ইন্দোনেশিয়ায় কিশোরকে ট্রাকের ধাক্কা দেয়ার ক্লিপকে ‘বাংলাদেশে চাঁদাবাজকে প্রতিহত’ করার বিভ্রান্তিকর দাবিতে প্রচার

ইন্দোনেশিয়ায় ট্রাকের নিচে এক ব্যক্তির চাপা পড়ার ভিডিওকে বাংলাদেশে একজন গাড়ি চালক একটি চাঁদাবাজির অপচেষ্টা প্রতিরোধ করছেন বলে সম্পূর্ণ বিপরীত দাবিতে ছড়ানো হয়েছে। ২০২১ সালের জুলাই মাসের ইন্দোনেশিয়ার সংবাদ প্রতিবেদন অনুসারে, কিশোরটি একটি বিপজ্জনক টিকটক চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে গিয়ে আহত হয় এবং পরবর্তীতে মারা যায়। 
সতর্কতাঃ গ্রাফিক ফুটেজ 

৪ জুলাই ২০২৫ তারিখে একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “আমি এই দেশ প্রেমিক সাহসী ড্রাইভারকে সেলুট জানাই একটা হলেও চান্দাবাজ মারার জন্য। দেশের সকল ড্রাইভার ভাইদের কাছে আবেদন জানাচ্ছি এই ভাবে চান্দাবাজদের যেন মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়।”

৭৪০,০০০ বারেরও বেশি ভিউ হওয়া ভিডিওটিতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি হাত দিয়ে সামনের দিক থেকে আসা একটি ট্রাক থামানোর চেষ্টা করতে দেখা যায়। তবে ট্রাকটি না থেমে ব্যক্তিটিকে চাপা দিয়ে চলে যায়। 

Image
লাল ক্রস চিহ্নসহ ১৭ জুলাই ২০২৫ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

একই ধরনের দাবিতে ভিডিওটি ফেসবুক পোস্টে ছড়ানো হয়। এদিকে দেশে চাঁদাবাজি গভীরভাবে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি টাস্ক ফোর্স (আর্কাইভ লিংক)। 

সম্প্রতি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে একজন স্ক্র্যাপ ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর দিয়ে থেঁতলে হত্যার প্রতিবাদে  ১১ জুলাই দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়(আর্কাইভ লিংক)। 

২০২৬ সালের এপ্রিলে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অগ্রণী রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি(বিএনপি) চাঁদাবাজি থেকে শুরু করে ধর্ষণ ও খুনের মতো অপরাধের সাথে জড়িত দলের সদস্যদের নির্মূল করার পদক্ষেপ শুরু করেছে (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)। 

তবে অনলাইনে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়।  

অসত্য ভাবে ছড়ানো ক্লিপটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে ইন্দোনেশিয়ার ভাষায় একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়, যেখানে ক্লিপটির একটি স্থিরচিত্র ব্যবহার করা হয়েছে(আর্কাইভ লিংক)। 

স্থানীয় সংবাদমাধ্যম ওয়ারটা কোটায় প্রকাশিত ১৩ জুলাই ২০২১ তারিখের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি বেকাসি রিজেন্সির উত্তর সিকারং জেলার আরই মার্টাডিনাটা সড়কে ঘটেছিল। এতে একজন কিশোর গুরুতর আহত হয় (আর্কাইভ লিংক)।

Image
অসত্য ভাবে ছড়ানো ক্লিপ (বামে) এবং ওয়ারটা কোটার প্রতিবেদনে ব্যবহৃত ছবির তুলনামূলক স্ক্রিনশট

পরবর্তীতে ১৪ জুলাই ২০২১ তারিখে অন্য একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়,  কিশোরটি গুরুতর আহত অবস্থায় মারা যান। প্রতিবেদনে অসত্য ক্লিপটির একটি স্ক্রিনশটও পাওয়া যায় (আর্কাইভ লিংক)। 

সংবাদমাধ্যম টেম্পোর মতে, কিশোরদের এই দলটি “দ্য গ্রিম রেপার প্র্যাঙ্ক” নামে একটি টিকটক চ্যালেঞ্জে নিয়েছিল(আর্কাইভ লিংক)। প্রতিবেদনে আরও বলা হয়, এই ভয়াবহ ঘটনার আগে দলটি একই রকম বিপজ্জনক আরও বেশ কয়েকটি ভিডিও ধারণ করেছিল। 

অসত্য ক্লিপটিতে ল্যাম্পপোস্ট এবং রাস্তার পাশের গাছের টবসহ দৃশ্যমান কিছু চিহ্নের সাথে আরই মার্টাডিনাটা সড়কের গুগল স্ট্রিট ভিউর চিত্রের সাথে মিল দেখা যায়(আর্কাইভ লিংক)। 

Image
অসত্য ভাবে ছড়ানো পোস্টের (বামে) এবং গুগল স্ট্রিট ভিউর ছবির মধ্যকার মিলগুলো চিহ্নিত করে তুলনামুলক স্ক্রিনশট

বাংলাদেশে ধারণ করা হয়েছে বলে অসত্য ভাবে ছড়ানো অন্যান্য  ক্লিপ খণ্ডন করে প্রতিবেদন করেছে এএফপি। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ