২০২৫ সালে জাপানের ভূমিকম্পের দৃশ্য হিসেবে পুরনো ফুটেজকে বিভ্রান্তকরভাবে প্রচার

ডিসেম্বরের ৮ তারিখে জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ সময় ভূমিকম্পের কথিত প্রভাব হিসেবে সামাজিক মাধ্যমে একটি ভিডিও অসত্যভাবে ছড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৪ সালে নববর্ষের দিনে জাপানে আঘাত হানা অন্য একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠা একটি সড়কের। 

৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ছড়ানো একটি ফেসবুক ভিডিওর ক্যাপশনে বলা হয়, “জাপানে শক্তিশালী ভুমিকম্প।”

রাস্তা থেকে ধারণ করা ভিডিওতে ভূমিকম্পে ভবন ও বিদ্যুতের খুঁটি প্রচণ্ডভাবে কাঁপতে দেখা যায়।

জাপানের আওমোরি অঞ্চলের উত্তরাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পের পর ভিডিওটি অনলাইনে ছড়ানো হয়। ভূমিকম্পের প্রভাবে বহু ভবন কেঁপে ওঠে, রাস্তাঘাট ফেটে যায় এবং বহু ভবনের জানালা ভেঙে যায়। এক পর্যায়ে ৭০ সেন্টিমিটার তথা ২৮ ইঞ্চি উঁচু সুনামির সৃষ্টি  হয়। (আর্কাইভ লিংক)।

ভূমিকম্পে ৫১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া পরবর্তী কয়েক দিনে আরও বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করে।  

Image
এএফপির যোগ করা লাল ক্রস চিহ্নসহ ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

রাস্তা কেঁপে ওঠার ভিডিওটি ভারতীয় সংবাদ মাধ্যম ৪টিভি নিউজ চ্যানেলের যাচাইকৃত ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আরও কিছু পোস্টে পাওয়া যায়।

কিন্তু ভিডিওটি ডিসেম্বরের ভূমিকম্পের আগের। প্রকৃতপক্ষে ভিডিওটি ২০২৪ সালে নতুন বছরের শুরুতে মধ্য জাপানে আঘাত হানা অন্য একটি শক্তিশালী ভূমিকম্পের। 

বছরের প্রথম দিনের ভূমিকম্প 

অসত্যভাবে ছড়িয়ে পড়া ভিডিওটি পূর্বে স্প্যানিশ ভাষার পোস্টে ছড়ানোর পর এএফপি দাবিটি  খণ্ডন করে।

ভিডিওটির কিফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, এটি এর আগে ১১ জানুয়ারি ২০২৪ তারিখে জাপানি সংবাদমাধ্যম এমবিএস নিউজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের অনলাইনে প্রকাশিত হয়েছিল (আর্কাইভ লিংক)।

অসত্য পোস্টে ভিডিওটি কেটে ছোট করা হয়েছে এবং উল্টো করে পোস্ট করা হয়েছে। 

Image
অসত্য পোস্টে ছড়ানো ভিডিও (বামে) এবং এমবিএস নিউজের ২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত ভিডিওর (ডানে) মধ্যকার মিলগুলো এএফপির যোগ করা হাইলাইটসহ তুলনামূলক স্ক্রিনশট

ভূমিকম্প আঘাত হানার পর ইশিকাওয়া প্রিফেকচারের আনামিজু শহরে একটি গাড়ির ভেতর থেকে ভিডিওটি ধারণ করা হয় বলে এমবিএস নিউজের ভিডিওর জাপানি ভাষার বিবরণে বলা হয়েছে।

ওই এলাকার গুগল স্ট্রিট ভিউ ছবির সাথেও ফুটেজটির মিল রয়েছে (আর্কাইভ লিংক)

৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্প ও পরবর্তী কম্পনে জাপান সাগরের উপকূলে অবস্থিত ইশিকাওয়া অঞ্চলের কিছু অংশ বিধ্বস্ত হয়ে যায়। এতে বহু ভবন ধ্বসে পড়ে, রাস্তাঘাট ভেঙে যায় এবং একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (আর্কাইভ লিংক)। 

২০২৪ সালের নববর্ষের দিনে আঘাত হানা ভূমিকম্পটি গত এক দশকেরও মধ্যে জাপানের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। এতে প্রায় ৪৭০ জন নিহত হন (আর্কাইভ লিংক)।

এএফপি ডিসেম্বর ২০২৫ সালের ভূমিকম্প সম্পর্কিত অন্যান্য অসত্য দাবি খণ্ডন করে প্রতিবেদন করেছে।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ