
এআই সম্মেলনে ম্যাক্রোঁ মোদিকে 'উপেক্ষা' করেছেন এমন দাবিতে ভিন্ন প্রেক্ষাপটের ক্লিপ শেয়ার
- প্রকাশিত 28 ফেব্রুয়ারি 2025, 15:17
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
১২ ফেব্রুয়ারি ২০২৫ একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, "এআই শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিশ্বনেতাদের সঙ্গে করমর্দনের সময় মোদিকে অগ্রাহ্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ"।
পোস্টটিতে যুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাকশন সামিটের সমাপনী অনুষ্ঠানের একটি ক্লিপে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ অন্যান্য অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানানোর সময় ম্যাক্রোঁকে মোদীর প্রসারিত হাত উপেক্ষা করতে দেখা যায়।

বিশ্বের ক্ষমতা দেশগুলো যখন দ্রুত উন্নয়নশীল প্রযুক্তিতে নেতৃত্ব দেয়ার প্রতিযোগিতা করেছে তখন নতুন এই খাত পরিচালনার ভিত্তি স্থাপনের লক্ষ্যে ম্যাক্রোঁ এবং মোদী যৌথভাবে প্যারিস সামিট আয়োজন করেছে (আর্কাইভ লিংক)।
একই দাবিতে ভিডিওটি ফেসবুকে এখানে এবং ভিডিওটির স্ক্রিনশট দিয়ে মূল ধারার সংবাদ মাধ্যম দৈনিক জনকণ্ঠ ও ঢাকা পোস্ট প্রতিবেদন প্রকাশ করেছে।
একই দাবিতে ক্লিপটি চীন, ফিলিপাইন এবং অস্ট্রেলিয়া সহ একাধিক দেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও শেয়ার করেছেন। আর এসব পোস্টের বেশিরভাগ মন্তব্যে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
একজন লিখেছেন, "এটা নিশ্চিত যে, ফরাসি রাষ্ট্রপতি ইচ্ছাকৃতভাবে বারবার মোদীকে অপমান করেছেন। অবশ্যই তিনি মোদীর জন্য খারাপ ভাবছেন।"
আরেকজন লিখেন, ম্যাক্রোঁ তার দেশকে কোন ঠাসা করে ফেলেছেন, আর এখন তিনি সম্মান ও কূটনীতির সমস্ত বোধ হারিয়ে ফেলেছেন"।
গুগলে কিওয়ার্ড সার্চে দেখা যায় যে, ভারতীয় টেলিভিশন চ্যানেল সিএনএন-নিউজ১৮ তাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ১১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করেছে (আর্কাইভ লিংক)।
তিন ঘন্টার দীর্ঘ ফুটেজের শিরোনামের একটি অংশে বলা হয়, "প্যারিস এআই সামিট ২০২৫ লাইভ: প্রধানমন্ত্রী মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ"।
বিভ্রান্তিকর প্রেক্ষাপটে ছড়ানো ক্লিপটির সাথে ইউটিউব ভিডিওটির ১ ঘন্টা ২০ মিনিট ৩৫ সেকেন্ডের দৃশ্যের মিল রয়েছে।
তবে দীর্ঘ ভিডিওটির ১ ঘন্টা ১৯ মিনিট ১৪ সেকেন্ডের দৃশ্যের মোদী এবং ম্যাক্রোঁকে একসাথে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে এবং বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা জানাতে দেখা যায়।
এছাড়া ১ ঘন্টা ২৮ মিনিট ১০ সেকেন্ড চিহ্নিত দৃশ্যে নিজের বক্তব্য শেষে ম্যাক্রোঁ মোদীকে মঞ্চে ডেকে নিতে এবং দুই নেতা একে অন্যকে শুভেচ্ছা জানাতে এবং আলিঙ্গণ করতে দেখা যায়।
ভিডিওটির ১ ঘন্টা ৪১ মিনিট ৪৮ সেকেন্ড চিহ্নিত দৃশ্যে মোদীর বক্তব্য শেষে উভয়ে আরেক দফায় করমর্দন করেছেন।

সম্মেলন চলাকালীন ১১ ফেব্রুয়ারি ২০২৫ একটি এক্স পোস্টে ম্যাক্রোঁর সাথে আলাপচারিতার একটি ছবি শেয়ার করেছেন মোদী (আর্কাইভ লিংক)।
একই দিন সামাজিক মাধ্যমে আলাদা ভাবে একটি ভিডিও পোস্ট করেন ম্যাক্রোঁ, যেখানে ভারতের প্রধানমন্ত্রী ফ্রান্সের রাজধানীতে পৌঁছানোর পর শুভেচ্ছা জানাতে দেখা যায় তাঁকে (আর্কাইভ লিংক)।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ