অপ্রাসঙ্গিক দৃশ্যকে দিল্লিতে গাড়ি বিস্ফোরণের চিত্র হিসেবে অসত্যভাবে প্রচার
- প্রকাশিত 13 নভেম্বর 2025, 10:03
- আপডেট করা হয়েছে 13 নভেম্বর 2025, 10:06
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Sachin BAGHEL, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে ১০ নভেম্বর ২০২৫ তারিখে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩জন নিহত হন। বিস্ফোরণের আগুন বেশ কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে আহত হয়েছে আরও অন্তত ২০ জন। তবে বিস্ফোরণের দৃশ্য হিসেবে সামাজিক মাধ্যমের পোস্টে ব্যাপকভাবে ছড়ানো ছবিগুলো অপ্রাসঙ্গিক। ছবিগুলোর মধ্যে দুটি গত এপ্রিলের একটি সড়ক দুর্ঘটনার। আর অন্য ছবিটি প্রায় এক দশক আগে লেবাননে প্রাণঘাতী একটি গাড়ি বোমা বিস্ফোরণের।
বিস্ফোরণের ঠিক কিছুক্ষণ পরেই একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্য়া ক্রমেই বাড়ছে।”
গত ১২ নভেম্বর ২০২৫ তারিখে অন্য একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “ভারতের রাজধানী দিল্লিতে বর্বর জঙ্গি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি।”
উভয় পোস্টের ছবিতে পুড়তে থাকা যানবাহন থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।
বিস্ফোরণের ঘটনাকে একটি “ষড়যন্ত্র” হিসেবে আখ্যা দিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে(আর্কাইভ লিংক)।
তবে ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা নিয়ে দেশটির পুলিশ এখনও কোন সঠিক তথ্য দিতে পারেনি।
গত এপ্রিলে ভারত শাসিত কাশ্মিরের পর্যটন এলাকা পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এটিই প্রথম গুরুত্বপূর্ণ নিরাপত্তা দুর্ঘটনা।
একই ধরনের পোস্টে পুরনো ছবিটি ছড়ানো হয়।
গুগলে রিভার্স ইমেজ সার্চে প্রথম পোস্টের ছবিগুলো পাওয়া যায়, যেগুলোর সাথে ৩ এপ্রিল ২০২৫ তারিখে টেলিভিশন চ্যানেল ইটিভি ভারতে প্রকাশিত দৃশ্যের মিল পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
পুড়তে থাকা গাড়ির ভিডিওসহ প্রতিবেদনটিতে বলা হয়, গাড়িটিতে আগুন ধরে দিল্লির একটি রাস্তায় বিস্ফোরণ ঘটে। তবে লাফ দিয়ে বেরিয়ে জীবন বাঁচান গাড়ির চালক।
দুর্ঘটনাটি রাজধানীর খানপুর এলাকায় ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়। জায়গাটি সাম্প্রতিক গাড়ি বিস্ফোরণের ঘটনাস্থল লাল কেল্লা থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত।
এছাড়া, দ্বিতীয় পোস্টের ছবিটি ২ জানুয়ারি ২০১৪ তারিখে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে (আর্কাইভ লিংক)। প্রতিবেদনে বলা হয়, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর একটি নিরাপত্তা জোনের কাছে একটি মারাত্মক গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে।
এএফপির ক্রেডিটে ছবিটি ছাপানো হয় এবং ছবিটি সংবাদ সংস্থার আর্কাইভেও দেখা যায়।
ছবিটির ক্যাপশেন বলা হয়, “২ জানুয়ারি ২০১৪ তারিখে বৈরুতের দক্ষিণ উপশহর হারেত হারিককে লক্ষ্য করে চালানো একটি গাড়ি বোমা হামলার স্থানে জ্বলন্ত গাড়ি থেকে আগুন জ্বলছে।”
এএফপি এর আগেও বিস্ফোরণের দৃশ্যকে বিভ্রান্তিকরভাবে ছড়ানো অপতথ্য খণ্ডন করেছে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ