বিএনপি চেয়ারপার্সনের এই ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়েতে তোলা নয়
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 7 জুলাই 2021, 10:21
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Qadaruddin SHISHIR, এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
২০২১ সালের ২৫ জুন ফেসবুকে ৭ লাখ সদস্যের একটি গ্রুপে ছবিটি এখানে পোস্ট করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা হয়: 'অসাধারণ একটি ছবি শেখ হাসিনার বিয়েতে বেগম খালেদা জিয়া।'
২০১৮ সালের ১২ ফেব্রুয়ারী আরেকটি ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করা হয় যার ক্যাপশন ছিল এরকম: '------ছিঃ হাসিনা ছিঃ----- যাকে একদিন ছোট বোনের মর্যাদা দিয়ে স্বামীর হাতে তুলে দিয়েছিলেন। সেই শেখ হাসিনা আজকে মায়ের মত বড় বোনকে জেলে দিলেন।'
শেখ হাসিনা এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির প্রধান এবং রাজনৈতিক অঙ্গনে তাদের মধ্যে বৈরীতা সর্বজনবিদিত যা নব্বইয়ের দশক থেকে বর্তমান। দুর্নীতির দায়ে করা মামলায় ২০১৮ সালে শেখ হাসিনার সরকারের সময় বেগম জিয়াকে বাংলাদেশের বিচারিক আদালত কারাদন্ড প্রদান করেন, যদিও সরকারের নির্বাহী আদেশে দণ্ড স্থগিত হয়ে বর্তমানে তিনি শর্ত সাপেক্ষে মুক্তিতে আছেন। তার দল বিএনপি শুরু থেকেই এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।
বিভ্রান্তিকর দাবিসহ ছবিটি ফেসবুকে এখানে ও এখানে পোস্ট করা হয়।
দাবিটি অসত্য।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ভাইরাল হওয়া ছবিতে দৃশ্যমান কনে শেখ হাসিনা নন, বরং সেই কনে হচ্ছেন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রোকসানা খানম মিতু।
রোকসানা খানম মিতু নিজেও এএফপিকে জানান, এই ছবি মূলত তার বিয়ের।
তিনি বলেন, 'ছবিটি ২০০০ সালের ১৪ জুলাই আমার বিয়েতে তোলা হয়। ম্যাডাম খালেদা জিয়া সেদিন উপস্থিত ছিলেন।'
তিনি জানান, তার বিয়ের অনুষ্ঠানটি রাজধানী ঢাকার ধানমন্ডির একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। এই বক্তব্যের পক্ষে তিনি ২০১৭ সালের ১৫ আগষ্ট তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা আরো কিছু ছবি দেখান যেখানে ভাইরাল ছবিটির অনুরূপ বিয়ের ছবি দেখা যায়।
নীচে ফেসবুকে ভাইরাল ছবি (বামে) ও ২০১৭ সালে মিতুর ফেসবুক হতে পোস্ট করা ছবির (ডানে) তুলনামূলক স্ক্রীনশট দেয়া হলো:
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ