পুরনো মসজিদের ছবি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংঘর্ষের ছবি হিসেবে অসত্যভাবে প্রচার
- প্রকাশিত 20 নভেম্বর 2025, 07:45
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
২০২৬ এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন তীব্র । অক্টোবরে বিএনপি এবং জামাত সমর্থকদের মধ্যে একটি মসজিদে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই কিছু পুরনো ছবি অনলাইনে অসত্য দাবিতে প্রচার শুরু হয়। বলা হয় ছবিগুলো ওই সংঘর্ষের পরিণতি দেখাচ্ছে। অথচ ছবিগুলোর মধ্যে একটি আফগানিস্তানে তোলা এবং বাকিগুলো ২০২০ সালে বাংলাদেশের একটি মসজিদে গ্যাস বিস্ফোরণের পরবর্তী সময়ে ধারণকৃত।
"এটা ফিলিস্তিনের গাজার কোন ছবি নয়। নোয়াখালী সদর উপজেলার একটি মসজিদে বিএনপি ও জামাতের দ্বীনি ভাইদের ইসলাম কায়েমের প্রতিচ্ছবি। তাদের নতুন বাংলাদেশের রূপ," ২০ অক্টোবর ২০২৫ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়।
পোস্টটিতে তিনটি ছবি রয়েছে যেখানে একটি মসজিদের ভেতরের ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে।
১৯ অক্টোবর নোয়াখালীর একটি মসজিদে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হওয়ার পর অসত্য দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ডেইলি স্টার জানিয়েছে, সংঘর্ষ শুরুর জন্য দু'পক্ষই একে অপরকে দোষারোপ করে (আর্কাইভ লিংক)।
অসত্যভাবে ছড়ানো ছবিগুলো ফেসবুকের অন্য এক জায়গায় একই রকম দাবিসহ শেয়ার করা হয়। কিন্তু গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় যে ছবিগুলো বহু বছর আগের।
প্রথম ছবিটি দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদনে প্রথম প্রকাশিত, ৮ অক্টোবর, ২০২১ তারিখে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি মসজিদের ভেতরে বোমা হামলার ঘটনার (আর্কাইভ লিংক)।
হাসপাতালের একটি সূত্র থেকে জানা যায়, বিস্ফোরণটিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছিলেন (আর্কাইভ লিংক)।
তুরস্কের আনাদলু এজেন্সির একটি ছবি-- যা এএফপি প্রকাশ করেছিল-- একই ঘটনার ভিন্ন কোণে তোলা একটি ছবি ।
দ্বিতীয় ছবিটি ডেইলি স্টার ৮ সেপ্টেম্বর, ২০২০ তারিখে নারায়ণগঞ্জের একটি মসজিদে গ্যাস বিস্ফোরণের সময় প্রথম প্রকাশ করে (আর্কাইভ লিংক)।
প্রতিবেদন অনুসারে, ৪ সেপ্টেম্বর, ২০২০ সালের এই দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত হন - এবং গ্যাস কোম্পানি দুর্ঘটনার জন্য মসজিদ কর্তৃপক্ষের ব্যর্থতাকে দায়ী করে। কারণ দুর্ঘটনার কয়েকদিন আগে তাদের কর্মীরা গ্যাস নিঃসরণের গন্ধ শনাক্ত করার পর কর্তৃপক্ষকে সতর্ক করে (আর্কাইভ লিংক)।
৫ সেপ্টেম্বর এএফপি একই দৃশ্যের একটি ছবি প্রকাশ করে।
তৃতীয় ছবিটি ১৭ সেপ্টেম্বর, ২০২০ তারিখে একই বিস্ফোরণকে কেন্দ্র করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে পাওয়া গেছে (আর্কাইভ লিংক)।
৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে ডেইলি স্টার ভিন্ন কোণ থেকে তোলা একই রকম একটি ছবি প্রকাশ করে (আর্কাইভ লিংক)।
এএফপি এর আগে বাংলাদেশ সম্পর্কিত অন্যান্য অসত্য দাবি খণ্ডন করেছে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ