২০১৯ সালের ১৬ ডিসেম্বর মুম্বাইতে হিন্দি অ্যাকশন থ্রিলার 'মারদানি ২' এর এর প্রমোশন অনুষ্ঠানে কথা বলছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জী ( AFP / SUJIT JAISWAL)

বলিউড অভিনেত্রীর নামে মুহাম্মদ (স)-কে নিয়ে প্রশংসামূলক ভুয়া উক্তি

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 1 জুলাই 2021, 11:37
  • আপডেট করা হয়েছে 1 জুলাই 2021, 12:31
  • 3 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
বাংলাদেশি কিছু অনলাইন পোর্টালের খবরে দাবি করা হচ্ছে যে, বলিউড অভিনেত্রী রানী মুখার্জী 'হযরত মুহাম্মদ (সাঃ) দুনিয়ার সর্বকালের সেরা মানব' লিখে টু্ইট করেছেন। অনলাইনে এজন্য অনেকে হিন্দু এই অভিনেত্রীর প্রশংসাও করেছেন। দাবিটি অসত্য; খবরগুলো একটি স্থগিতকৃত ভুয়া টুইটার অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরী। একইসাথে রানী মুখার্জীর পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে তার কোন ব্যক্তিগত কোন অ্যাকাউন্ট নেই।

বেঙ্গলি টাইম নামক একটি নিউজ পোর্টালের ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। পেজটির ফলোয়ার সংখ্যা ৪ লাখেরও অধিক।

গত ১৫ জুন, ২০২১ তারিখের ফেসবুক পোস্টটির ক্যাপশন এরকম: 'হযরত মুহাম্ম’দ (সাঃ) দুনিয়ার সর্বকালের সেরা মানব : রানী মুখার্জি'।

পোস্টটির সাথে একটি প্রতিবেদনের লিঙ্ক সংযুক্ত আছে যেখানে লেখা আছে: 'তিনি হিন্দু ধ’র্মাবলম্বী হলেও হযরত মুহাম্ম’দ (সাঃ) কে দুনিয়ার সর্বকালের সেরা মানব বলে টুইট করলেন যা নিয়ে অনলাইন মাধ্যমে শেয়ারিং এর ধুম প’ড়েছে! টুইটটির জন্য ইস’লাম ধ’র্ম অনুসারীরা অবশ্য রানীকে ধন্যবাদ জা’নাচ্ছেন।'

রানী মুখার্জী পুরস্কার বিজয়ী অভিনেত্রী যিনি ২০০০ সালের কিছু আগে থেকে শুরু করে এ পর্যন্ত বহু ক্ল্যাসিক বলিউড ছবিতে অভিনয় করেছেন। তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। 

Image

ফেসবুক ব্যবহারকারীদের অনেকে এমন 'ইতিবাচক মন্তব্য'র জন্য রানীর প্রশংসা করেছেন। একজন লিখেছেন, 'রানী, তুমি ততটা বিশ্বাস নিয়ে আমার নবীকে সর্বকালের সেরা মানুষ বললে, তোমারা পরজনম আলোকিত হবে ইনশাআল্লাহ।' অন্য কয়েকজন 'ভালো খবর' 'আমীন' ইত্যাদি মন্তব্য করেছেন।

বাংলাদেশে আরো কিছু অনলাইন পোর্টালও জুন মাসে একইরকম প্রতিবেদন ফেসবুকে পোস্ট করেছে। যদিও এগুলোর কিছু লিঙ্কে প্রবেশ করলে দেখা যায় প্রতিবেদন সরিয়ে ফেলা হয়েছে। ২০১৯ সালেও একই প্রতিবেদন ফেসবুকে ছড়িয়েছিল। দেখুন এখানে, এখানে, এখানেএখানে। 

কিন্তু যাচাই করে দেখা গেছে, রানী মুখার্জীর নামে ছড়ানো উক্তিটি ভুয়া।

গুগল কীওয়ার্ড সার্চে পাকিস্তানের ডেইলি টাইমস এর ২০১৬ সালের ৫ জানুয়ারীর এই টুইটটি পাওয়া যায় যার অর্থ দাড়ায় এরকম: 'ভারতীয় অভিনেত্রী রানী মুখার্জী নবী মুহাম্মদ (স) এর প্রশংসা করলেন।' টুইটটির সাথে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর তারিখের আরকটি টুইটের স্ক্রীনশট সংযুক্ত আছে।

রানী মুখার্জী নামের এই অ্যাকাউন্টের টুইটে লেখা আছে: 'মহান নবী মুহাম্মদকে নিয়ে আমি যতদূর পড়েছি তাতে আমি বলতে পারি তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব।'

Image

যদিও এই নামের টুইটার অ্যাকাউন্টটি আদৌ আর খুঁজে পাওয়া যায় না। টুইটার সার্চে দেখা যায় অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে।

এএফপি ২০১৬ সালের ৩ জানুয়ারীর আরেকটি টুইট খুঁজে পেয়েছে যেখানে লেখা আছে: 'নবী মুহাম্মদ সর্বকালের সেরা, বললেন রানী মুখার্জী'। টুইটটির সাথে ইন্ডিয়া টুমরো এর একটি প্রতিবেদনের লিঙ্ক আছে, যদিও প্রতিবেদনটি পরবর্তীতে মুছে ফেলা হয়েছে। প্রতিবেদনের জায়গায় লেখা আছে: 'এই প্রতিবেদনটির সূত্র একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট হওয়ার কারণে প্রতিবেদনটি মুছে ফেলা হয়েছে। আমরা ক্ষমাপ্রার্থী।'

Image

অধিকতর সার্চে ইন্ডিয়া টুডের এই প্রতিবেদন পাওয়া যায় যেখানে রানী মুখার্জী (@_rani_mukerji) নামের একই টুইটার অ্যাকাউন্ট থেকে করা ভিন্ন আরেকটি ভুয়া দাবি খণ্ডন করা হয়েছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, রানী মুখার্জীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, সামাজিক মাধ্যমে এই অভিনেত্রীর নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই।

ইন্ডিয়া টুডে'র প্রতিবেদনে রানী মুখার্জীর অফিসকে উদ্ধৃত করে লেখা হয়েছে: 'আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি, সামাজিক মাধ্যমে রানী মুখার্জীর কোন অ্যাকাউন্ট নেই এবং পূর্বেও ছিলো না। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তার নামে অনেকে ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা করছেন।'

ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্যা স্টেটসম্যান এবং গাল্ফ নিউজ সহ অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমেও রানী মুখার্জীর অফিসের এই বিবৃতি সংক্রান্ত খবর এসেছে। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ