সংসদীয় ভোটের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর দৌড়ানোর পুরনো ভিডিও, বাঙ্কারে পালানোর নয়

সংসদীয় অধিবেশনে ভোট দিতে ছুটে চলা বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ভিডিও অসত্য দাবিতে শেয়ার করে বলা হয়েছে যে, ২০২৪ সালের ১ অক্টোবর ইরানের হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বাঙ্কারে পালাচ্ছেন। তিন বছর আগে ভিডিও ক্লিপটি তার সামাজিক মাধ্যমের একাউন্টে আপলোড করা হয়েছিল।

গত অক্টোবর ২, ২০২৪ ফেসবুকে শেয়ার করা একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, "নেতানিয়াহু বাঙ্কারে পালিয়ে যাচ্ছে।"

পোস্টের ১১ সেকেন্ডের ক্লিপটিতে নেতানিয়াহুকে একটি ভবনের করিডোরের পথ দিয়ে দৌড়াতে দেখা যায়। ভিডিওটি ১২০০ বারের বেশি ভিউ হয়েছে।

Image
গত ১৬ অক্টোবর ২০২৪ সালে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

ইরান সমর্থিত মিলিট্যান্ট নেতাকে হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপনাস্ত্র হামলার পর অসত্য দাবিটি ছড়াতে শুরু করে (আর্কাইভ লিংক)।

ইসরায়েলি বিমান হামলায় দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার ভবন ধ্বংস এবং সাত কর্মকর্তাকে হত্যার জবাবে গত এপ্রিলে ইসরায়েল ৩০০ টিরও বেশি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এটি ছিল ইসরায়েলের ওপর ইরানের দ্বিতীয় সরাসরি হামলা (আর্কাইভ লিংক)।

একই ধরনের অসত্য দাবিতে ভিডিওটি ইংরেজি, আরবি, ফরাসি, গ্রিক, পর্তুগিজ এবং বার্মিজসহ কয়েকটি ভাষায় ছড়ানো হয়েছে।

তবে ভিডিওটি অসত্য প্রেক্ষপটে ছড়ানো হয়েছে।

সংসদীয় ভোট

ভিডিওটি প্রথমে ২০২১ সালের ১৪ ডিসেম্বর নেতানিয়াহুর অফিসিয়াল এক্স একাউন্টে প্রকাশিত হয়েছিল (আর্কাইভ লিংক)।

পোস্টটির হিব্রু ভাষার ক্যাপশনে বলা হয়, "তোমার জন্য দৌড়াতে আমি সব সময় গর্বিত"।

ক্যাপশনে আরো বলা হয় যে, ভিডিওটি পোস্ট করার 'আধা ঘণ্টা আগে' ইসরায়েলের সংসদ নেসেট-এ ধারণা করা হয়েছে।

নিচে অসত্য পোস্টের ভিডিও (বামে) এবং মূল পোস্টের (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
অসত্য পোস্টের ভিডিও (বামে) এবং মূল পোস্টের (ডানে) তুলনামূলক স্ক্রিনশট

২৫ সেকেন্ডের ভিডিওতে নেতানিয়াহুকে একটি ভবনের করিডোর দিয়ে ছুটতে এবং একটি সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায়।

একই দিন ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় যে, তখনকার বিরোধী দলের প্রধান নেতানিয়াহু সংসদের একটি দলগত ভোটের জন্য দৌড়াচ্ছিলেন (আর্কাইভ লিংক)।

ইসরায়েলি কর্মকর্তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এএফপির তৈরি করা তালিকা অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায়  ১,২০৬ জনের মৃত্যু হয়,যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

মিলিট্যান্টদের অপহরণ করা ২৫১ জনের এখনো ৯৭জন গাজায় বন্দী এবং ৩৩ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

হামাস পরিচালিত ওই ভূ-খণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক আক্রমণে অন্তত ৪২,০০০ মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগ  বেসামরিক নাগরিক।

নিহতদের এই সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলে বর্ণনা করেছে জাতিসংঘ।

এর আগেও নেতানিয়াহুকে নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করে এএফপি প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে এখানে

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ