এগুলো পূর্বের বিভিন্ন দুর্ঘটনার ছবি

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 6 ডিসেম্বর 2021, 07:51
  • 3 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
ফেসবুকে বেশকিছু পোস্টে তিনটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এগুলো ২০২১ সালের নভেম্বর মাসে সংঘটিত একটি সড়ক দুর্ঘটনার ছবি যেখানে ৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আরো ২৫ জন আহত হয়েছেন। দাবিটি অসত্য; ছবিগুলো পূর্বের বিভিন্ন দুর্ঘটনার খবর থেকে নেওয়া । এ বছরের নভেম্বরে এরকম কোন দুর্ঘটনার নির্ভরযোগ্য খবর এএফপি খুঁজে পায় নি।

গত ৯ নভেম্বর ছবি তিনটি ফেসবুকে এখানে শেয়ার করা হয়। 

Image
( Mohammad MAZED)

পোস্টটির ক্যাপশনের লেখা রয়েছে, "ব্রাহ্মণবাড়িয়া যে জায়গাতে ৯জন হেফাজত কর্মীকে শহীদ করেছে পুলিশ। আজ সে জায়গাতেই পুলিশ গাড়ি এক্সিডেন্ট করে ২৫ জন আহত ৫ জন মারা গেছে।"

ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের পূর্বাঞ্চলীয় একটি জেলা। এবছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে ইসলামপন্থী দল হেফাজতে ইসলাম দেশব্যাপী বিক্ষোভের ডাক দিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে জেলাটিতে কমপক্ষে ৫ জন নিহত হন।

ছবি তিনটির একটিতে রাস্তার পাশের খুঁটির সাথে একটি পুলিশ ভ্যানের সংঘর্ষ, একটিতে এক পুলিশ সদস্যের প্রাথমিক চিকিৎসা গ্রহণ এবং অপরটিতে রাস্তায় রাখা কিছু লাশের দৃশ্য দেখা যাচ্ছে। 

একই দাবি সহকারে ছবিগুলো ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়। 

তবে দাবিটি অসত্য।

দুমড়ানো পুলিশ ভ্যানের ছবি 

তিনটি ছবির প্রথমটিতে রাস্তার সড়কবাতির সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া একটি পুলিশ ভ্যান দেখা যাচ্ছে। গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায় এই ছবিটি রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনার খবরের সাথে প্রকাশিত হয়।  

২০১৯ সালের ৮ নভেম্বর বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনের সাথে প্রকাশিত হয়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, "ঢাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন আহত।"

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

পুলিশ সদস্যের চিকিৎসা গ্রহণের ছবি 

দ্বিতীয় ছবিটি এবছরের এপ্রিলে ব্রাহ্মনবাড়িয়ায় সংঘটিত একটি সড়ক দুর্ঘটনার খবরের সাথে প্রকাশিত ভিডিও ক্লিপ থেকে নেওয়া স্ক্রিনশট। 

ছবিটিতে সংজ্ঞাহীন অবস্থায় শুয়ে থাকা এক পুলিশ সদস্যকে অন্যরা সহযোগীতা করতে দেখা যায়। 

বাংলাদেশি একটি ফেসবুক পেজ থেকে একটি পোস্টে এ বছরের ৫ এপ্রিল ভিডিও ক্লিপটি শেয়ার করা হয় যাতে এক সড়ক দুর্ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হওয়ার খবর রয়েছে। 

২০২১ সালের ৫ এপ্রিল বাংলাদেশি দৈনিক বাংলা ট্রিবিউনে প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী সেদিন ব্রাহ্মনবাড়িয়ায় বাস ও পুলিশের ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২১ পুলিশ সদস্য আহত হন। 

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও ফেসুবক পেজে প্রকাশিত ভিডিওর (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

লাশের ব্যাগের ছবি

তৃতীয় ছবিতে কয়েকটি লাশের ব্যাগের সারি দেখা যাচ্ছে। ইয়ানডেক্স রিভার্স ইমেজ সার্চে দেখা যায় এই ছবিটি ২০২১ সালের ২৬ মার্চ দেশের পশ্চিমাঞ্চলের জেলা রাজশাহীতে এক সড়ক দুর্ঘটনার একটি খবরের সাথে প্রকাশিত হয়।  

প্রতিবেদনটিতে চার পরিবারের ১৭ জন নিহত হওয়ার খবর রয়েছে। 

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও সংবাদ প্রতিবেদনে প্রকাশিত ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ