ইসলামী বক্তা আমির হামজা 'কারাগার থেকে মুক্ত' বলে অনলাইনে বিভ্রান্তিকর খবর
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 10 জুলাই 2021, 07:33
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ৩০ জুন এখানে ফেসবুকের একটি গ্রুপে পোস্টটি করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা হয়: 'হঠাৎ করে আমির হামজা হুজুরের মুক্তি হুজুর নিজেই অবাক।'
পোস্টটির সাথে একটি প্রতিবেদনের লিঙ্কও সংযুক্ত আছে যার শিরোনাম ফেসবুক পোস্টটির ক্যাপশনের অনুরূপ।
আমির হামজাকে গত ২৪ মে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পুলিশ গ্রেফতার করে। এএফপির প্রতিবেদন দেখুন এখানে।
পুলিশ জানায় তাকে তার নিজ বাড়ি কুষ্টিয়া থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়।
ফেসবুকে এখানে ও এখানে দাবিটি পোস্ট করা হয়।
দাবিটি অসত্য।
আমির হামজার আইনজীবি শামসুল ইসলাম আকন্দ গত ৮ জুলাই এএফপিকে বলেন, 'এটি একটি ভুয়া সংবাদ। আমি নিশ্চিত করছি যে তিনি এখন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন।'
বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদন অনুযায়ী আমির হামজাকে গত ২১ জুন আদালতে হাজির করা হয়।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ডেপুটি কমিশনার আব্দুল মান্নান এএফপিকে বলেন, 'গত ২৫ মে তাকে একটি মামলায় গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। এরপর তাকে আদালতে হাজির করা হলে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।'
বিভ্রান্তিকর শিরোনাম
ফেসবুক পোস্টগুলোতে শেয়ার করা সংবাদ প্রতিবেদনের শিরোনামটি সঠিক নয়।
মূল প্রতিবেদনে আমির হামজার মুক্তি সংক্রান্ত কোন খবরই নেই, যদিও শিরোনামে তা উল্লেখ আছে।
প্রতিবেদনটিতে হামজাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার আগে আদালতে হাজির করার কথা লেখা আছে।
বিভিন্ন কীওয়ার্ড সার্চেও অদ্য ৯ জুলাই পর্যন্ত আমির হামজাকে মুক্তি দেয়ার কোন খবর নির্ভরযোগ্য কোন সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ