সিনেমার দৃশ্যে রানী মুখার্জির পুনরায় অভিনয়ের ভিডিওকে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 28 অক্টোবর 2025, 11:31
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Akshita KUMARI, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানী মুখার্জির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অসত্যভাবে দাবি করা হয়েছে যে, তাঁর ওজনের সমালোচনা করার কারণে তিনি একজন সাংবাদিককে অপমান করেছেন। তবে ক্লিপটি বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করা হয়েছে। সম্পূর্ণ ফুটেজে তাঁকে একজন সাংবাদিকের সাথে তাঁর একটি সিনেমার একটি দৃশ্যে পুনরায় অভিনয় করতে দেখা যায়।
৩ অক্টোবর ২০২৫ তারিখে ছড়ানো একটি ফেসবুক ভিডিওর ক্যাপশনে বলা হয়, “জানা যাচ্ছে যে বামপন্থী রাজদীপ সরদেশাই রানি মুখার্জিকে জিজ্ঞাসা করেছিলেন, ‘বিয়ের পর থেকে তুমি অনেক মোটা হয়ে গেছো। রানী মুখার্জি টিএমসি সাংসদ সাগরিকা ঘোষ বর রাজদীপ সারদেশাই কে সেখানেই কুকুরের মতো তিরস্কার করেছিলেন। ভিডিওটি দ্রুত এডিট করা হয়েছিল এবং এই অংশটি দেখানো হয়নি।”
সাত সেকেন্ডের ভিডিওটিতে অভিনেত্রীকে প্রবীণ ভারতীয় সাংবাদিক রাজদীপ সারদেশাইকে হিন্দিতে “চুপ করো এবং চুপচাপ এখানে বসো” বলতে দেখা যায়(আর্কাইভ লিংক)।
মুখার্জি হিন্দি ছবি “মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে”-তে তাঁর চরিত্রের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন। এরপর তিনি ২৬ সেপ্টেম্বর ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর ৩০ বছরের ক্যারিয়ার সম্পর্কে কথা বলতে উপস্থিত হয়েছিলেন (আর্কাইভ লিংক)।
সারদেশাইকে দেওয়া ইন্টারভিউয়ের পর ভিডিওটি অন্যত্র এখানে ও এখানে ছড়ানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মন্তব্য দেখে মনে হচ্ছে যে, তাঁরা ভিডিওটিতে একটি যৌনতাবাদী মন্তব্যের পর অভিনেত্রীর প্রতিক্রিয়া হিসেবে বিশ্বাস করেছেন।
একজন লিখেন, “নির্লজ্জ সাংবাদিক।” অন্য একজন মন্তব্য করেন, “গুড রিপ্লাই বাই রানী মুখার্জি।”
তবে অনুষ্ঠানটির অসম্পাদিত ফুটেজে সারদেশাই এবং মুখার্জিকে তাঁর একটি ছবির দৃশ্যে পুনরায় অভিনয় করতে দেখা যায়।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে সম্পূর্ণ ইন্টারভিউটি ইন্ডিয়া টুডের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। যা ৩ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত হয়(আর্কাইভ লিংক)।
ভিডিওটির বর্ণনায় বলা হয়, মুখার্জির সাথে মঞ্চে যোগ দিয়েছিলেন প্রাক্তন মহিলা পুলিশ অফিসার মীরান চাড্ডা বোরওয়াঙ্কর। ওই পুলিশ অফিসার মুখার্জির “মারদানি” চলচ্চিত্র সিরিজের বাস্তব অনুপ্রেরণা। চলচ্চিত্রটিতে মুখার্জি একজন কঠোর মহিলা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন।
অসত্যভাবে ছাড়ানো ক্লিপটির সাথে সম্পূর্ণ ভিডিওটির ৩২ মিনিট ৩৮ সেকেন্ডের দৃশ্যের মিল রয়েছে। এর আগে বোরওয়াঙ্কর “মারদানি” ছবির একটি দৃশ্য নিয়ে কথা বলেছেন, যেখানে মুখার্জির চরিত্রটি তাঁর জন্য কাজ করা পুরুষদের ওপর তাঁর নির্দেশ দেয়ার সক্ষমতাকে দেখানো হয়েছে।
এরপর সারদেশাই মুখার্জিকে দৃশ্যটি পুনরায় অভিনয় করার অনুরোধ করে, বলেন, “আমি এখানে একজন গুন্ডার মতো দাঁড়াচ্ছি, যাকে আপনার থানায় টেনে নিয়ে আসা হয়েছে।”
এই সময় মুখার্জি অভিনয় করেন এবং সারদেশাইয়ের প্রতি চিৎকার করে বলেন, “বসুন। চুপ করুন এবং এখানে চুপচাপ বসুন।”
২৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম আজ তাকের অফিসিয়াল ফেসবুক পেজে পুনরায় অভিনয়ের ক্লিপটি প্রকাশ করা হয়। ক্লিপটির ক্যাপশনে বলা হয়: “যখন ইন্ডিয়া টুডের মুম্বাই কনক্লেভের মঞ্চে রানি মুখার্জি ‘মারদানি’ হয়ে ওঠেন।” (আর্কাইভ লিংক)।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ