সালে এএফপি'তে যোগ দেন। প্রথমে ভিডিও প্রতিবেদক হিসেবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে এবং পরবর্তীতে বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ বিটে টেক্সট রিপোর্টিং করেন। তিনি ২০২১ সালে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেন।
মিরিয়াম অ্যাডাম, ডিজিটাল ইনভেস্টিগেশনস ভিডিও সাংবাদিত, ফ্রান্স
মিরিয়াম অ্যাডাম একজন নিউজ ভিডিও এডিটর ও রিপোর্টার, যিনি কোভিড-১৯ এবং হলুদ শার্ট আন্দোলনের মতো ঘটনা কাভার করেছেন। তিনি নিকোশিয়া থেকে মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকা কাভার করেছেন।
জ্যাকুলিন পিয়েতশ, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার, ডিজিটাল ইনভেস্টিগেশনস, ফ্রান্স
জ্যাকুলিন পিয়েতশ ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের টেকনিক্যাল ডেভেলপমেন্ট তত্ত্বাবধান করেন। ১৯৯৬ সালে এএফপি'তে যোগ দেয়ার পর তিনি এএফপি'র ইংরেজি টিভি প্রোডাকশনের প্রধান, নেদারল্যান্ড করাসপন্ডেন্ট এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ভিডিও সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
ডেনিস টেইসু, এএফপি মিডিয়াল্যাব ম্যানেজার, ফ্রান্স
ডেনিস টেইসু ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে হরাইজন প্রজেক্টের ইনোভেশন ম্যানেজার এবং ইউরোপিয়ান ইউনিয়নের ইনভিড (২০১৬-২০১৮) ও উইভেরিফাই (২০১৮-২০২১) প্রজেক্টের ফলাফল ইনভিড-উইভেরিফাই নামক ভেরিফিকেশন প্লাগইনের প্রতিষ্ঠাতা।
বার্ট্রান্ড গুপিল, সলিউশন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, এএফপি মিডিয়াল্যাব, ফ্রান্স
বার্ট্রান্ড গুপিল ইনভিড-উইভেরিফাই নামক ভেরিফিকেশন প্লাগইনের প্রধান টেকনিক্যাল লিড। তিনি এএফপি মিডিয়াল্যাবের অধীনে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বিভিন্ন প্রকল্পে কাজ করছেন এবং বিশ্বব্যাপী ফ্যাক্ট চেকারদের জন্য বিভিন্ন টুলস তৈরীতে কাজ করছেন।
এশিয়া প্যাসিফিক
যদিও আমরা চেষ্টা করি আমাদের স্টাফদের ব্যাপারে সর্বোচ্চ স্বচ্ছ থাকার তবে এটাও সত্য যে কিছু দেশ ও পরিবেশে সাংবাদিকতা অনেক বেশি প্রতিকূল অবস্থার সম্মুখীন। এজন্য নিরাপত্তার স্বার্থে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমাদের কিছু সাংবাদিকের নাম প্রকাশ করতে আমরা অপারগ।
রেচেল ব্লান্ডি, হেড অব ডিজিটাল ইনভেস্টিগেশসনস ফর এশিয়া প্যাসিফিক, হংকং
রেচেল ব্লান্ডি হংকং থেকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিজিটাল ভেরিফিকেশন টিমের প্রধান। লন্ডনে বড় হওয়া ব্লান্ডি হংকংয়ে স্থানান্তর হওয়ার আগে যুক্তরাজ্যে বিভিন্ন সংবাদপত্রে রিপোর্টিং এবং ডিজিটাল প্রোডাকশনে কাজ করেছেন।
শার্লট ম্যাসন, ডেপুটি হেড অব ডিজিটাল ইনভেস্টিগেশসনস ফর এশিয়া প্যাসিফিক, হংকং
শার্লট ম্যাসন হংকং ভিত্তিক এশিয়া প্যাসিফিক টিমের পরিচালনায় সহযোগিতা করেন। ২০১৮ সালে তিনি এএফপিতে প্যারিসে একজন রিপোর্টার এবং সম্পাদক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে আফ্রিকা, ইউরোপ ও উত্তর আমেরিকায় ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করেন। এর আগে তিনি যুক্তরাজ্য ও ফ্রান্সে বিভিন্ন সংবাদমাধ্যমে লিখেছেন।
সোফিয়া জু, ডিজিটাল ট্রেইনিং ম্যানেজার ফর এশিয়া প্যাসিফিক, হংকং
সোফিয়া জু এশিয়া প্যাসিফিকে এএফপি'র ডিজিটাল জার্নালিজম প্রশিক্ষণের তত্ত্বাবধান করন। তিনি ২০২০ সালে এএফপি'তে একজন ডিজিটাল ইনভেস্টিগেশন এডিটর হিসেবে যোগ দেন। তিনি এশিয়ায় শত শত সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় ছাত্রকে ডিজিটাল জার্নালিজম প্রশিক্ষণ দিয়েছেন।
জেইক সোরিয়ানো, এডিটর, ফিলিপাইন
জেইক সোরিয়ানো এশিয়া প্যাসিফিক টিমের একজন সম্পাদক। তিনি ২০১৯ সালে ডিজিটাল ভেরিফিকেশন রিপোর্টার হিসেবে এএফপির ম্যানিলা ব্যুরোতে যোগ দেন। এর আগে তিনি ফিলিপাইনে কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রকল্পে কাজ করেছেন।
জেফ লি, এডিটর, হংকং
জেফ লি এশিয়া প্যাসিফিক টিমের একজন সম্পাদক। ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি বিবিসিতে হংকং এবং চীনের সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।
নাত্তাকর্ন প্লোড্ডি, এডিটর, থাইল্যান্ড
নাত্তাকর্ন প্লোড্ডি থাই ভাষার সম্পাদক এবং তিনি এএফপি'র ডিজিটাল ইনভেস্টিগেশন কর্মশালায়ও অংম নেন। ২০১৯ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি একজন সংবাদ উপস্থাপক ছিলেন।
কদরুদ্দীন শিশির, এডিটর, বাংলাদেশ
কদরুদ্দীন শিশির বাংলা ভাষার সম্পাদক। এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে সম্পাদক হিসেবে কাজ করেছেন।
রিচার্ড পাইন, এডিটর, হংকং
রিচার্ড পাইন এশিয়া প্যাসিফিক টিমের একজন সম্পাদক। ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি রেডিও টেলিভিশন হংকংয়ে রিপোর্টার, উপস্থাপক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন।
সি থু তুন, এডিটর, থাইল্যান্ড
সি থু তুন বার্মিজ ভাষার ডিজিটাল ইনভেস্টিগেশনের দেখাশোনা করেন। ২০২০ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি বেইজিংয়ে ভিডিও সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া এডিটর হিসেবে কাজ করেছেন।
সুমিত দুবে, এডিটর, ভারত
সুমিত দুবে নয়াদিল্লী ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের সম্পাদক। ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি ভারতীয় সংবাদমাধ্যমে কাজ করেছেন।
তেজুন কাং, এডিটর, দক্ষিণ কোরিয়া
তেজুন কাং দক্ষিণ কোরিয়া ভিত্তিক একজন ডিজিটাল ইনভেস্টিগেশন সম্পাদক। এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি হংকংয়ে বিবিসি মনিটরিং এবং ফাইন্যান্সিয়াল টাইমসে সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
ইয়েনি কোওক, এডিটর, হংকং
ইয়েনি কোওক ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের তত্ত্বাবধান করেন। এর আগে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাংবাদিক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন।
জো লো, এডিটর, হংকং
জো লো এশিয়া প্যাসিফিক টিমের একজন সম্পাদক। ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি সাউথ চায়না মর্নিং পোস্টে সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।
অনুরাধা প্রাসাদ, রিপোর্টার, ভারত
অনুরাধা প্রাসাদ ভারতে ছড়ানো মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ইংরেজি ও হিন্দিতে রিপোর্ট করেন। এর আগে তিনি ভারতীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান অল্ট নিউজে কাজ করেছেন।
অ্যারা ইউজেনিও, রিপোর্টার, ফিলিপাইন
অ্যারা ইউজেনিও ফিলিপাইনের ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। এর আগে তিনি সামিট মিডিয়াতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন।
ক্লারা আইপি, রিপোর্টার, হংকং
ক্লারা আইপি চীন, হংকং ও ফিলিপাইন কাভার করা একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। তিনি ২০২০ সালে এএফপি'তে যোগ দেন।
দেবেশ মিশ্রা, রিপোর্টার, ভারত
দেবেশ মিশ্রা ভারতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রিপোর্ট করেন। এএফপি'তে যোগ দেযার আগে তিনি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম লাইভে দিল্লীতে কাজ করেন এবং গুগল নিউজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম ফ্যাক্টশালায় একজন প্রশিক্ষক হিসেবে কাজ করেন।
এই এই স্যান, রিপোর্টার, হংকং
এই এই স্যান বার্মিজ ভাষায় মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রিপোর্ট করেন। ২০২১ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি হংকং বিশ্ববিদ্যাণলয়ে রিসার্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন।
ফেইথ ব্রাউন, রিপোর্টার, ফিলিপাইন
ফেইথ ব্রাউন ফিলিপাইনে একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি জাপানি টেলিভিশন এনএইচকে এর ম্যানিলা সংবাদদাতা হিসেবে কাজ করেন।
গেমা হোলিয়ানি কাহয়া, রিপোর্টার, ইন্দোনেশিয়া
গেমা হোলিয়ানি কাহয়া জাকার্তা ভিত্তিক একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি দ্য গার্ডিয়ান, লস এঞ্জেলেস টাইমস ও জাকার্তা পোস্টের হয়ে কাজ করেন।
জনি লিউ, রিপোর্টার, অস্ট্রেলিয়া
জনি লিউ সিডনী ভিত্তিক একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। ২০১৯ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ওয়েবসাইট ম্যাশেবল ও অস্ট্রেলিয়ান টেলিভিশন নেটওয়ার্ক টেনের হয়ে কাজ করেন।
কেট তান, রিপোর্টার, অস্ট্রেলিয়া
কেট তান সিডনী ভিত্তিক একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। তিনি স্টোরিফুল থেকে এএফপি'তে যোগ দেন, তার আগে তিনি বেইজিংয়ে টেনিস সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।
লাকনা পারানামান্না, রিপোর্টার, শ্রীলংকা
লাকনা পারানামান্না কলম্বোতে একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। ২০১৯ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি শ্রীলংকার ডেইলি মিরর এবং অন্যান্য মাধ্যমে কাজ করেছেন।
লুসিল সোদিপ, রিপোর্টার, ফিলিপাইন
লুসিল সোদিপ ফিলিপাইন থেকে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রিপোর্ট করেন। ২০২০ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন টেলিভিশনে কাজ করেছেন। তিনি ফিলিপাইনের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ভেরা ফাইলসেও কাজ করেছেন।
লিন ম্যাট, রিপোর্টার, থাইল্যান্ড
লিন ম্যাট বার্মিজ ভাষায় মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রিপোর্ট করেন। তিনি মিয়ানমারের প্রথম ইনভেস্টিগেটিভ ম্যাগাজিন মাওকুনসহ কয়েকটি মাধ্যমে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও ফিচার লেখক হিসেবে কাজ করেন।
মাসরুর গিলানি, রিপোর্টার, পাকিস্তান
মাসরুর গিলানি এএফপি পাকিস্তানে ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার হিসেবে যোগ দেয়ার আগে এএফপি'র করাসপন্ডেন্ট হিসেবে ২০০৩ সালে যোগ দেন। তার আগে তিনি পাকিস্তানে এসোসিয়েটেড প্রেস (এপি) ও দ্য মুসলিম নিউজপেপারে কাজ করেন।
মুহাম্মদ আলী মাজেদ, রিপোর্টার, বাংলাদেশ
মুহাম্মদ আলী মাজেদ ঢাকায় একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। পূর্বে তিনি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম লাইভে কাজ করেছেন এবং অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া লিটারাসি এর উপর প্রশিক্ষন দিয়েছেন।
মোসেস অমপুসুঙ্গু, রিপোর্টার, ইন্দোনেশিয়া
মোসেস অমপুসুঙ্গু ইন্দোনেশিয়া থেকে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রিপোর্ট করেন। ২০১৮ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি জাকার্তা পোস্টে রাজনীতি ও পরিবেশ নিয়ে রিপোর্ট করেন।
পানিসা এমোচা, রিপোর্টার, থাইল্যান্ড
পানিসা এমোচা থাইল্যান্ড থেকে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রিপোর্ট করেন। ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ব্যবসা ও রাজনীতি কাভার করেন।
সাফরিন লা বাতু, রিপোর্টার, ইন্দোনেশিয়া
সাফরিন লা বাতু ইন্দোনেশিয়া থেকে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রিপোর্ট করেন। ২০১৯ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি জাকার্তা পোস্টে অনুসন্ধানি সাংবাদিক হিসেবে কাজ করেন।
শিম কু সেউক, রিপোর্টার, দক্ষিণ কোরিয়া
শিম কু সেউক দক্ষিণ কোরিয়া থেকে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রিপোর্ট করেন।২০২১ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি কোরিয়া জুংআং ডেইলি তে উত্তর ও দক্ষিণ অভ্যন্তরীন রাজনীতি নিয়ে কাজ করেন।
উজায়ের রিজভী, রিপোর্টার, ভারত
উজায়ের রিজভী নয়াদিল্লী ভিত্তিক একজন ডিজিটাল ইনভেস্টিগেটিভ রিপোর্টার। ২০১৮ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি হিন্দুস্তান টাইমসে মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কাজ করেন। এর আগে তিনি থমসন রয়টার্স ফাউন্ডেশনের ফেলো হিসেবে কাজ করেছেন।
ওয়াসি আনজুম মির্জা, রিপোর্টার, হংকং
ওয়াসি আনজুম মির্জা পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রিপোর্ট করেন।
আফ্রিকা
যদিও আমরা চেষ্টা করি আমাদের স্টাফদের ব্যাপারে সর্বোচ্চ স্বচ্ছ থাকার তবে এটাও সত্য যে কিছু দেশ ও পরিবেশে সাংবাদিকতা অনেক বেশি প্রতিকূল অবস্থার সম্মুখীন। এজন্য নিরাপত্তার স্বার্থে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমাদের কিছু সাংবাদিকের নাম প্রকাশ করতে আমরা অপারগ।
নিনা লামপারস্কি, হেড অব ডিজিটাল ইনভস্টিগেশন ফর আফ্রিকা, ফ্রান্স
নিনা লামপারস্কি আফ্রিকা ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের প্রধান। ২০১৫ সালে তিনি ভিয়েনা থেকে পূর্ব ও মধ্য ইউরোপ কাভার করতে এএফপিতে যোগ দেন, এবং তার আগে বিবিসির লন্ডনভিত্তিক ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে কাজ করেন। সংবাদপত্র এবং রেডিওতে কাজের পাশাপাশি তিনি সিডনি, নম পেন, লন্ডন এবং ব্রাসেলসেও কাজ করেছেন।
গল ফরে, ডেপুটি হেড অব ডিজিটাল ইনভস্টিগেশন ফর আফ্রিকা, ফ্রান্স
গল ফরে ২০২০ সাল থেকে ডিজিটাল ইনভস্টিগেশন ফর আফ্রিকার ডেপুটি প্রধান। এর আগে তিনি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে রিপোর্টিং ও এডিটিংয়ে কাজ করেছেন।
ব্রেট হর্নার, সিনিয়র আফ্রিকা এডিটর, দক্ষিণ আফ্রিকা
ব্রেট হর্নার ২০১৯ সালে এএফপি'তে যোগ দেন এবং তিনি এএফপি'র প্যান-আফ্রিকান ডিজিটাল ইনভেস্টিগেশন পরিচালনায় সহায়তা করেন। ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই সাংবাদিক দক্ষিণ আফ্রিকায় দুটি আঞ্চলিক সংবাদপত্র ও ওয়েবসাইটের এডিটর ইন চিফ হিসেবে কাজ করেছেন।
সেলিয়া লেবুর, এডিটর, ফ্রান্স
সেলিয়া লেবুর ২০২২ সালে আফ্রিকার ফ্রেঞ্চভাষী দেশগুলোর এডিটর হিসেবে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেন। তিনি ২০১২ সালে এএফপি তে সংবাদদাতা হিসেবে যোগ দেন এবং গ্যাবন ও নাইজেরিয়া সহ মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশসমূহ হতে রিপোর্ট করেন।
ফিকায়ো ওয়োই, রিপোর্টার, নাইজেরিয়া
ফিকায়ো ওয়োই নাইজেরিয়া থেকে মিসিইনফরমেশ ও ডিসইনফরমেশন নিয়ে রিপোর্ট করেন। এর আগে তিনি নাইজেরিয়ায় রয়টার্সের রিপোর্টার হিসেবে অর্থনীতি, পরিবেশ ও সরকারী নীতিমালা কাভার করেছেন। তিনি দ্য ক্যাবল নামক অনলাইন নিউজপেপারে বিজনেস ডেস্কেরও প্রধান ছিলেন।
জেমস ওকোঙ্গ'ও, রিপোর্টার, দক্ষিণ আফ্রিকা
জোহানেসবার্গ থেকে আফ্রিকার ইংরেজিভাষী দেশগুলো নিয়ে জেমস ওকোঙ্গ'ও রিপোর্ট করেন। এর আগে তিনি আফ্রিকার সর্ববৃহৎ ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পেসাচেকে এবং লেখক ও কন্টেন্ট নির্মাতা হিসেবে জোহানিতার ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স এবং ইকো নেটওয়ার্ক আফ্রিকায় কাজ করেছেন।
ম্যারিন লেফাভর, রিপোর্টার, ফ্রান্স
ম্যারিন লেফাভর ফ্রেঞ্চভাষী সাব-সাহারান আফ্রিকান দেশগুলোতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ে কাজ করেন। ২০১৯ সালের গুগল নিউজ ইনিশিয়েটিভ ফেলোশিপ বিজয়ী এই সাংবাদিক ফ্রান্স ও যুক্তরাজ্যে ফ্রেঞ্চ ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করেছেন।
ম্যারি কুলুন্ডু, রিপোর্টার, কেনিয়া
ম্যারি কুলুন্ডু পূর্ব আফ্রিকান দেশসমূহে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন কাভার বরেন। কেনিয়ার শীর্ষ নিউজ ওয়েবসাইটে কাজ করা এই সাংবাদিক ডিজিটাল সাংবাদিকতার উপর মাস্টার্স করেছেন এবং কেনিয়ান নিউজরুমগুলোতে ব্রেকিং নিউজের সময় কিভাবে মিসইনফরমেশন ছড়ায় সেটার উপর গবেষণা করেছেন।
মনিক এনগো মায়াগ, রিপোর্টার, সেনেগাল
মনিক এনগো মায়াগ ২০১৯ সাল থেকে এএফপি'তে গ্যাবন ও সেনেগালের মিসইনফরমেশন ও ডিসইনফরমেশস কাভার করছেন। এর আগে তিনি ক্যামেরুনের প্রাইভেট মিডিয়ায় প্রায় ১০ বছর সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।
সুই কাহোফি, রিপোর্টার, আভরি কোস্ট
সুই কাহোফি এএফপি'র আবিদজান ব্যুরো তে ২০২২ সালে যোগ দেন। তিনি আইভরি কোস্ট ও আফ্রিকায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রায় দুুই দশক ধরে কাজ করছেন। বিবিসি আফ্রিকার সাবেক এই মাল্টিমিডিয়া সাংবাদিক ২০১৬ সাল থেকে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশস নিয়ে কাজ শুরু করেন।
টেন্ডাই দুবে, রিপোর্টার, দক্ষিণ আফ্রিকা
টেন্ডাই দুবে ২০১৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন কাভার করছেন। এর আগে তিনি সিএনবিসি ও রয়টার্সে কাজ করেছেন।
টোনিয়ে বাকারে, রিপোর্টার, নাইজেরিয়া
টোনিয়ে বাকারে নাইজেরিয়া থেকে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন কাভার করছেন। ডেটা জার্নালিজমের সিগমা অ্যাওয়ার্ড জয়ী এই সাংবাদিক দ্য গার্ডিয়ান নাইজেরিয়া থেকে এএফপি'তে যোগ দেন। এছাড়াও তিনি বিজনেস আই তে কাজ করেছেন।
ইউরোপ
ব্রনওয়েন রবার্টস, হেড অব ডিজিটাল ইনভেস্টগেশনস ফর ইউরোপ, ফ্রান্স
ইউরোপ দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রনওয়েন রবার্টস। ১৯৯৮ সালে এএফপি-তে যোগদানের পর থেকে তিনি দক্ষিণ আফ্রিকা, হংকং, প্যারিস এবং আফগানিস্তান সহ বিভিন্ন দেশে সাংবাদিক, সম্পাদক এবং ব্যুরো প্রধান ছিলেন। তিনি ২০২০ সালে ডিজিটাল ইনভেস্টগেশন টিমে যোগ দেন।
জুলিয়েট মন্টেস, ডেপুটি হেড অফ ডিজিটাল ইনভেস্টিগেশনস ফর ইউরোপ, যুক্তরাজ্য
জুলিয়েট মন্টেস ইউরোপ দলের ডেপুটি হেড। ২০১০ সাল থেকে এএফপি-র একজন সাংবাদিক। ২০২০ সালে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেয়ার আগে তিনি প্যারিসের কোর্ট রিপোর্টার এবং প্যারিসের একটি শহরতলি সংবাদদাতা ছিলেন।
এস্তেল পেয়ার্দ, এডিটর, ফ্রান্স
এস্তেল পেয়ার্দ ২০১০ সাল থেকে এএফপি'তে কাজ করেছেন। ২০২১ সালে ইউরোপ ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে সম্পাদক হিসাবে যোগদানের আগে তিনি জার্মানিতে অর্থনীতি, ফ্রান্সের সামাজিক দ্বন্দ্ব রিপোর্টার এবং বার্তা সম্পাদক হিসেবে কাভার করেছেন।
ইভা ওয়াকেনরেউথার, এডিটর, অস্ট্রিয়া
ইভা ওয়াকেনরেউথার জার্মান ভাষায় কাভার করেন৷ ২০২০ সালে এএফপি'তে যোগ দেওয়ার আগে তিনি একজন রিপোর্টার হিসাবে কাজ করেন এবং একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠা করেন।
জাস্তিন্দর খেরা, এডিটর, অস্ট্রিয়া
জস্তিন্দর খেরা ভিয়েনা ভিত্তিক ইউরোপ দলের একজন সম্পাদক, পূর্বে এএফপি এর টেক্সট সার্ভিসে সেখানে কাজ করেছেন। ২০১৮ সালে এএফপি'তে যোগদানের আগে, তিনি বিবিসিতে কিছু রেডিও নিউজ প্রোগ্রামের প্রধান এবং বিবিসি ওয়ার্ল্ড টিভিতে প্রযোজক হিসেবে কাজ করেন।
লরা ম্যানারিং, এডিটর, স্পেন
লরা ম্যানারিং ২০২১ সাল থেকে ইউরোপ দলের সম্পাদক হিসাবে কাজ করেছেন। তিনি ২০১২ সালে এশিয়া প্যাসিফিক নিউজ ডেস্কের একজন সম্পাদক হিসাবে এএফপি'তে যোগ দেন এবং পরে চার বছর হংকং এবং তাইওয়ানের ব্যুরো প্রধান ছিলেন। তিনি পূর্বে যুক্তরাজ্যে সংবাদপত্র এবং ম্যাগাজিনের জন্য কাজ করেছেন।
স্যালি মেয়ার্স, এডিটর, স্পেন
স্যালি মেয়ার্স ২০১৬ সালে এএফপি'তে ইউরোপ টিমের একজন সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন এবং ইএফসিএসএন এর গভর্নেন্স বডির সদস্য। তিনি এর আগে এএফপির ওয়েস্টার্ন বলকান ব্যুরোর ডেপুটি চিফ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সংবাদদাতা ছিলেন।
সাইমন মরগান, এডিটর, ফ্রান্স
সাইমন মরগান ইউরোপ টিমের একজন সম্পাদক। তিনি ১৯৯৮ সালে এএফপি'তে যোগ দেন এবং ফ্রাঙ্কফুর্ট এবং ভিয়েনায় রিপোর্টার হিসেবে কাজ করেন। তিনি ২০১৭ সালে প্যারিস সদর দফতরের ইংরেজি সম্পাদনা ডেস্কে চলে যান এবং ২০২২ সালে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগদান করেন।
আনা হোলিংসওয়ার্থ, রিপোর্টার, ফিনল্যান্ড
আনা হোলিংসওয়ার্থ ফিনল্যান্ড থেকে রিপোর্ট করেন। ২০২২ সালে এএফপি'তে যোগদানের আগে তিনি লন্ডনের দ্য টাইমস এবং সানডে টাইমস-এ অডিয়েন্স এনগেজমেন্টে কাজ করেন, পাশাপাশি তিনি স্বাস্থ্য থেকে শুরু করে সামাজিক পরিবর্তন এবং সংস্কৃতির বিষয়গুলি নিয়ে লিখেছেন।
শার্লট স্টিনাকারস, রিপোর্টার, বেলজিয়াম
শার্লট স্টিনাকারস নেদারল্যান্ডসের মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রিপোর্ট করেন। ২০২২ সালে এএফপি'তে যোগদানের আগে তিনি লেবানন এবং ব্রাসেলসে একজন ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন। তিনি রয়টার্স এবং লে সোয়ারের সাথেও কাজ করেছেন।
এডি জাবোরস্কি, রিপোর্টার, অস্ট্রিয়া
এডি জাবোরস্কি হাঙ্গেরিতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২১ সালে এএফপি'তে যোগদানের আগে, তিনি হাঙ্গেরির সবচেয়ে বড় এবং প্রাচীনতম অনলাইন নিউজ সাইটগুলির মধ্যে একটি ইনডেক্স.এইচইউ তে এবং রেডিও ফ্রি ইউরোপ (RFE/RL)-এর হাঙ্গেরিয়ান সংবাদ পরিষেবার একজন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেছিলেন।
ফেলিকস টডম্যান, রিপোর্টার, জার্মানি
ফেলিকস টডম্যান জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২২ সালে এএফপি'তে যোগদানের আগে তিনি পটসডামের মার্কিশে অ্যালজেমেইন জেইতুংয়ে এবং হ্যানোভার এবং বার্লিনে রেডাকশনসনেটজওয়ার্ক ডয়েচল্যান্ড (RND) এ কাজ করেছিলেন।
জান রুসেজকি, রিপোর্টার, জার্মানি
জ্যান রুসেজকি জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২০ সালে এএফপি'তে যোগদানের আগে তিনি মার্কিশে অ্যালগেমেইন জেইতুং-এ সম্পাদক হিসাবে কাজ করেছিলেন, যা Redaktionsnetzwerk Deutschland (RND) এর অংশ।
ক্যাটারিনা সুবাসিক, রিপোর্টার, সার্বিয়া
ক্যাটারিনা সুবাসিক সার্বিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো এবং বসনিয়া ও হার্জেগোভিনাকে কভারকারী একজন ফ্যাক্ট-চেকার হিসাবে ২০২০ সালে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগদান করেন। তিনি ১৯৯৮ সাল থেকে এএফপি'তে সার্বিয়া এবং পশ্চিম বলকান কাভার করছেন।
লাডকা মোর্টকোইটজ, রিপোর্টার, চেক প্রজাতন্ত্র
লাডকা মোর্টকোইটজ চেক প্রজাতন্ত্রে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেছেন। ২০২০ সালে এএফপিতে যোগদানের আগে লাডকা ব্লুমবার্গ নিউজ এবং দ্য নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টার হিসাবে কাজ করেছিলেন। গত দুই দশক ধরে তিনি প্রাগ, প্যারিস এবং বার্লিন থেকে রিপোর্ট করেছেন।
মাজা জারনেকা, রিপোর্টার, পোল্যান্ড
মাজা জারনেকা পোল্যান্ডে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ে রিপোর্ট করেন। ২০১৯ সালে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগদানের আগে তিনি ওয়ারশতে এএফপি'র টেক্সট এবং ভিডিও সাংবাদিক হিসাবে কাজ করেছেন।
মেরি জেনরিজ, রিপোর্টার, বেলজিয়াম
মেরি জেনরিজ একজন বেলজিয়াম এবং সুইজারল্যান্ড কভার করেন। ২০২০ সালে এএফপি'তে যোগদানের আগে তিনি ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স২৪ এর একজন ফ্যাক্টচেকার হিসেবে কাজ করেন।
মেরিয়ন দাউট্রি, রিপোর্টার, সার্বিয়া
মেরিয়ন দাউট্রি সার্বিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো এবং বসনিয়া ও হার্জেগোভিনা কভার করেন। ২০২০ সালে এএফপি'তে যোগদানের আগে তিনি পশ্চিম বলকান অঞ্চলে সংবাদ কভার করার জন্য ফরাসি এবং ইংরেজিভাষী মিডিয়ার ফ্রিল্যান্স সংবাদদাতা হিসাবে কাজ করেছিলেন
নাটালিয়া সাওকা, রিপোর্টার, পোল্যান্ড
নাটালিয়া সাওকা ২০১৯ সাল থেকে এএফপি'র সাথে পোল্যান্ড কাভার করছেন। এর আগে তিনি পোল্যান্ডের দৈনিক সংবাদপত্র গ্যাজেটা উইবোর্সকা'তে কাজ করেছেন। তিনি এএফপি'র প্রশিক্ষণ কার্যক্রমেও জড়িত।
পলা কাবেস্কু, রিপোর্টার, অস্ট্রিয়া
পাওলা ক্যাবেস্কু রোমানিয়াতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২১ সালে এএফপি'তে যোগ দেওয়ার আগে তিনি রোমানিয়ান ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট "ফ্যাকচুয়াল" এবং স্থানীয় অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্প "Să Fie Lumină" এর জন্য কাজ করেন।
পেট্রোস কনস্টান্টিনিডিস, রিপোর্টার, গ্রীস
পেট্রোস কনস্টান্টিনিডিস গ্রীস এবং সাইপ্রাসে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২২ সালে এএফপি'তে যোগদানের আগে তিনি Eleftherostypos.gr-এ এবং প্যারিসে ফ্রান্স২৪ এ সংবাদ সম্পাদক হিসেবে কাজ করেছিলেন। তিনি গ্রীক দৈনিক পত্রিকা "TA NEA" এর অনুসন্ধানী প্রতিবেদক হিসাবেও কাজ করেন।
রবার্ট বার্সা, রিপোর্টার, চেক প্রজাতন্ত্র
রবার্ট বার্সা স্লোভাকিয়াতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২০ সালে এএফপি'তে যোগদানের আগে তিনি স্লোভাক সাপ্তাহিক .týždeň-এ একজন অনলাইন সম্পাদক, Denník N-এর একজন রিপোর্টার এবং বিভিন্ন মিডিয়া আউটলেটের রিপোর্টার ফটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন। তিনি এএফপির প্রশিক্ষণকার্যক্রমেও জড়িত।
রোসেন বোসেভ, রিপোর্টার, অস্ট্রিয়া
রোসেন বোসেভ বুলগেরিয়াতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২১ সালে এএফপি'তে যোগদানের আগে তিনি বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা এবং মানবাধিকার কভার করে ক্যাপিটালে সাংবাদিক হিসাবে ১৫ বছর কাজ করেছিলেন।
সালাদিন সালেম, রিপোর্টার, জার্মানি
সালাদিন সালেম জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২১ সালে এএফপি'তে যোগদানের আগে তিনি প্যারিস এবং মেইঞ্জে ট্রান্সন্যাশনাল সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
থিওফিল ব্লাউদানিস, রিপোর্টার, গ্রীস
থিওফিল ব্লাউদানিস গ্রীস এবং সাইপ্রাসে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২২ সালে এএফপি'তে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগদানের আগে তিনি সুইস স্থানীয় সংবাদপত্র লে জার্নাল ডু জুরায় সাংবাদিক হিসেবে এবং এএফপি'তে ফটোগ্রাফার হিসাবে কাজ করেছিলেন।