ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্ষমতাচ্যুত বাংলাদেশি নেত্রী শেখ হাসিনার ভিডিওটি ২০১৭ সালের

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরে পুনঃনির্বাচিত হওয়ার পর তাঁকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের প্রকাশিত একটি চিঠির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তবে তাদের দুজনের মধ্যকার পুরনো সাক্ষাতের ফুটেজকে অসত্যভাবে অনলাইনে ছড়িয়ে দাবি করা হয়েছে যে, হাসিনা সশরীরে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। কয়েক হাজারবার ভিউ হওয়া ক্লিপটি প্রকৃতপক্ষে ২০১৭ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ সভার সাইড লাইন মিটিংয়ের।

ট্রাম্প পুনঃনির্বাচিত হওয়ার কয়েক দিন পর ১১ নভেম্বর ২০২৪ শেয়ার করা একটি ফেসবুক পোস্টে বলা হয়, "আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প কে অভিনন্দন জানাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা"।

পোস্টে সংযুক্ত ভিডিওটিতে-- যা ১০ হাজার বারের বেশি ভিউ হয়েছে, গণ্যমান্য ব্যক্তিদের ভিড়ের মাঝে হাসিনা ও ট্রাম্পকে করমর্দন করতে দেখা যায়।

Image
২৪ ডিসেম্বর ২০২৪ এ নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

৫ আগস্ট বিক্ষুব্ধ জনতা তার বাসভবনে হামলা চালালে বাংলাদেশ থেকে হেলিকপ্টার যোগে পালিয়ে ভারতে পৌঁছানোর সময় শেখ হাসিনাকে শেষবারের মতো দেখা যায়। তার ১৫ বছরের দীর্ঘ শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষকে গণ আটক এবং বিচারবহির্ভূত হত্যা সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন দেখা গেছে (আর্কাইভ লিংক)।

৬ নভেম্বর ফেসবুকে তার দল আওয়ামী লীগের প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা ট্রাম্পকে তার নির্বাচনী জয়ে অভিনন্দন জানান (আর্কাইভ লিংক)।

সংবাদ বিজ্ঞপ্তির একটি অংশে বলা হয়, "শেখ হাসিনা বলেন নির্বাচনে তার দারুণ জয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলীর এবং তার প্রতি আমেরিকান জনগণের অগাধ আস্থা প্রমাণ"।

হাসিনা ও ট্রাম্পের মধ্যকার পুরনো সাক্ষাতের ভিডিওটি অসত্য দাবিতে পুনরায় ফেসবুকে এখানেএখানে ছড়ানো হয়।

গুগলে রিভার্স ইমেজ এবং কিওয়ার্ড সার্চে দেখা যায় যে, ভিডিওটি এর আগেই ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ প্রকাশ করেছিল (আর্কাইভ লিংক)।

ওই বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাকালীন হাসিনা ও ট্রাম্পের সাক্ষাৎ সম্পর্কিত প্রতিবেদনটির শিরোনামে বলা হয়, "রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্পের কাছে প্রত্যাশা নেই বাংলাদেশের: প্রধানমন্ত্রী"।

নিচে অসত্য পোস্টে শেয়ার হওয়া ভিডিও (বামে) এবং ২০১৭ সালে চ্যানেল ২৪ এর প্রকাশিত ভিডিওটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
অসত্য পোস্টে শেয়ার হওয়া ভিডিও (বামে) এবং ২০১৭ সালে চ্যানেল ২৪ এর প্রকাশিত ভিডিওটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট

২০১৭ সালের ২০ সেপ্টেম্বর আল জাজিরা ইংলিশ ও কিছুটা ভিন্ন কোন থেকে নেয়া একই সাক্ষাৎকারের ফুটেজ প্রকাশ করেছিল(আর্কাইভ লিংক)।

সংবাদ সংস্থা রয়টার্সও সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন করেছে (আর্কাইভ লিংক)।

এর আগেও বাংলাদেশের অস্থিতিশীলতা ঘিরে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করে এএফপি এখানে, এখানেএখানে প্রতিবেদন করেছে।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ