
পুরনো বিমান দুর্ঘটনার দৃশ্যকে সাম্প্রতিক দুর্ঘটনা হিসেবে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 17 আগস্ট 2025, 12:37
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
২১ জুলাই ২০২৫ তারিখে ছড়ানো একটি ফেসবুক ভিডিওর ক্যাপশনে বলা হয়, “যে ভাবে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর পড়ছে।”
ভিডিওটিতে একটি যুদ্ধবিমানের পেছনের অংশে আগুন লাগার পর একটি জলাধারে পতিত হতে এবং দুইজন ব্যক্তিকে বিমান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

২১ জুলাই ২০২৫ তারিখে স্কুল ছুটির পরমুহূর্তে ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর একই ধরনের ফেসবুক পোস্টেক্লিপটি ছড়ানো হয় (আর্কাইভ লিংক)।
মর্মান্তিক ওই দুর্ঘটনায় ৩৩ জন নিহত হন এবং ১৭০ জনেরও বেশি আহত হন, যাদের বেশিরভাগই শিশু। অগ্নিদগ্ধদের অনেকেই এখনও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন (আর্কাইভ লিংক)।
তবে ভিডিওটি সাম্প্রতিক দুর্ঘটনার নয়।
অসত্যভাবে ছড়ানো ভিডিওর কিফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চে ৯ মে, ২০২৪ তারিখে ইউটিউবে প্রকাশিত দ্য ডেইলি স্টারের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়(আর্কাইভ লিংক)।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “আগুন লেগে বিমানটি যেভাবে কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে।”

৯ মে ২০২৪ তারিখে স্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলো দুর্ঘটনাটি নিয়ে তাদের প্রতিবেদনেও ভিডিওটি প্রকাশ করেছে।
বিমানটির দুইজন পাইলট - উইং কমান্ডার সোহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ - বিমান থেকে বেরিয়ে নদীতে পড়ে যান। পরবর্তীতে জাওয়াদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (আর্কাইভ লিংক)।
একটি বিবৃতিতে বাংলাদেশ বিমান বাহিনী জানায়, বিমানটিতে আগুন লাগার পর পাইলটরা ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য প্লেনটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে জনবিচ্ছিন্ন এলাকায় নিয়ে যেতে সক্ষম হন (আর্কাইভ লিংক)।
এএফপি এর আগেও বিমান দুর্ঘটনার সাথে সম্পর্কিত অন্যান্য অসত্যদাবি খণ্ডন করেছে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ