
ইন্দোনেশিয়ার মসজিদ প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের ভিডিওকে বাংলাদেশে অসত্য দাবিতে ছড়ানো হয়েছে
- প্রকাশিত 12 মার্চ 2025, 08:53
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Eyamin SAJID, এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, "ইন্না-লিল্লাহ! ভারতের মসজিদে দাউ দাউ করে জলছে আগুন। হে আল্লাহ আপনি বিশ্বের মুসলিমদের কে হেফাজত করুন আমিন"।
২২ ডিসেম্বর ২০২৪ তারিখে আপলোডের পর থেকে কয়েক হাজার বার ভিউ হওয়া ১৮ সেকেন্ডের একটি ভিডিওতে একটি ভবনকে আগুনে পুড়তে দেখা যায়।
দুই দেশের সীমান্ত থেকে নাতিদীর্ঘ দূরত্বে ভারতীয় শহর আগরতলায় বিক্ষোভ চলাকালীন আন্দোলনরত হিন্দুরা বাংলাদেশি কনস্যুলেটে হামলা চালানোর চেষ্টা পর ভিডিওটি ছড়ানো হয়েছে (আর্কাইভ লিংক)।
গত বছরের আগস্ট মাসে শিক্ষার্থীদের-নেতৃত্বাধীন অভ্যুত্থানের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি ঘটে। অভ্যুত্থান বাংলাদেশের স্বৈরাচারী সাবেক নেতা শেখ হাসিনাকে উৎখাত করে, যিনি এখন ভারতে বাস করছেন।
১৭ কোটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জনসাধারণের মনোভাব তাদের হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী ভারতের বিরুদ্ধে জোরালো হচ্ছে। কারণ হাসিনার ১৫ বছরের কঠোর শাসনামলে ভারত ছিল তার প্রধান আন্তর্জাতিক সমর্থক।

অসত্য দাবিতে ভিডিওটি ফেসবুকে অন্যত্র এখানে ও এখানে ছড়ানো হয়েছে।
কিন্তু ভিডিওটিতে দৃশ্যমান ভবনটি ইন্দোনেশিয়ার একটি মসজিদ এবং ভারতে মসজিদ পুড়িয়ে দেয়ার বিষয়ে কোন প্রতিষ্ঠানিক প্রতিবেদনও পাওয়া যায় নি।
ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে ২০২৪ সালের ৮ ডিসেম্বর একটি ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশিত একটি দীর্ঘ ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
ইন্দোনেশিয়ান ভাষায় পোস্টটির ক্যাপশনে বলা হয়, "লুউক বাংগাই সেন্ট্রাল মার্কেট কমপ্লেক্সে আগুন"।

আরো কিওয়ার্ড সার্চে ইন্দোনেশিয়ার গণমাধ্যম প্রতিষ্ঠান কমপাস টিভি এবং সুলাওয়েসি প্রদেশে প্রতিষ্ঠানটির ব্যুরো কর্তৃক প্রকাশিত একই ধরনের একটি ক্লিপ পাওয়া যায়। ওই প্রদেশেই মার্কেটটি অবস্থিত (আর্কাইভ লিংক এখানে ও এখানে)।
কমপাস টিভির প্রতিবেদনে বলা হয়, ৮ ডিসেম্বর, ২০২৪ তারিখে লুউক সেন্ট্রাল মার্কেটে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ে কাছাকাছি একটি মসজিদ এবং এর আশেপাশের শতাধিক বুথ এবং দোকান ধ্বংস করে দেয়।
শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ (আর্কাইভ লিংক)।
গুগল ম্যাপসের স্ট্রিট ভিউ ইমেজারির সাথে অসত্য পোস্টের দৃশ্যের মিল রয়েছে (আর্কাইভ লিংক)।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ঘিরে ছড়ানো অন্যান্য অসত্য দাবি খণ্ডন করে প্রতিবেদন করেছে এএফপি।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ