আমাদের টিম

এএফপি ফ্যাক্ট চেক

বৈশ্বিক ঘটনাবলীর নির্ভুল, ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ কাভারেজকে মূল লক্ষ্য হিসেবে নিয়ে কাজ করা বহুভাষী ও বহুসাংস্কৃতিক সংবাদ সংস্থা এএফপি'র একটি বিভাগ হলো এএফপি ফ্যাক্ট চেক।

২০১৭ সালে ফ্রান্সের নির্বাচনকে সামনে রেখে পুরস্কার বিজয়ী সহযোগী প্রকল্প ক্রসচেকের সাফল্য ও অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে অনলাইনে মিসইনফরমেশন (ভুল তথ্য) ও ডিসইনফরমেশনের (অপতথ্য) মোকাবেলায় সে বছরই এএফপি একটি ফ্যাক্ট চেকিং ও ডিজিটাল ইনভেস্টিগেশন টিম তৈরী করে।

যাত্রা থেকে শুরু করে এখন পর্যন্ত বেশকিছু দেশের শতাধিক সাংবাদিককে নিয়ে এএফপি ফ্যাক্ট চেক বিশ্বের প্রধান ফ্যাক্ট চেকিং সংস্থা হিসেবে পরিণত হয়েছে।

এএফপি সাংবাদিকরা ২৬ টি ভাষায় অনলাইন কন্টেন্ট মনিটর করেন এবং এএফপি'র স্থানীয় অফিসের সাথে মিলে প্রত্যেক দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে সামনে রেখে গভীর ও নির্ভুল কাভারেজ নিশ্চিত করে থাকে। আমরা আরবি, ইংরেজি, কোরিয়ান, কাতালান, ক্রোয়েশীয়, গ্রীক, পোলিশ, পর্তুগিজ, ফিনিশ, ফ্রেঞ্চ, থাই, বাহাসা ইন্দোনেশিয়া, বাহাসা মালয়েশিয়া, বাংলা, বুলগেরিয়ান, বার্মিজ, চেক, ডাচ, জার্মান, হিন্দি, হাঙ্গেরিয়ান, রোমানিয়ান, সার্বিয়ান, স্লোভাক, স্প্যানিশ, এবং সুইডিশ ভাষায় ফ্যাক্ট চেকিং করি। প্রতিবেদনগুলো আঞ্চলিক কেন্দ্রগুলো থেকে সম্পাদনা করা হয় এবং এএফপি'র প্যারিস হেডকোয়ার্টার থেকে বৈশ্বিক টিম পরিচালিত হয়।

আমাদের স্টাফবৃন্দ

ফিল চেটউইন্ড, গ্লোবাল নিউজ ডিরেক্টর, ফ্রান্স

এএফপি'র এডিটরিয়াল নীতি এবং সংস্থাটির ১,৭০০ সাংবাদিকের সার্বিক দায়িত্ব ফিল চেটউইন্ডের। ১৯৯৬ সালে এএফপি'তে যোগ দেয়ার পর থেকে তিনি ২০ টি দেশ থেকে রিপোর্টিং করেছেন এবং গ্লোবাল এডিটর ইন চিফ ও এশিয়া প্যাসিফিকের চিফ এডিটরের মতো দায়িত্ব পালন করেছেন।

গ্রেগরি লেমারচাঁদ, ডেপুটি গ্লোবাল নিউজ ডিরেক্টর, ডিজিটাল স্ট্রাটেজি ডিরেক্টর, কমিউনিকেশন ডিরেক্টর, ফ্রান্স

এএফপির ডিজিটাল স্ট্রাটেজির দায়িত্বে রয়েছেন গ্রেগরি লেমারচাঁদ। এর আগে তিনি ২০১৭ থেকে ২০২৪  সাল পর্যন্ত বৈশ্বিক ডিজিটাল ইনভেস্টিগেশন নেটওয়ার্ক এবং ২০১২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এক দশকেরও বেশি সময় সংস্থাটির সোশ্যাল মিডিয়া স্ট্রাটেজির দায়িত্বে ছিলেন।

জুলি চারপেন্ট্রাট, ডিজিটাল ইনভেস্টিগেশন এডিটর-ইন-চিফ, ফ্রান্স

২০২৪ সাল থেকে এএফপি’র ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের নেতৃত্ব নিচ্ছেন জুলি চারপেন্ট্রাট। ২০২২ সালে ডিপুটি এডিটর-ইন-চিফ মনোনীত হওয়ার আগে তিনি ২০১৯ সালে স্বাস্থ্য বিষয়ে ফ্যাক্ট-চেকার হিসেবে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগদান করেন। এর আগে বিজনেস রিপোর্টার হিসেবে তিনি এএফপি'র স্যান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্ক অফিসে কাজ করেছেন।

নিনা লামপারস, ডিজিটাল ইনভেস্টিগেশন ডেপুটি এডিটর-ইন-চিফ, ফ্রান্স

গ্লোবাল ইনভেস্টিগেশন টিমের ব্যবস্থাপনায় রয়েছেন নিনা লামপারস্কি। এর আগে তিনি এই বিভাগের আফ্রিকা ইউনিট পরিচালনা করেন। ২০১৫ সালে তিনি বিবিসি থেকে ফরেন করেসপন্ডেন্ট হিসেবে এএফপি’র ভিয়েনা অফিসে যোগ দেন। তাঁর কর্মজীবন তাঁকে সিডনি, নম পেন, লন্ডন এবং ব্রাসেলসে নিয়ে যায়।

সেড্রিক সাইমন, ডিজিটাল ইনভেস্টিগেশন ডেপুটি এডিটর-ইন-চিফ, ফ্রান্স

সেড্রিক সাইমন ২০২৪ সালে ডিজিটাল ইনভেস্টিগেশ টিমে যোগ দেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সংবাদদাতা এবং ফরাসি সংসদের রাজনৈতিক প্রতিবেদকসহ তিনি এএফপিতে অসংখ্য ভূমিকা পালন করেছেন। এর আগে তিনি মাল্টিমিডিয়া ডকুমেন্টেশন বিভাগের ডেপুটি এডিটর-ইন-চিফও ছিলেন।

ম্যারি বোহনার, হেড অব ডেভলপমেন্ট অ্যান্ড পার্টারশিপ, ডিজিটাল ইনভেস্টিগেশন, ফ্রান্স

গ্লোবাল ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের উন্নয়নে কাজ করেন ম্যারি বোহনার। তিনি বিভিন্ন ডিজিটাল ইনভেসটিগেশন সংস্থার সাথে পার্টনারশিপও পরিচালনা করেন। ম্যারি ২০১৭ সালে ফার্স্ট ড্রাফ্টের পক্ষে ক্রসচেক ফ্রান্স প্রকল্পের সমন্বয় করেছিলেন এবং ২০২১ সাল পর্যন্ত তাদের গ্লোবাল হেড অব পার্টনারশিপ ছিলেন।

ইলোডি মার্টিনেজ, গ্লোবাল হেড অব ভিডিও প্রোডাকশন অ্যান্ড ডিজিটাল ইনভেস্টিগেশন ট্রেনিং, ফ্রান্স

ভিডিও প্রোডাকশন এবং ডিজিটাল ইনভেস্টিগেশন ট্রেইনিং-র বৈশ্বয়িক প্রধান ইলোডি মার্টিনেজ। ২০২২ সাল পর্যন্ত তিনি ল্যাটিন আমেরিকা ও স্পেন এর ‍ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের এডিটর-ইন-চিফ ছিলেন। এর আগে তিনি এএফপি'র স্প্যানিশ অনলাইন সংবাদ ও সোশ্যাল মিডিয়ার প্রধান ছিলেন।

ন্যাটালি হ্যান্ডেল, ডিজিটাল ইনভেস্টিগেশন ভিডিও কোওর্ডিনেটর, ফ্রান্স

ন্যাটালি হ্যান্ডেল ডিজিটাল ইনভেস্টিগেশনের ভিডিও প্রোডাকশন দেখাশোনা করেন। তিনি ২০০৯ সালে এএফপি'তে যোগ দেন। প্রথমে ভিডিও প্রতিবেদক হিসেবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে এবং পরবর্তীতে বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ বিটে টেক্সট রিপোর্টিংয়ে চলে যান। তিনি ২০২১ সালে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেন।

মিরিয়াম অ্যাডাম, ডিজিটাল ইনভেস্টিগেশন ভিডিও জার্নালিস্ট, ফ্রান্স

মিরিয়াম অ্যাডাম প্যারিসের ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের একজন ভিডিও জার্নালিস্ট। তিনি এর আগে একজন ভিডিও জার্নালিস্ট হিসেবে কোভিড-১৯ এবং হলুদ শার্ট আন্দোলনের মতো ফ্রান্সের সাধারণ ঘটনা কাভার করেছেন। তিনি নিকোশিয়া থেকে মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকা কাভার করেছেন।

ইয়াদিরা লোপেজ, ডিজিটাল ইনভেস্টিগেশন ভিডিও জার্নালিস, ফ্রান্স

ইয়াদিরা লোপেজ মূলত স্প্যানিশ ভাষায় ডিজিটাল ইনভেস্টিগেশন ভিডিও তৈরি করেন, তবে তিনি ইংরেজিতে ভিডিও তৈরিতেও সহায়তা করেন। তিনি ২০২৩ সালে একজন প্রোডিউসার হিসেবে এএফটিটিভি-এ যোগ দেন। এর আগে তিনি মিয়ামি হেরাল্ডসহ ফ্লোরিডা এবং ওরেগনের সংবাদপত্রে কাজ করেছেন।

ম্যানন জ্যাকব, ক্লাইমেট ডিজিটাল ইনভেস্টিগেশন ভিডিও রিপোর্টার, যুক্তরাষ্ট্র

ম্যানন জ্যাকব ২০২২ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেন এবং ২০২৪ সালে শুধুমাত্র জলবায়ু এবং পরিবেশগত ভুল/ তথ্যের ওপর মনোনিবেশ শুরু করেন। এর আগে এএফপি’র একজন রিপোর্টার হিসেবে ফ্রান্স, বেলজিয়াম এবং পোল্যান্ডে কাজ করেছেন। এছাড়া তিনি রয়টার্স ও পলিটিকো ইউরোপে কাজ করেছেন।

ক্লোয়ে র‍্যাবস, হেলথ ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার, ফ্রান্স

ক্লোয়ে র‍্যাবস ২০২২ সালে ফ্রান্সের ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ করেন। তিনি এখন স্বাস্থ্য বিষয়ক ভুল/অপতথ্য বিশেষজ্ঞ।

জ্যাকুলিন পিয়েতশ, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার, ডিজিটাল ইনভেস্টিগেশন, ফ্রান্স

জ্যাকুলিন পিয়েতশ ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের টেকনিক্যাল ডেভেলপমেন্ট তত্ত্বাবধান করেন। ১৯৯৬ সালে এএফপি'তে যোগ দেয়ার পর তিনি এএফপির ইংরেজি টিভি প্রোডাকশনের প্রধান, নেদারল্যান্ড করাসপন্ডেন্ট এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ভিডিও সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

ডেনিস টেইসু, এএফপি মিডিয়াল্যাব ম্যানেজার, ফ্রান্স

ডেনিস টেইসু ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে হরাইজন প্রজেক্টের ইনোভেশন ম্যানেজার এবং ইউরোপিয়ান ইউনিয়নের ইনভিড (২০১৬-২০১৮) ও উইভেরিফাই (২০১৮-২০২১) প্রজেক্টের ফলাফল ইনভিড-উইভেরিফাই নামক ভেরিফিকেশন প্লাগইনের প্রতিষ্ঠাতা।

বার্ট্রান্ড গুপিল, সল্যুশন আর্চিটেক্ট ইঞ্জিনিয়ার, এএফপি মেডিয়াল্যাব, ফ্রান্স

বার্ট্রান্ড গুপিল ইনভিড-উইভেরিফাই নামক ভেরিফিকেশন প্লাগইনের প্রধান টেকনিক্যাল লিড। অপতথ্যের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এএফপি মিডিয়াল্যাবের অধীন বিভিন্ন প্রকল্পে কাজ করছেন এবং বিশ্বব্যাপী ফ্যাক্ট চেকারদের জন্য বিভিন্ন টুলস তৈরীতে কাজ করছেন।

ভ্যালেন্টিন পোরসেলিনি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এএফপি মেডিয়াল্যাব, ফ্রান্স

ভ্যালেন্টিন পোরসেলিনি এএফপি-র মিডিয়াল্যাব এর বিভিন্ন ট্যুলস এর ডিজাইন ও রক্ষণাবেক্ষণ করে এবং ইইউ অর্থায়নকৃত প্রজেক্ট ভেরা ডট এআই -তেও অংশগ্রহণ করে।

যদিও আমরা আমাদের স্টাফদের ব্যাপারে সর্বোচ্চ স্বচ্ছ থাকার চেষ্টা করি, তবে এটাও সত্য যে কিছু দেশ ও পরিবেশে সাংবাদিকতা অনেক বেশি প্রতিকূল অবস্থার সম্মুখীন। এজন্য নিরাপত্তার স্বার্থে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমাদের কিছু সাংবাদিকের নাম প্রকাশ করতে আমরা অপারগ।

ড্যানিয়েল ফুঙ্ক, হেড অব ডিজিটাল ইনভেস্টিগেশন ফর এশিয়া প্যাসিফিক, হংকং

ড্যানিয়েল ফুঙ্ক এশিয়া প্যাসিফিক ডিজিটাল ইনভেস্টিগেশসন টিম পরিচালনা করেন। তিনি ২০২২ সালে ডিজিটাল ইনভেস্টিগেশন এডিটর হিসেবে এএফপি’তে যোগ দেন। এর আগে তিনি রিপোর্টার ও এডিটর হিসেবে ইউএসও টুডে, পলিটি ফ্যাক্ট এবং পয়েন্টার ইনস্টিটিউটে কাজ করেছেন। অনলাইন মিসইনফরমেশন, ভেরিফিকেশন, রাজনীতি এবং প্রযুক্তিতে ড্যানিয়েলের বিশেষ দক্ষতা রয়েছে।

জেইক সোরিয়ানো, ডেপুটি হেড অব ডিজিটাল ইনভেস্টিগেশন ফর এশিয়া প্যাসিফিক, হংকং

জেইক সোরিয়ানো এশিয়া প্যাসিফিক টিমের ডেপুটি হেড অব ডিজিটাল ইনভেস্টিগেশন। তিনি ২০১৯ সালে ডিজিটাল ভেরিফিকেশন রিপোর্টার হিসেবে এএফপির ম্যানিলা ব্যুরোতে যোগ দেন। এর আগে তিনি ফিলিপাইনে কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রকল্পে কাজ করেছেন।

সোফিয়া জু, ডিজিটাল ট্রেইনিং ম্যানেজার ফর এশিয়া প্যাসিফিক, হংকং

সোফিয়া জু এশিয়া প্যাসিফিকে এএফপি'র ডিজিটাল জার্নালিজম প্রশিক্ষণের তত্ত্বাবধান করেন। তিনি ২০২০ সালে এএফপি'তে একজন ডিজিটাল ইনভেস্টিগেশন এডিটর হিসেবে যোগ দেন। তিনি এশিয়া জুড়ে বিভিন্ন মিডিয়া কনফারেন্স ও বিশ্ববিদ্যালয়ে শত শত সাংবাদিক ও শিক্ষার্থীকে ডিজিটাল জার্নালিজমের প্রশিক্ষণ দিয়েছেন।

সুমিত দুবে, এডিটর, ভারত

সুমিত দুবে দিল্লি ভিত্তিক দক্ষিণ এশিয়ার ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের নেতৃত্বে রয়েছেন।   ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।

মো ইয়ামিন, এডিটর, বাংলাদেশ

মো ইয়ামিন বাংলা প্রোডাকশনের সমন্বয়কের ভূমিকায়  রয়েছেন। ২০২৩ সালে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একজন সিনিয়র সংবাদদাতা এবং বণিক বার্তার একজন প্রতিবেদক হিসেবে কাজ করেছিলেন। এসময় তিনি বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর জ্বালানি খাত নিয়ে প্রতিবেদন করেন।

শিম কু সেউক, এডিটর, দক্ষিণ কোরিয়া

শিম কু সেউক একজন ডিজিটাল ইনভেস্টিগেশন এডিটর, যিনি দক্ষিণ কোরিয়ায় মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মনিটর করেন। ২০২১ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি কোরিয়া জুংআং ডেইলি তে উত্তর ও দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কাজ করেন।

সাফরিন লা বাতু, রিপোর্টার, ইন্দোনেশিয়া

সাফরিন লা বাতু ইন্দোনেশিয়ায় ২০১৯ সালে একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার  হিসেবে যোগ দেন। এর আগে তিনি জাকার্তা পোস্ট ও দ্য গেকো প্রজেক্টে অনুসন্ধানী  সাংবাদিক হিসেবে কাজ করেন।

জেফ লি, এডিটর, হংকং

জেফ লি এশিয়া প্যাসিফিক টিমের একজন সম্পাদক। ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি বিবিসিতে হংকং এবং চীনের সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।

জো লো, এডিটর, হংকং

জো লো এশিয়া প্যাসিফিক টিমের একজন সম্পাদক। ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি সাউথ চায়না মর্নিং পোস্টে রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

নাত্তাকর্ন প্লোড্ডি, এডিটর, থাইল্যান্ড

নাত্তাকর্ন প্লোড্ডি ব্যাংকক থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিজিটাল ইনভেস্টিগেশন টিম পরিচালনা করেন। থাই ভাষার আউটপুট তাঁর দায়িত্বে এবং তিনি এএফপি'র ডিজিটাল ইনভেস্টিগেশন কর্মশালায়ও অংশ নেন। ২০১৯ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি একজন সংবাদ উপস্থাপক ছিলেন।

রিচার্ড পাইন, এডিটর, হংকং

রিচার্ড পাইন এশিয়া প্যাসিফিক টিমের একজন সম্পাদক। ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি রেডিও টেলিভিশন হংকংয়ে রিপোর্টার, উপস্থাপক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন।

পার্পল রোমেরো, এডিটর, হংকং

পার্পল রোমেরো এশিয়া-প্যাসিফিক টিমের একজন সম্পাদক। ২০২৩ সালে এএফপিতে যোগ দেয়ার আগে, তিনি হংকং বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সহকারী এবং এর আগে এএফপির ম্যানিলা ব্যুরোতে ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

রায়াবতী সুপ্রামানিয়াম, এডিটর, মালয়েশিয়া

রায়াবতী সুপ্রামানিয়াম মালয়েশিয়ার কুয়ালালামপুর ভিত্তিক একজন মাল্টিমিডিয়া জার্নালিস্ট। ডিজিটাল ইনভেস্টিগেশন এডিটর হিসেবে এএফপিতে যোগ দেয়ার আগে, তিনি মালয়েশিয়ার বৃহত্তম অনলাইন নিউজ পোর্টালে এক দশকেরও বেশি সময় কাজ করেছেন।

সত্য আধি, রিপোর্টার, ইন্দোনেশিয়া

সত্য আধি ইন্দোনেশিয়ায় অসত্য/বিভ্রান্তিকর তথ্যে সত্যতা খণ্ডন নিয়ে কাজ করেন। ২০২৩ সালে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি ইন্দোনেশিয়ার নিউজ আউটলেট নারাসি-তে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে দৈনন্দিন সংবাদ কাভার করতেন।

শচীন বাঘেল, রিপোর্টার, ভারত

শচীন ভারতে ভুল/অপতথ্যে সত্যতা খণ্ডনকারী একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। ২০২৪ সালে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি ফ্যাক্ট-চেক ওয়েবসাইট বুমলাইভের রিপোর্টার এবং ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিক ছিলেন।

জ্যান কুইকো, রিপোর্টার, ফিলিপাইন

জ্যান কুইকো ম্যানিলা-ভিত্তিক একজন ডিজিটাল ভেরিফিকেশন সাংবাদিক। ২০২৩ সালে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি ফিলিপাইনের ফ্যাক্ট-চেকিং জোট Tsek.ph-এর জন্য নির্বাচনী ভুল/অপতথ্যে সত্যতা খণ্ডন করেছেন।

অ্যারা ইউজেনিও, রিপোর্টার, ফিলিপাইন

আরা ইউজেনিও ফিলিপাইনের একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। সামিট মিডিয়াতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কাজ করার পর তিনি ২০২২ সালে এএফপিতে যোগ দেন।

রিমাল ফারুখ, রিপোর্টার, পাকিস্তান

রিমাল ফারুখ পাকিস্তানের ইসলামাবাদ ভিত্তিক একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। এএফপিতে যোগদানের আগে তিনি ভাইস ওয়ার্ল্ড নিউজ-এ দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।

মাসরুর গিলানি, রিপোর্টার, পাকিস্তান

মাসরুর গিলানি এএফপি পাকিস্তানে ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার হিসেবে যোগ দেয়ার আগে এএফপি'র করাসপন্ডেন্ট হিসেবে ২০০৩ সালে যোগ দেন। তার আগে তিনি পাকিস্তানে এসোসিয়েটেড প্রেস (এপি) ও দ্য মুসলিম সংবাদপত্রে  কাজ করেন।

গেমা হোলিয়ানি কাহয়া, রিপোর্টার, ইন্দোনেশিয়া

গেমা হোলিয়ানি কাহয়া জাকার্তা ভিত্তিক একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি দ্য গার্ডিয়ান, লস এঞ্জেলেস টাইমস ও জাকার্তা পোস্টের হয়ে কাজ করেন।

ছায়ানিত ইথিপংমায়েটি, রিপোর্টার, থাইল্যান্ড

ছায়ানিত ইথিপংমাইটি থাইল্যান্ডের ব্যাংকক ভিত্তিক একজন ডিজিটাল ভেরিফিকেশন জার্নালিস্ট। এএফপিতে যোগদানের আগে ছায়ানিত কোকোনাটস ব্যাংকক এবং খাওসোদ ইংলিশ-এর সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

হেইলি জো, রিপোর্টার, দক্ষিণ কোরিয়া

হেইলি জো ২০২৩ সালে একজন ডিজিটাল ইনভেস্টিগেশন জার্নালিস্ট হিসেবে এএফপিতে যোগ দেন। তিনি দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন বিষয়ে ভুল/অপতথ্যে সত্যতা খণ্ডন করেন। এর আগে তিনি হংকংয়ে টিভিবির একজন রিপোর্টার এবং উপস্থাপক ছিলেন।

পাসিকা খেরনামনুয়, রিপোর্টার, থাইল্যান্ড

পাসিকা খেরনামনুয় ব্যাংকক ভিত্তিক একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। ২০২৪ সালে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি থাইল্যান্ড বিষয়ে বিবিসিতে সোশ্যাল মিডিয়া এডিটর হিসেবে কাজ করেছেন এবং ডিজিটাল কন্টেন্ট স্ট্রাটেজি পরিচালনার করেন।

অক্ষিতা কুমারী, রিপোর্টার, ভারত

অক্ষিতা একজন ডিজিটাল ইনভেস্টিগেশন জার্নালিস্ট, যিনি ভারতে ছড়ানো ভুল/অপতথ্যে সত্যতা খণ্ডন করেন। এএফপিতে যোগ দেয়ার আগে তিনি হিন্দুস্তান টাইমসে রাজনৈতিক ইন্টার্ন এবং ভারতের বিভিন্ন নিউজ ওয়েবসাইটে ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছেন।

দেবেশ মিশ্রা, রিপোর্টার, ভারত

দেবেশ মিশ্রা ভারতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রিপোর্ট করেন। এএফপি'তে যোগ দেযার আগে তিনি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম লাইভে নয়াদিল্লিতে এবং গুগল নিউজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম ফ্যাক্টশালায় একজন প্রশিক্ষক হিসেবে কাজ করেন।

রাশিক তাবাসসুম মুজিব, রিপোর্টার, বাংলাদেশ

রাশিক তাবাসসুম মুজিব ঢাকা ভিত্তিক একজন ডিজিটাল ইনভেস্টিগেশন জার্নালিস্ট, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউএসএ টুডে নেটওয়ার্কের অধীনে কেপ কড টাইমসে স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিষয়ক রিপোর্টার হিসেবে কাজ করেছেন। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের আগে তিনি ঢাকার দ্য ডেইলি স্টারে তাঁর জার্নালিজম ক্যারিয়ার শুরু করেন।

ফেলিক্স নাথানিয়েল, রিপোর্টার, ইন্দোনেশিয়া

ফেলিক্স নাথানিয়েল ইন্দোনেশিয়ায় ভুল/অপতথ্য পর্যবেক্ষণকারী একজন ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার। ২০২৩ সালে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি Tirto.id এবং TechinAsia-তে রাজনীতি, মানবাধিকার, অর্থনীতি, প্রযুক্তি এবং পরিবেশগত বিষয় নিয়ে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

হর্ষানা সিলভা, প্রতিবেদক, শ্রীলঙ্কা

হর্ষানা ২০২১ সাল থেকে শ্রীলঙ্কায় ভুল তথ্য খণ্ডন করে আসছেন। এএফপিতে যোগ দেয়ার আগে তিনি কলম্বোতে একটি স্থানীয় ফ্যাক্ট-চেকিং টিমের নেতৃত্ব দেন এবং সিংহলী সংবাদপত্র লঙ্কদীপায় সাংবাদিক হিসেবে আট বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন।

লুসিল সোদিপ, রিপোর্টার, ফিলিপাইন

লুসিল সোদিপ ফিলিপাইন থেকে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রিপোর্ট করেন। ২০২০ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন টেলিভিশনে কাজ করেছেন। তিনি ফিলিপাইনের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ভেরা ফাইলসেও কাজ করেছেন।

নাজমি সাহিরান মামত, রিপোর্টার, মালয়েশিয়া

কুয়ালালামপুর ভিত্তিক নাজমি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের  ভুল/অপতথ্য খণ্ডন করেন।  ২০২৩ সালের অক্টোবরে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি চ্যানেল নিউজ এশিয়া, ফ্রি মালয়েশিয়া টুডে এবং অ্যাস্ট্রো আওয়ানিসহ নিউজ আউটলেটে কাজ করেন।

যদিও আমরা  আমাদের স্টাফদের ব্যাপারে সর্বোচ্চ স্বচ্ছ থাকার চেষ্টা করি, তবে এটাও সত্য যে কিছু দেশ ও পরিবেশে সাংবাদিকতা অনেক বেশি প্রতিকূল অবস্থার সম্মুখীন। এজন্য নিরাপত্তার স্বার্থে আফ্রিকা টিমে আমাদের কিছু সাংবাদিকের নাম প্রকাশ করতে আমরা অপারগ।

ব্রেট হর্নার, হেড অব ডিজিটাল ইনভস্টিগেশন ফর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা

ব্রেট হর্নার আফ্রিকান ডিজিটাল ইনভেস্টিগেশন টিম পরিচালনা। ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই সাংবাদিক ২০১৯ সালে এএফপি'তে যোগ দেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকায় দুটি আঞ্চলিক সংবাদপত্র ও ওয়েবসাইটের এডিটর ইন চিফ হিসেবে কাজ করেছেন।

গল ফরে, ডেপুটি হেড অব ডিজিটাল ইনভস্টিগেশন ফর আফ্রিকা, ফ্রান্স

গল ফরে ২০২০ সাল থেকে ডিজিটাল ইনভস্টিগেশন ফর আফ্রিকার ডেপুটি হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ইনভেস্টিগেশন ও ভেরিফিকেশন নিয়ে তিনি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে রিপোর্টিং ও এডিটিংয়ে কাজ করেছেন।

শার্লট ডুরান্ড, এডিটর, ফ্রান্স

শার্লট ডুরান্ড আফ্রিকার ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের একজন ফরাসি সম্পাদক। তিনি ২০১৬ সালে এএফপির এডিটরিয়াল দলে যোগ দেন এবং একজন সংবাদদাতা হিসেবে লন্ডনে এবং প্যারিসে একজন বিজনেস জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন।

ওলুসেই আওজুলুগবে, রিপোর্টার, নাইজেরিয়া

ওলুসেই আওজুলুগবে নাইজেরিয়া থেকে আফ্রিকার  ভুল/অপতথ্যের ওপর রিপোর্ট করেন। এএফপিতে যোগ দেয়ার তিনি স্থানীয় কনসাল্টিং ফার্মা এসবিএম ইন্টেলিজেন্সের একজন সিনিয়র বিশ্লেষক ছিলেন। তিনি আফ্রিকা চেকের সাথে ফ্যাক্ট-চেকার এবং নাইজেরিয়ার দ্যকেবল সংবাদপত্রের অর্থনীতি বিষয়ক সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন।

এমিলি বিরো, রিপোর্টার, ফ্রান্স

এমিলি বিরো আফ্রিকার মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি ফ্রান্স টেলিভিশনে প্রথমে সাংস্কৃতিক রিপোর্টার এবং পরে স্বাস্থ্য রিপোর্টার হিসেবে কাজ করেন। তিনি ফ্রান্স ২৪ এও আন্তর্জাতিক ডেস্কে লেবানন, তিউনিশিয়া ও সুদান কাভার করেছেন।

টেন্ডাই দুবে, রিপোর্টার, দক্ষিণ আফ্রিকা

টেন্ডাই দুবে ২০১৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন কাভার করছেন। এর আগে তিনি সিএনবিসি আফ্রিকা ও রয়টার্সে কাজ করেছেন।

পেরিস গাছাহি, প্রতিবেদক, কেনিয়া

পেরিস গাছাহি কেনিয়া থেকে আফ্রিকা জুড়ে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ওপর রিপোর্ট করেন। এএফপিতে যোগ দেয়ার আগে তিনি পেসা চেকে ফ্যাক্ট-চেকার হিসেবে কাজ করেছেন। তিনি আফ্রিকা আনসেন্সর্ডে একজন অনুসন্ধানী প্রতিবেদক, প্রযোজক এবং ফ্যাক্ট-চেকার হিসেবেও কাজ করেছেন।

তলেরা ফিকরু জেমতা, রিপোর্টার, ইথিওপিয়া

তলেরা ফিকরু জেমতা ইথিওপিয়াতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। এএফপিতে যোগ দেয়ার আগে, তলেরা পেসাচেক নামে একটি প্রতিষ্ঠানে সিনিয়র ফ্যাক্ট-চেকার হিসাবে কাজ করেছেন।

সুই কাহোফি, রিপোর্টার, আভরি কোস্ট

সুই কাহোফি এএফপি'র আবিদজান ব্যুরো তে ২০২২ সালে যোগ দেন। তিনি আইভরি কোস্ট ও আফ্রিকায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রায় দুুই দশক ধরে কাজ করছেন। বিবিসি আফ্রিকার সাবেক এই মাল্টিমিডিয়া সাংবাদিক ২০১৬ সাল থেকে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশস নিয়ে কাজ শুরু করেন।

মনিক এনগো মায়াগ, রিপোর্টার, সেনেগাল

মনিক এনগো মায়াগ ২০১৯ সাল থেকে এএফপি'তে প্রথমে গ্যাবন এবং এখন সেনেগালের মিসইনফরমেশন ও ডিসইনফরমেশস কাভার করছেন। এএফপিতে যোগ দেয়ার আগে তিনি একটি অনলাইন নিউজ সাইটে ডিজিটাল ইনভেস্টিগেশনে কাজ করেন। তবে তারও আগে তিনি ক্যামেরুনের প্রাইভেট মিডিয়ায় প্রায় ১০ বছর রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

সামাদ উসমান, রিপোর্টার, নাইজেরিয়া

সামাদ উসমান নাইজেরিয়া থেকে আফ্রিকা সম্পর্কে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ওপর রিপোর্ট করেন। এএফপিতে যোগ দেয়ার আগে তিনি নাইজেরিয়ার দ্যকেবল সংবাদপত্রে একজন অনুসন্ধানী মাল্টিমিডিয়া সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

জুলিয়েট মন্টেস, হেড অব ডিজিটাল ইনভেস্টগেশন ফর ইউরোপ, ফ্রান্স

জুলিয়েট মন্টেস ইউরোপ টিমের হেড। ২০১০ সাল থেকে এএফপি-র একজন সাংবাদিক। ২০২০ সালে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেয়ার আগে তিনি প্যারিসের কোর্ট রিপোর্টার এবং প্যারিসের একটি শহরতলির সংবাদদাতা ছিলেন।

রেচেল ব্লান্ডি, ডেপুটি হেড অফ ডিজিটাল ইনভেস্টিগেশন ফর ইউরোপ, যুক্তরাজ্য

রেচেল ব্লান্ডি ইউরোপ ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের সমন্বয়ে সহযোগিতা দিয়ে থাকেন। এর আগে তিনি হংকং থেকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিজিটাল ভেরিফিকেশন টিমের নেতৃত্ব দেন। ২০১৯ সালে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি যুক্তরাজ্যে বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন।

ল্যাভিনিয়া অ্যাবট, এডিটর, যুক্তরাজ্য

লাভিনিয়া অ্যাবট ইউরোপ টিমের একজন এডিটর। ২০২৫ সালে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেয়ার আগে তিনি ২০২২ সালে এএফপিতে ভিডিও প্রযোজক হিসেবে যোগ দেন।  এর আগে তিনি একজন চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক হিসেবে কাজ করেন।

মিশেল ফিটজপ্যাট্রিক, এডিটর, জার্মানি

মিশেল ফিটজপ্যাট্রিক ইউরোপ টিমের একজন এডিটর। তিনি ২০০৬ সাল থেকে এএফপিতে আছেন। ২০২৪ সালে ফ্যাক্ট-চেকিং টিমে যোগ দেয়ার আগে তিনি ফ্রাঙ্কফুর্টে একজন সংবাদদাতা ছিলেন এবং এএফপির হয়ে প্যারিস, নমপেন এবং লন্ডনেও কাজ করেছেন।

সোনিয়া গনজালেজ, এডিটর, স্পেন

সোনিয়া গনজালেজ ইউরোপ টিমের একজন এডিটর। ২০১৯ সালে স্প্যানিশ-ভাষার ফ্যাক্ট-চেক টিমে যোগ দেয়ার আগে তিনি মাদ্রিদ, মন্টেভিডিও ও প্যারিসে এএফপি'র আঞ্চলিক ডেস্ক, গ্রাফিকস ও অনলাইন সার্ভিসে কাজ করেছেন।

এরিক ল্যাগনো, এডিটর, ফ্রান্স

এরিক ল্যাগনো ইউরোপ টিমের একজন এডিটর। তিনি ১৯৯৫ সালে এএফপিতে যোগ দেন এবং প্যারিসের প্রধান কার্যালয়ে খেলাধুলা এবং রাজনীতি কভার করাসহ বিভিন্ন পদে কাজ করেন।

সাইমন মরগান, এডিটর, ফ্রান্স

সাইমন মরগান ইউরোপ টিমের একজন এডিটর। তিনি ১৯৯৮ সালে এএফপি'তে যোগ দেন এবং ফ্রাঙ্কফুর্ট এবং ভিয়েনায় রিপোর্টার হিসেবে কাজ করেন। তিনি ২০১৭ সালে প্যারিস সদর দপ্তরে ইংরেজি সম্পাদনা ডেস্কে এবং ২০২২ সালে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেন।

ক্যাটারিনা সুবাসিক, এডিটর, সার্বিয়া

ক্যাটারিনা সুবাসিক সার্বিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো এবং বসনিয়া ও হার্জেগোভিনা কভারকারী একজন ফ্যাক্ট-চেকার হিসাবে ২০২০ সালে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেন। ২০২৩ সালে তিনি এডিটর হন। তিনি ১৯৯৮ সাল থেকে এএফপি'তে নিউজ রিপোর্টার ও এডিটর হিসেবে সার্বিয়া এবং পশ্চিম বলকান কাভার করছেন।

ক্যাথরিনা জুইনস, এডিটর, অস্ট্রিয়া

ক্যাথরিনা জুইনস জার্মান-স্পিকিং টিমের এডিটর। ২০২৩ সালে এএফপি-তে যোগ দেয়ার আগে তিনি একজন আইনজীবী হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং অস্ট্রিয়ান নিউজ ম্যাগাজিন প্রোফাইল-এ কাজ করেছন, যেখানে তিনি সহ-প্রতিষ্ঠাতা হিসেবে ফ্যাকটিভ নামে ফ্যাক্ট-চেকিং প্রকল্পও প্রতিষ্ঠা করেন।

বোঝিদার অ্যাঙ্গুয়েলফ, রিপোর্টার, বুলগেরিয়া

বোঝিদার অ্যাঙ্গুয়েলফ বুলগেরিয়ায় মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ওপর রিপোর্ট করেন। ২০২৫ সালে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি ফ্যাক্ট-চেক সংস্থা Factcheck.bg সহ বিভিন্ন বুলগেরিয়ান মিডিয়া আউটলেটে কাজ করেছেন।

রোসেন বোসেভ, রিপোর্টার, অস্ট্রিয়া

রোসেন বোসেভ বুলগেরিয়াতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২১ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে ১৫ বছর ক্যাপিটালে তিনি বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা এবং মানবাধিকার কভার করেছেন।

পলা কাবেস্কু, রিপোর্টার, অস্ট্রিয়া

পাওলা ক্যাবেস্কু রোমানিয়াতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২১ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি রোমানিয়ান ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট "ফ্যাকচুয়াল" এবং স্থানীয় অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্প "Să Fie Lumină" এর জন্য কাজ করেন।

এলেনা ক্রিসান, রিপোর্টার, অস্ট্রিয়া

এলেনা ক্রিসান জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ওপর রিপোর্ট করেন। ২০২৪ সালে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি অস্ট্রিয়ান সাপ্তাহিক প্রোফাইলে এডিটর হিসেবে কাজ করেছেন।

মাজা জারনেকা, রিপোর্টার, পোল্যান্ড

মাজা জারনেকা পোল্যান্ডে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ে রিপোর্ট করেন। ২০১৯ সালে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেয়ার আগে তিনি ওয়ারশতে এএফপি'র টেক্সট এবং ভিডিও সাংবাদিক হিসেবে রাজনীতি, সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতিক সংবাদ কভার করেন।

ম্যারিয়ন ডাউট্রি, রিপোর্টার, পোল্যান্ড

ম্যারিয়ন ডাউট্রি সার্বিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো এবং বসনিয়া ও হার্জেগোভিনা নিয়ে প্রতিবেদনকারী একজন সাংবাদিক। ২০২০ সালে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি পশ্চিম বলকান অঞ্চলের সংবাদ কভার করার জন্য ফরাসি এবং ইংরেজিভাষী গণমাধ্যমের একজন ফ্রিল্যান্স সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।

ইভান ফিশার, রিপোর্টার, ক্রোয়েশিয়া

ইভান ফিশার ২০২৩ সালে ক্রোয়েশিয়ায় একজন ফ্যাক্ট-চেকার হিসেবে এএফপিতে যোগ দেন। এর আগে তিনি বিজ্ঞান, প্রযুক্তি এবং বৈদেশিক নীতি বিষয়ে জুতারঞ্জি লিস্ট এ রিপোর্টার এবং বিশ্লেষক হিসেবে এক দশক কাজ করেন। এছাড়া তিনি ক্রোয়েশিয়ান পাবলিক রেডিওতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান উপস্থাপনা করেন।

ম্যাগডালিনি গকোগকো, প্রতিবেদক, গ্রীস

ম্যাগডালিনি গকোগকো গ্রীস এবং সাইপ্রাসের মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ওপর রিপোর্ট করেন। ২০২৪ সালে এএফপির ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেয়ার আগে তিনি ডিজিটাল পাবলিসিং গ্রুপ ২৪মিডিয়ার সাংবাদিক এবং গ্রীক স্ট্রিট পেপার শেদিয়ার একজন কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেন।

আনা হোলিংসওয়ার্থ, রিপোর্টার, ফিনল্যান্ড

আনা হোলিংসওয়ার্থ ফিনল্যান্ড ও সুইডেনের মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ওপর রিপোর্ট করেন। ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি লন্ডনের দ্য টাইমস এবং সানডে টাইমস-এ অডিয়েন্স এনগেজমেন্টের দায়িত্বে কাজ করেন, পাশাপাশি তিনি স্বাস্থ্য থেকে শুরু করে সামাজিক পরিবর্তন এবং সংস্কৃতির বিষয়গুলো নিয়ে লিখেছেন।

জোহানা লেন, রিপোর্টার, জার্মানি

জোহানা লেন জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২৩ সালে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি কিলার ন্যাকরিকেন্ট-এ কাজ করেছেন, যা রেডএ্যাকশননেটওয়ার্ক ডাচল্যান্ড (আরএনডি) এর অংশ।

লাডকা মোর্টকোইটজ, রিপোর্টার, চেক প্রজাতন্ত্র

লাডকা মোর্টকোইটজ চেক প্রজাতন্ত্রে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২০ সালে এএফপিতে যোগদানের আগে লাডকা ব্লুমবার্গ নিউজ এবং দ্য নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টার হিসাবে কাজ করেছেন। গত দুই দশক ধরে তিনি প্রাগ, প্যারিস এবং বার্লিন থেকে রিপোর্ট করেছেন।

লিসা পাউয়েলস, রিপোর্টার, নেদারল্যান্ডস

লিসা পাউয়েলস নেদারল্যান্ডস এবং ডাচ-ভাষী বেলজিয়ামের একজন সাংবাদিক। ২০২৪ সালে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি ২০২৪ সালের ইইউ নির্বাচন ঘিরে ফ্যাক্ট-চেকিং প্রকল্পের পাশাপাশি ব্রাসেলসে বেশ কয়েকটি ইউরোপীয় সংবাদমাধ্যমের জন্য কাজ করেছেন।

মিনা পেজাকোভিচ, রিপোর্টার, সার্বিয়া

মিনা পেজাকোভিচ সার্বিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো এবং বসনিয়া ও হার্জেগোভিনিয়ার মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ওপর রিপোর্ট করেন। ২০২৪ সালে এএফপির ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেয়ার আগে তিনি এএফপিতে একজন নিউজ রিপোর্টার হিসেবে ইন্টার্নশিপ করেন। এ সময় তিনি সার্বিয়া এবং পশ্চিম বলকান জুড়ে নানা ঘটনা কভার করেছেন।

এডুয়ার্ড স্টার্কবাউয়ার, রিপোর্টার, স্লোভাকিয়া

এডুয়ার্ড স্টার্কবাউয়ার স্লোভাকিয়ায় মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ওপর রিপোর্ট করেন। ২০২৪ সালে এএফপিতে যোগদানের আগে, তিনি sme.sk এবং refresher.sk-এর সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

এডি জাবোরস্কি, রিপোর্টার, অস্ট্রিয়া

এডি জাবোরস্কি হাঙ্গেরিতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২১ সালে এএফপি'তে যোগদানের আগে, তিনি হাঙ্গেরির সবচেয়ে বড় এবং প্রাচীনতম অনলাইন নিউজ সাইটগুলির মধ্যে একটি ইনডেক্স.এইচইউ তে এবং রেডিও ফ্রি ইউরোপ (RFE/RL)-এর হাঙ্গেরিয়ান সংবাদ পরিষেবার একজন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেছেন।

গল জিওফ্রে, রিপোর্টার, ফ্রান্স

গল জিওফ্রে ফ্রান্সে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। তিনি ২০০২ সালে এএফপি'তে যোগ দেন এবং অর্থনীতি, সাধারণ সংবাদ এবং রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে প্যারিস হেড অফিসে কাজ করেছেন। তিনি ওয়াশিংটন ডিসি'তে অর্থনীতি বিষয়ক রিপোর্টার হিসেবেও কাজ করেছেন।

দৌনিয়া মাহিদ্দীন, রিপোর্টার, ফ্রান্স

দৌনিয়া মাহিদ্দীন ফ্রান্সে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ওপর রিপোর্ট করেন। ২০২১ সালে এএফপিতে যোগ দিয়ে তিনি ফরাসি এবং আন্তর্জাতিক টেক্সট ডেস্কে কাজ করেন।একই সাথে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ভিডিও এডিটর এবং সাংবাদিক হিসেবে কাজ করেন, এ সময় তিনি গাজা উপত্যকার যুদ্ধ, সিরিয়া ও মরক্কোর ভূমিকম্প এবং সুদানের সংঘাতের মতো সংবাদ প্রতিবেদন করেন।

ক্লেয়ার-লাইন নাস, রিপোর্টার, ফ্রান্স

ক্লেয়ার-লাইন নাস ফ্রান্সে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২১ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি ফ্রেঞ্চ সংবাদপত্র লিবারেশনে ফ্যাক্ট চেকার হিসেবে কাজ করেছেন।

অ্যালেক্সিস অরসিনি, রিপোর্টার, ফ্রান্স

অ্যালেক্সিস অরসিনি ফ্রান্সে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে রিপোর্ট করেন। ২০২২ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি ২০ মিনিটস নিউজপেপারে একজন ফ্যাক্টচেকার হিসেবে কাজ করেছেন।

যদিও আমরা আমাদের স্টাফদের ব্যাপারে সর্বোচ্চ স্বচ্ছ থাকার চেষ্টা করি, তবে এটাও সত্য যে কিছু দেশ ও পরিবেশে সাংবাদিকতা অনেক বেশি প্রতিকূল অবস্থার সম্মুখীন। এজন্য নিরাপত্তার স্বার্থে ল্যাটিন আমেরিকা অঞ্চলে আমাদের কিছু সাংবাদিকের নাম প্রকাশ করতে আমরা অপারগ।

অ্যানেলা রেটা, হেড অব ডিজিটাল ইনভেস্টিগেশন ইন স্প্যানিশ ও পর্তুগিজ, উরুগুয়ে

অ্যানেলা রেটা ল্যাটিন আমেরিকা, ব্রাজিল ও স্পেনে এএফপি’র ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের প্রধান। ২০০৪ সালে এএফপি'তে যোগ দেয়ার পর থেকে তিনি স্প্যানিশ ভাষার গ্রাফিক সার্ভিসের একজন এডিটর, মন্টেভিডিওতে ল্যাটিন আমেরিকা টিমের সিনিয়র এডিটর এবং সাও পাওলোতে করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালে তিনি ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেন।

মিগুয়েল ব্রাভো, স্প্যানিশ এডিটোরিয়াল কোওর্ডিনেটর, মেক্সিকো

মিগুয়েল ব্রাভো মেক্সিকো সিটি ভিত্তিক স্প্যানিশ ভাষার টিমের একজন এডিটোরিয়াল কোওর্ডিনেটর। ২০১৯ সাল থেকে তিনি এএফপি'র ফ্যাক্ট চেকিং টিমে কাজ করছেন। এর আগে তিনি কয়েকটি মেক্সিকান সংবাদমাধ্যমে সরকার, স্বাস্থ্য এবং অর্থনীতির মতো বিষয় নিয়ে কাজ করেছেন।

সেসিলিয়া সোরগিন, পর্তুগিজ এডিটোরিয়াল কোওর্ডিনেটর, ব্রাজিল

কয়েক বছর ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার হিসেবে কাজ করার পর সেসিলিয়া এখন ব্রাজিলে পর্তুগিজ টিমের এডিটোরিয়াল কোওর্ডিনেটর হিসেবে কাজ করছেন। এর আগে তিনি এএফপি'র পর্তুগজ টিমের টেক্সট ও মাল্টিমিডিয়া সার্ভিসে কাজ করেছেন।

নাদিয়া নাসানোভস্কি, ডিজিটাল ট্রেনিং ম্যানেজার ফর ল্যাটিন আমেরিকা, উরুগুয়ে

নাদিয়া নাসানোভস্কি লাতিন আমেরিকায় এএফপির ডিজিটাল জার্নালিজম ট্রেনিং কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন৷ তিনি বুয়েন্স আইরেসে ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার হিসাবে ২০১৯ সালে এএফপিতে যোগ দেন। এএফপিতে যোগ দেয়ার আগে তিনি ফ্যাক্ট চেকার এবং রিপোর্টার হিসেবে আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।

ম্যাগডালিনা অ্যাডভিস, স্পেশাল প্রজেক্ট এডিটর, চিলি

ম্যাগডালিনা অ্যাডভিস ল্যাটিন আমেরিকা টিমের একজন এডিটর। এর আগে তিনি সান্তিয়াগোতে একজন ডিজিটাল ইনভেস্টিগেশন র্জানালিস্ট হিসেবে কাজ করেছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এএফপি-তে যোগদানের আগে তিনি চিলির সাংবিধানিক প্রক্রিয়ার ওপর ২০২১-২০২২ সাল পর্যন্ত ফ্যাক্ট-চেকিং করেন এবং সামাজিক অসমতা নিয়ে ইনভেসটিগেশন করেন।

তাতিয়ানা মাগারিনোস, এডিটর, উরুগুয়ে

তাতিয়ানা মাগারিনোস স্প্যানিশ ভাষাভাষী টিমের একজন এডিটর। ২০০৮ সালে এএফপিতে যোগ দেয়ার পর থেকে তিনি মন্টেভিডিওতে এডিটিং ডেস্ক এবং ইনফোগ্রাফিক এবং মাল্টিমিডিয়া পরিষেবায় কাজ করেছেন। এর আগে তিনি একটি স্থানীয় সংবাদপত্রের সাংবাদিক হিসেবে কাজ করেছেন এবং অন্যান্য মিডিয়া আউটলেটে কন্ট্রিবিউট করেন। তিনি ২০২৩ সালে ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেন।

আন্দ্রেস ফেলিপ মার্টিনেজ, এডিটর, কলম্বিয়া

আন্দ্রেস মার্টিনেজ স্প্যানিশ ভাষাভাষী টিমের একজন এডিটর। তিনি ২০২১ সালের আগস্টে এএফপির ডিজিটাল ইনভেস্টিগেশন টিমে যোগ দেন। এর আগে তিনি কলম্বিয়াচেকের ফ্যাক্টচেকার এবং এল পাইস ডি ক্যালির রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

ডেনিস মোতা, এডিটর, উরুগুয়ে

ডেনিস মোতা পর্তুগিজ ভাষাভাষী রিপোর্টিং টিমের এডিটর। ২০২১ সালে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি ব্রাজিলের বিভিন্ন অনুসন্ধানী সংবাদমাধ্যমে এডিটর হিসাবে কাজ করেছেন।

মারিয়া ক্লারা পেস্ট্রে, এডিটর, ব্রাজিল

ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার হিসেবে কয়েক বছর কাজ করার পর মারিয়া ক্লারা পেস্ট্রে এখন ব্রাজিলের পর্তুগিজ টিমের এডিটর। ২০১৯ সালে ডিজিটাল ভেরিফিকেশন টিমে যোগ দেয়ার আগে তিনি রয়টার্সের পর্তুগিজ ভাষাভাষী টিমে এবং গ্লোবো ডট কম’র টিকনোলজি ওয়েবসাইটে কাজ করেন।

নাটালিয়া স্যাঙ্গুইনো, এডিটর, স্পেন

ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টার হিসেবে কয়েক বছর কাজ করার পর নাটালিয়া স্যাঙ্গুইনো এখন মাদ্রিদে একজন এডিটর হিসেবে কাজ করছেন। তিনি ১৫ বছরেরও বেশি সময় ধরে এএফপি'র হয়ে কাজ করছেন। এ সময় তিনি স্প্যানিশ মাল্টিমিডিয়া টিমের এডিটর হিসেবে টেক্সট, গ্রাফিকস ও ভিডিও এডিটিং করেছেন।

ম্যানুয়েলা সিলভা, এডিটর, উরুগুয়ে

ম্যানুয়েলা সিলভা স্প্যানিশ ভাষার একজন এডিটর। ২০২১ সালে এএফপি'তে যোগ দেয়ার আগে তিনি একটি স্থানীয় সংবাদ সংস্থায় এবং জাতীয় একটি ফ্যাক্ট চেকিং প্রজেক্টে কাজ করেছেন।

আগাস্টিন বাগনাস্কো, রিপোর্টার, আর্জেন্টিনা

আগাস্টিন বাগনাস্কো বুয়েনস আইরেসে একজন ডিজিটাল ইনভেস্টিগেটিভ সাংবাদিক। টেলিফে টেলিভিশন চ্যানেলে প্রযোজক হিসেবে কাজ করার পর তিনি ২০২৪ সালের মার্চ মাসে এএফপিতে যোগ দেন।

সোফিয়া ব্যারাগান, রিপোর্টার, আর্জেন্টিনা

সোফিয়া ব্যারাগান বুয়েনস আইরেস ভিত্তিক একজন ডিজিটাল ইনভেসটিগেশন জার্নালিস্ট। ২০২৩ সালের জুলাইয়ে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি অ্যাম্বিটো ফিনান্সিয়েরো-তে এসইও লেখক হিসেবে কাজ করেছেন।

কার্লা দিয়াজ, রিপোর্টার, পেরু

কার্লা দিয়াজ লিমা ভিত্তিক একজন ডিজিটাল ইনভেস্টিগেশন জার্নালিস্ট। ২০২৩ সালে এএফপিতে যোগদানের আগে তিনি জেন্ডার ও মানবাধিকার সংক্রান্ত তথ্য যাচাইকারী এবং গবেষক হিসেবে কাজ করেছেন। তিনি পেরুর বিভিন্ন সাংবাদিকতা বিষয়ক প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন।

লুসিয়া দিয়াজ, রিপোর্টার, স্পেন

লুসিয়া দিয়াজ মাদ্রিদ ভিত্তিক একজন ডিজিটাল ইনভেস্টিগেশন জার্নালিস্ট। ২০২৪ সালের জুনে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি নিউট্রাল (স্পেন) এর ফ্যাক্ট-চেকিং টিমে রাজনৈতিক ও সামাজিক বিষয় কভার করেছেন। তিনি একটি স্থানীয় সংবাদপত্রের জন্যও রিপোর্ট করেছেন।

ম্যাক্সিমিলিয়ানো এচেগোয়েন, রিপোর্টার, চিলি

ম্যাক্সিমিলিয়ানো এচেগোয়েন সান্তিয়াগোর একজন ডিজিটাল অনুসন্ধানী সাংবাদিক। ফাস্ট চেক সিএল-এ ফ্যাক্ট-চেকার হিসেবে কাজ করার পর তিনি ২০২৫ সালে এএফপিতে যোগ দেন।

ক্যামিলা গঞ্জালেজ, রিপোর্টার, চিলি

ক্যামিলা গঞ্জালেজ সান্তিয়াগোর একজন ডিজিটাল অনুসন্ধানী সাংবাদিক। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এএফপিতে যোগ দেয়ার আগে তিনি এল মারকুরিও, মালা এস্পিনা চেক এবং ফাস্ট চেক সিএল থেকে এল পোলিগ্রাফোতে একজন ফ্যাক্ট-চেকার হিসেবে কাজ করেছেন। এছাড়া, তিনি মেগানোটিসিয়াস এবং টিভিএন-এর জন্য রাজনৈতিক এবং নির্বাচনী প্রক্রিয়া যাচাই করেছেন।

এজ্জিও রামোস, রিপোর্টার, পেরু

এজ্জিও রামোস লিমায় একজন ডিজিটাল ইনভেস্টিগেশন জার্নালিস্ট। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এএফপিতে যোগে দেয়ার আগে তিনি পেরুর সংবাদপত্র লা রেপুব্লিকাতে ফ্যাক্ট চেকার হিসেবে কাজ করেছিলেন এবং ভেরিফিকেশন জোট পেরুচেকের সাথে সহযোগিতা করেন। তিনি বিভিন্ন ম্যাগাজিন এবং মিডিয়া আউটলেটে নিবন্ধও প্রকাশ করেছেন।

যদিও আমরা চেষ্টা করি আমাদের স্টাফদের ব্যাপারে সর্বোচ্চ স্বচ্ছ থাকার তবে এটাও সত্য যে, কিছু দেশ ও পরিবেশে সাংবাদিকতা অনেক বেশি প্রতিকূল অবস্থার সম্মুখীন। এজন্য নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্য টিমে কাজ করা সাংবাদিকদের নাম প্রকাশ করতে আমরা অপারগ।

মারিশা গোল্ডহ্যামার, হেড অব ডিজিটাল ইনভেস্টিগেশন ফর নর্থ আমেরিকা, যুক্তরাষ্ট্র

মারিশা গোল্ডহ্যামার যুক্তরাষ্ট্র ও কানাডা ডিজিটাল ইনভেস্টিগেশন টিম পরিচালনা করেন।২০০৩ সালে মারিশা এএফপি’তে যোগ দিয়ে সংস্থার মাল্টিমিডিয়া ডেস্ক ও সামাজিক মাধ্যম বিভাগ নিয়ে কাজ করেন।

বিল ম্যাককার্থি, রিপোর্টার, যুক্তরাষ্ট্র

বিল ম্যাককার্থি যুক্তরাষ্ট্রে ছড়ানো মিসইনফরমেশন ও ডিসিইনফরমেশন নিয়ে রিপোর্ট করেন। ২০২২ সালে তিনি এএফপি'তে যোগ দেন। এর আগে তিনি পলিটিফ্যাক্টে রিপোর্টার হিসেবে কাজ করেন, যেখানে তিনি মার্কিন গণমাধ্যম এবং রাজনীতি, অনলাইনে ভুল/অপতথ্য কভার করেছিলেন এবং রাজনৈতিক পণ্ডিতদের তথ্য যাচাইয়ের নেতৃত্ব দিয়েছেন।

গয়েন রোলি, রিপোর্টার, কানাডা

গয়েন রোলি কানাডায় বিভিন্ন ইস্যুতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন খণ্ডন করে থাকেন। ২০২৩ সালে এএফপিতে যুক্ত হওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্র এবং কানাডায় রিপোর্টার এবং গবেষক হিসেবে কাজ করেছেন।