ভিডিওটি কম্পিউটার নির্মিত একটি কাল্পনিক দৃশ্যের
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 6 জুলাই 2021, 15:19
- আপডেট করা হয়েছে 6 জুলাই 2021, 15:19
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
৩৬ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে গত ২৯ জুন এখানে পোস্ট করা হয় যা দেড় হাজারের বেশি শেয়ার হয়েছে।
পোস্টটির বাংলা ক্যাপশনে লেখা হয়: 'রাশিয়া ও কানাডার মাঝে আর্কটিক মহাসাগরে চাঁদ উঠার দৃশ্য। সুবহান আল্লাহ। অপূর্ব সৃষ্টির মহিমা।'
আর্কটিক মহাসাগর পৃথিবীর প্রধান পাঁচটি মহাসাগরের একটি যা উত্তর গোলার্ধের সুমেরু অঞ্চলে অবস্থিত।
একই দাবিসহকারে ফেসবুকে এখানে, এখানে ও এখানে ভিডিওটি পোস্ট করা হয়।
দাবিটি অসত্য।
গুগল কীওয়ার্ড সার্চে দেখা যায়, ভিডিওটি ২০২১ সালের ১৭ মে আলেক্সে পাত্রেভ নামে এক ব্যক্তি তার টিকটক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন।
ইউক্রেনের ওডেসার বাসিন্দা আলেক্সের অন্যান্য সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী তিনি নিজেকে কম্পিউটারের গ্রাফিক্স শিল্পী হিসেবে দাবি করেন।
তিনি জানান, তার ব্যবহৃত টুলগুলোর মধ্যে আছে অটোডেস্ক থ্রিডিএস ম্যাক্স, অ্যাডোবি আফটার ইফেক্টস, অ্যাডোবি ফটোশপ, ভি-রে এবং করোনা রেন্ডারার।
এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে পাত্রেভ জানান, ভিডিওটি তার নিজের তৈরী।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্ট (বামে) এবং পাত্রেভ এর পোস্ট করা মূল ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রীনশট দেখুন:
২০২১ সালের ১৪ মে থেকে টিকটকে পাত্রেভের পোস্ট করা অন্যান্য ভিডিওগুলোও মহাবিশ্ব, বিশেষ করে চাঁদকে কেন্দ্র করে বানানো।
গত ২৬ মে তার টিকটক অ্যাকাউন্টে আপলোড করা অপর একটি ভিডিওতে চাঁদের ধ্বংসের কাল্পনিক একটি দৃশ্য দেখা যায়।
সিঙ্গাপুরে সম্প্রতি একই ভিডিও ক্লিপিকে চন্দ্র গ্রহণের দৃশ্য বলে ছড়ালে তা নিয়ে এএফপি এখানে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ