
এটি ভারতের পূণ্যস্থানে বিল গেটসের অংশ নেয়ার ছবি নয়
- প্রকাশিত 28 ফেব্রুয়ারি 2025, 15:09
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
১৫ জানুয়ারি ১০ হাজার অনুসারীর একটি ফেসবুক ফেইজে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে বলা হয়, "বিশ্বের সব থেকে বেশি পয়সা ওয়ালার মালিক বিল গেটস আজ স্বয়ং মহা কুম্ভ মেলায় উপস্থিত , জয় সনাতন"।
এক লাখ ২১ হাজারের বেশি ভিউ হওয়া ভিডিওটিতে চশমা পরা ধূসর রংয়ের চুলে একজন লোক দূরে তাকিয়ে থাকতে দেখা যায়।
ভিডিওটির উপর জুড়ে দেয়া বাক্যে বলা হয়, "মহাকুম্ভে কাশী বিশ্বনাথে বিল গেটস"।
কাশী বিশ্বনাথ হচ্ছে কুম্ভমেলার স্থান প্রয়াগরাজ থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে উত্তর ভারতের বারাণসী শহরে হিন্দু দেবতা শিবের জন্য নিবেদিত একটি মন্দির (আর্কাইভ লিংক)।
ভারতের উত্তর প্রদেশে পবিত্র গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদী মিলনস্থল প্রয়াগরাজে নদীর তীরে প্রতি ১২ বছরে একবার অনুষ্ঠিত হাজার বছরের পুরনো ছয় দিনব্যাপী ধর্মীয় প্রার্থনা এবং ধর্মীয় স্নানে দেশ-বিদেশ থেকে ৪০ কোটি পুণ্যার্থী যোগ দেয়ার করা রয়েছে (আর্কাইভ লিংক)।
কোল্ডপ্লে গায়ক ক্রিস মার্টিন, "ফিফটি শেডস অব গ্রে"র তারকা ডাকোটা জনশন এবং অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের বিধবা স্ত্রী লরেন পাওয়েল জবস সহ আরো অনেক তারকা এই মহা উৎসবে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে (আর্কাইভ লিংক এখানে ও এখানে)।
বিশ্বের সবচেয়ে বৃহৎ ধর্মীয় সমাবেশে ভিড়ের মতো প্রাণঘাতী ঘটনা অচেনা কিছু নয়, কারণ ২৯ জানুয়ারি প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত ১৫ নিহত হয়েছেন( আর্কাইভ লিংক)।

একই দাবিতে ভিডিওটি বাংলায় এখানে এবং হিন্দিতে এখানে কয়েক হাজার অনুসারীর পেইজে শেয়ার করা হয়েছে।
বিল গেটস নন
তবে গুগলে ভিডিওটির রিভার্স ইমেজ সার্চে দেখা যায় যে এটি কুম্ভমেলার দুই মাস আগেই ২০২৪ সালের ডিসেম্বরে অনলাইনে পোস্ট করা হয়েছিল (আর্কাইভ লিংক)।
ইউটিউবে শেয়ার করা ভিডিওটির শিরোনামে বলা হয়, "কাশীতে বিশ্বের সবচেয়ে ধনী বিল গেটসের ফটোকপি"।
ভিডিওটি যিনি ধারণ করেছেন তাকে হাসতে হাসতে বলতে শোনা যায় যে, "দেখ কে এই লোক। তিনি বিল গেটস!"
নিচে অসত্য পোস্টের ভিডিও (বামে) এবং ইউটিউব ভিডিওটির (ডানে) একটি তুলনামূলক স্ত্রিনশট দেয়া হল:

২০২৪ সালের নভেম্বরে বারাণসীতে ভিডিওটি ধারণ করেছিলেন বলে নিশ্চিত করেছেন ইউটিউব চ্যানেলের মালিক দীপঙ্কর যাদব ।
তিনি এএফপিকে বলেন, "আমি গঙ্গা নদীর ধারে মণিকর্ণিকা ঘাটের কাছে একদল বিদেশীকে একটি ছাদের উপর দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং যাদের মধ্যে একজন দেখতে বিল গেটসের মতো"।
"তাই, মজা ছলে আমি ভিডিওটি তৈরি করেছি এবং পরে এটি ইউটিউবে শেয়ার করেছি।"
প্রতি বছর হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী তাদের জীবনের শেষ দিনগুলি কাটাতে বারাণসীর মণিকর্ণিকা ঘাটের শ্মশানস্থলে আসেন।
মৃতদেহ দাহ শেষে ছাই গঙ্গা নদীর ঘাট বরাবর জলে ছড়িয়ে দিলে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়া যায় এমন বিশ্বাস থেকে হিন্দুরা গঙ্গার তীরে মৃত্যু নিশ্চিত করতে চায়।
পর্যটকদের দলটির সাথে কোন নিরাপত্তারক্ষী ছিল না বলে জানান যাদব।
ছবিতে দেখানো ব্যক্তিটি গেটস নন বলে এএফপিকে নিশ্চিত করেছেন গেটস ফাউন্ডেশনের একজন মুখপাত্র ।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিলিয়নিয়ার ভারতে সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করলেও ২০২৫ সালের কুম্ভমেলায় তাঁর অংশগ্রহণের বিষয়ে এএফপি কোন সংবাদ প্রতিবেদন পায় নি (আর্কাইভ লিংক)।
কুম্ভমলাকে ঘিরে ছড়ানো অন্যান্য বিভ্রান্তির তথ্য খণ্ডন করে প্রতিবেদন করেছে এএফপি।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ