মার্কিন বিমানসেনার পুরনো ভিডিওকে বিভ্রান্তিকরভাবে ভারতীয় বিমানসেনা হিসেবে প্রচার 

মে ২০২৫ এ পাকিস্তানের ওপর মিসাইল হামলা চালায় ভারত। হামলার পর একটি যুদ্ধবিমানে একজন নারী পাইলটের ভিডিওকে বিভিন্ন পোস্টে ছড়িয়ে সেটিকে একজন ভারতীয় কর্নেলের ভিডিও বলে অসত্যভাবে দাবি করা হয়। তবে ভিডিওটি প্রথম ২০২১ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল। যেখানে নেভাদা রাজ্যে একটি প্রদর্শনীর সময় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একজন পাইলটকে দেখা যায়।  

৭ মে ২০২৫ তারিখে ফেসবুকে ছড়ানো একটি ভিডিওর ক্যাপশনে হয়, “অপারেশন সিঁদুরে গর্বিত দেশবাসী। কর্নেল সোফিয়া কুরেশি”। 

ক্লিপে একজন মহিলা পাইলটকে একটি যুদ্ধবিমান চালাতে দেখা যায়। ভারত পাকিস্তানের বিভিন্ন 'সন্ত্রাসী আস্তানায়' হামলা চালিয়েছে বলে ঘোষণা দেয়ার পর ভিডিওটি অনলাইনে ছড়ানো হয়। ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার আগে ভারতের বিমান হামলার জেরে দুই দেশের মধ্যে চার দিন ধরে লড়াই চলে(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং আরও দুই কর্মকর্তা সেনাবাহিনীর ৭ মে'র অভিযান সম্পর্কে গণমাধ্যমের সামনে ব্রিফিং করেছিলেন (আর্কাইভ লিংক)।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মাঝে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই সংঘাতে ৬০ জনের বেশি মানুষ নিহত হন। ভারত-নিয়ন্ত্রিত বিতর্কিত কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হলে এই সংঘাতের সূত্রপাত হয়। প্রাণঘাতী ওই হামলার জন্য ইসলামাবাদকে দোষারোপ করছে নয়াদিল্লি। তবে ভারতের তোলা অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। 

Image
২১ মে ২০২৫ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

কুরেশির ভিডিও দাবি করে ফুটেজটি ফেসবুকে এখানে এবং কেউ কেউ ভিডিওটিকে পাকিস্তানের বিমানসেনা আয়েশার ভিডিও বলে ভিন্ন দাবিতে ছড়িয়েছেন। 

তবে, ফুটেজটি যুক্তরাষ্ট্রের একটি বিমান শো থেকে নেওয়া এবং এতে একজন মার্কিন বিমান বাহিনীর পাইলটকে দেখানো হয়েছে।

কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে ১৮ মার্চ ২০২৪ তারিখে টিকটকে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বিমানটিকে একটি এফ-৩৫এ হিসাবে চিহ্নিত করা হয়(আর্কাইভ লিংক)

এফ-৩৫এ হল মার্কিন বিমান বাহিনীর ব্যবহৃত একটি যুদ্ধবিমান(আর্কাইভ লিংক)।

Image
অসত্য পোস্ট (বামে, মাঝে) এবং টিকটক ভিডিওর তুলনামূলক স্ক্রিনশট

আরও কিওয়ার্ড সার্চে ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে ইউটিউবে প্রকাশিত একই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায় (আর্কাইভ লিংক)।

ভিডিওর বিবরণে বলা হয় যে, এতে নেভাদার রেনোতে একটি এয়ার শো চলাকালীন মেজর ক্রিস্টিন "বিও" উলফকে দেখা যাচ্ছে(আর্কাইভ লিংক)। মার্কিন বিমান বাহিনীর ৩৮৮তম ফাইটার উইংয়ের ওয়েবসাইটে তাঁর প্রোফাইল অনুসারে, তিনি রেজিমেন্টের ডেমোনস্ট্রেশন টিমের একজন কমান্ডার।

ভিডিওর শেষের দিকের দৃশ্যে দেখা যায় যে উলফ "বিও উলফ" নেইমট্যাগযুক্ত একটি ইউনিফর্ম পরিধান করে আছেন।

যুক্তরাষ্ট্র সরকারের প্রতিরক্ষা ভিজ্যুয়াল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সার্ভিসও তাদের ওয়েবসাইটে ২০২১ সালের রেনো এয়ার রেস চলাকালীন উলফের ডেমোনস্ট্রেশনের একটি ভিডিও পোস্ট করেছে(আর্কাইভ লিংক)।

ক্লিপটিতে একজন নারীকে একটি যুদ্ধবিমান চালাতে এবং আবার অবতরণের আগে কৌশল প্রদর্শন করতে দেখা যায়।

এএফপি ভারত-পাকিস্তান সংকট সম্পর্কিত আরও কিছু বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করেছে এখানে। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ